আসসালামুয়ালাইকুম সবাইকে।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের হিসাববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্য প্রদান করবো।
নবম-দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই সূত্র গুলো কাজে আসবে।
আশা করি সকলের উপকারে আসবে।
তো শুরু করা যাক।
১.প্রারম্ভিক মূলধন= প্রারম্ভিক মোট সম্পদ- প্রারম্ভিক মোট দায়
২.সমাপনী মূলধন=সমাপনী মোট সম্পদ-সমাপনী মোট দায়
৩.লাভ/ক্ষতি ={(সমাপনী মূলধন+উত্তোলন)-(প্রারম্ভিক মূলধন+অতিরিক্ত মূলধন)}
৪.মোট সম্পদ=চলতি সম্পদ+স্থায়ী সম্পদ+দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
৫. মোট দায়=স্বল্পমেয়াদি দায়+ দীর্ঘমেয়াদি দায়
৬.ক্রয় জাবেদা=ক্রয় হিসাব – ক্রেডিট ,পাওনাদার হিসাব – ক্রেডিট (পরিমাণ = ধারে পন্য ক্রয় সংক্রান্ত লেনদেনের সমষ্টি)
৭. বিক্রয় জাবেদা=দেনাদার হিসাব – ডেবিট ,বিক্রয় হিসাব – ক্রেডিট (পরিমাণ ধারে পন্য বিক্রয় সংক্রান্ত লেনদেনের সমষ্টি)
৮. সমন্বয় দাখিলা = প্রাপ্য আয়, বকেয়া খরচ , অগ্ৰিম খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোর সমন্বয়ে সৃষ্ট দাখিলা ।
৯. সমাপনী দাখিলা = মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের জের এবং উত্তোলন হিসাব বন্ধ করতে সৃষ্ট দাখিলা।
১০. প্রারম্ভিক দাখিলা = সম্পদ , দায় ও মালিকানাস্বত্বের জের পরবর্তী হিসাবকালে স্থানান্তরের জন্য সৃষ্ট দাখিলা।
১১. মূলধন জাতীয় প্রাপ্তি = মালিক কর্তৃক ব্যবসায়ে মূলধন আনয়ন+ ব্যাংক হতে ঋন গ্ৰহন + স্থায়ী সম্পদ/ পুরাতন সম্পদ (আসবাবপত্র, জমি,যন্ত্রপাতি ,উইলকৃত সম্পত্তি , বিনিয়োগ, দালানকোঠা) বিক্রয়লব্ধ অর্থ।
১২. মূলধন জাতীয় আয় = স্থায়ী সম্পদ বিক্রয়জনীত লাভ / পুরাতন সম্পদ বিক্রয় জনিত লাভ + শেয়ার প্রিমিয়াম/ অধিহার ।
১৩. মূলধন জাতীয় ব্যয় = স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত খরচ ( জমি, আসবাবপত্র,যন্ত্রপাতি , ইজারা সম্পত্তি, সুনাম অর্জন, মোটরগাড়ি ইত্যাদি) + স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ (আমদানি শুল্ক,জাহাজ ভাড়া , পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় : সম্পত্তির / টেলিফোন লাইনের/ বৈদ্যুতিক সংযোগের,কার্যোপযোগী করার মেরামত খরচ ইত্যাদি )+অস্পর্শনীয় সম্পদ ( সুনাম+ পেটেন্ট+ ট্রেডমার্ক + কপিরাইট+ শেয়ার/ ঋনপত্রের অবহার / বাট্টা ) + স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি ।
১৪. বিলম্বত মুনাফা জাতীয় ব্যয় = কোনো প্রতিষ্ঠান গঠনের প্রাথমিক ব্যয় + কোনো নতুন পন্য তৈরি করার পূর্বে গবেষণা ও পরীক্ষার ব্যয় + কোনো নতুন পন্য ছাড়ার সময় বিজ্ঞাপন বাবদ অত্যধিক ব্যয় + সম্পত্তি মেরামত বাবদ এককালীন অত্যধিক ব্যয় + এক স্থান থেকে অন্য স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়।
১৫. আবর্তক খরচ = বার বার বা নিয়মিত সংঘটিত হয় এরূপ খরচ ( পন্য ক্রয় + ক্রয় পরিবহন+ বেতন ও মজুরি+ বিদ্যুৎ বিল+ টেলিফোন বিল ইত্যাদি )
আজকের জন্য এটুকুই ।
পরবর্তী পোস্টে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব।
সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।।