কাগজের ব্যবহার সম্পর্কে আমরা কতোটা জানি?? আমরা শুধু জানি যে কাগজ শুধু মাত্র লেখার কাজেই ব্যবহৃত হয়। এরপর পুরোনো কাগজগুলো আমরা হয়তো ফেলে দেই নইলে বিক্রি করে দেই। কিন্তু আমরা হয়তো জানিনা যে এই কাগজ দিয়েও আমরা তৈরি করতে পারি সুন্দর সুন্দর আসবাবপত্র অথবা ঘর সাজানোর জন্য বিভিন্ন দ্রব্যসামগ্রি। আসুন জেনে নেই লেখার কাজ ছাড়াও এটির অভিনব ব্যবহার।
পুরোনো খবরের কাগজ অথবা লেখালেখির কাগজ ফেলে না দিয়া কিংবা বিক্রি না করে এটিতে আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত সুন্দর কিছু জিনিস তৈরি করতে পারি। এই কাজগ দিয়ে বসার মোড়া, সোফা, টুল, ফুলদানি, এমনকি রান্নার কাজে ব্যবহৃত দ্রব্য যেমনঃ পেয়াজ- রসুন রাখার ঝুড়ি, খাবার টেবিলের উপরে ফলমূল রাখার জন্য ঝুড়ি বানাতে পারি।
কিন্তু কাগজ দিয়ে এগুলো কিভাবে তৈরি করা যায়? শুনতে অভাব লাগলেও এটি সত্যি!! কাগজ দিয়েই আমরা এসব আসবাবপত্র তৈরি করতে পারি অনায়াসেই। আনাদের সবার ঘরেই কমবেশি খবরের কাগজ থেকে থাকে। আমরা সেটি থেকেও তৈরি করতে পারি এমন আকর্ষণীয় সামগ্রি। গ্রাম অঞ্চল গুলোতে এগুলোর ব্যবহার বেশি দেখা যায়।
এটি তৈরি করার শুরুতে পানির সাথে ভাতের মাড় মিশিয়ে পুরোনো অব্যবহৃত কাগজ ভিজিয়ে রাখলে সেটি আঠার মতো হয়ে যায়। সেই ভিজানো কাগজ থেকেই নিজের ইচ্ছে মতো বসার মোড়া, টুল, টেবিল, ঝুড়ি, ফুলদানি সহ আর ও নানা ধরনের সামগ্রি তৈরি করা যায়। একটু একটু করে তৈরি করে প্রতিদিন রোধে শুকানোর পরে এটি শক্ত ও মজবুত হবে।
যেটা বসার অথবা ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। এরপরে আপনি চাইলে সেটিতে রঙ দিয়ে সুন্দর নকশা ফুটিয়ে তুলতে পারেন। নিজের ইচ্ছে মতো নকশা দিয়ে জিনিসটিকে আর ও সুন্দর ও আকর্ষণীয় করে গড়ে তোলে যায়। আমাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা এই কাজে আমাদের সময় ব্যয় করতে পারি। তাহলে আমাদের বাহ্যিক দক্ষতা প্রকাশ পাবে এবং আমরা এই বিষয়ে আর ও বেশি দক্ষ হতে পারবো।