উত্তরঃ যখন কোনো গাড়ি হাইওয়েতে মোড় নিতে যায় তখন তা রাস্তা থেকে অনেকটা দূরে সরে যেতে চায়। এটা হয় একারনে যে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তা কেন্দ্র থেকে দূরে সরে যেতে চায়।
এখানে এক ধরনের বল কাজ করে যাকে কেন্দ্র বিমুখী বল বলে। আমরা যখন হাতে চাবির রিং আঙ্গুলে রেখে ঘুরাতে থাকি কোনো কারণে সেটা আঙ্গুল থেকে উপরে উঠে গেলে দেখা যায় সেটা অনেক দূরে গিয়ে পড়ে। এর কারণও ঐ কেন্দ্র বিমুখী বল।
একারণে, যখন কোনো গাড়ি মোড় নিতে যায় তখন রাস্তা থেকে অনেকটা দূরে সরে যেতে চায় এই জন্য রাস্তার এক পাশ উঁচু করা থাকে।
বাম দিকে মোড় নিতে গেলে ডান পাশে উঁচু করা থাকে আর ডান দিকে মোড় নিতে গেলে বাম পাশে উঁচু করা থাকে যাকে বিজ্ঞানের ভাষায় আমরা ঢাল বা ঐ জায়গায় উৎপন্ন কোণের Tangent এর সমান।
nice
Good
Nc
i read it in my textbook
gd
nice