আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ! গ্রাথর ডটকমের বন্ধুরা কেমন আছেন? আসা করি সবাই ভালোই আছেন ! আমিও মহান আল্লাহ তায়ালার দয়ায় ভালোই আছি। তো আজকে আমি আপনাদের কাছে একটা শিক্ষণীয় টপিকস শেয়ার করবো। ছাত্র ছাত্রীদের জন্য আজকের পোস্টটি সব থেকে উপযোগী।
অনেকেই চান যে অনলাইন থেকে যদি ক্লাসের কোনো কিছু শিখতে বা জানতে পারতাম তাহলে অনেক উপকার হতো। অনেকেই ইংরেজি সাবজেক্ট একটু দুর্বল। তাই আজকে আমি ইংলিশ সাবজেক্ট এর E-mail কিভাবে সঠিক নিয়মে লেখতে হয়? এবং সর্টকার্ট কিছু টেকনিক শিখিয়ে দিবো।
শর্টকার্ট টেকনিক শিখে ১০০% সর্বোচ্চ নম্বর বা মার্কস পাবেন ইনশাআল্লাহ। আর কখা না বাড়িয়ে মূল কাজে চলে যায় চলুন√√√√√√√
আপনাদের বোঝার জন্য আমি বিস্তারিতভাবেই বলার চেষ্টা করবো।তাই সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি!!!
প্রথমে নিচের E-mail লেখাটি মনোযোগ দিন♪♪♪♪
From:নিজের ইমেইল
To:যার কাছে পাঠাবেন তার ইমেইল
Sent:Date,day,time.
Sub: যে বিষয় সম্পর্কে পাঠাবেন
Dear……… যার কাছে পাঠাবেন তার নাম।
বিস্তারিত……………………
………………………………………………………………………………………………………………..
………….
…..
..
Your ever
নিজের নাম।
পরীক্ষায় এভাবেই লিখতে হয়। কিন্তু আমি যে উপরে ইংরেজির সাথে বাংলা লেখেছি এটা শুধু বোঝার জন্যই লিখেছি মনে রাখবেন। ইংরেজি যেভাবে লিখেছি এভাবেই লিখতে হয় পরীক্ষার খাতাই।
উপরে বাংলা লেখা যাবে না কেন? এবং কি লিখতে হবে। ও সঠিক সমাধান কি?
বিস্তারিত জানতে নিচের স্টেপটি ভালো করে দেখুন।
√√√ বাংলা না লেখার কারণ কি?
যেহেতু ইংলিশ সাবজেক্ট সেহেতু বংলা লেখা নিষেধ!! বিষেশ করে E-mail লেখার সময়।
√√√ বাংলা লেখার জায়গায় কি লিখতে হবে? ও সঠিক সমাধান কি?
আগে নিচের ছবিটি দেখুন ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓
উপরের ছবিটা ভালো করে দেখুন ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑ ↑
সঠিক সমাধান দেওয়ার জন্য নিচে একটা উদাহরণটি দেওয়া হলোঃ
From: [email protected]
To: [email protected]
Sent:6-11-2021 11P.M
Sub: About need same money
আসা করি বুঝতে পেরেছেন।√√√√√
এবার নিচের ছবিটি দেখুন ↓ ↓ ↓ ↓ ↓
উদাহরণ দেখলে বুঝবেন আসা করি। নিচে উদাহরণ দেওয়া হলো।
উদাহরণঃ
Dear Manik
At first take my salam.I hope you are well.l am also well.Yesterday l received your email…………………………………………………………………………………
………Tender my salam for elder and love to the younger’s.
Your ever
Munna.
E-mail বিস্তারিত লেখার আগে প্রয়োজনীয় কিছু বাক্য( নোট করে রাখুন) At first take my salam.I hope you are well.l am also well.Yesterday l received your email…………………………………………………………………………………
………Tender my salam for elder and love to the younger’s.
E-mail লেখার অবশ্যই শেষে দেওয়া জরুরি( নোট করে রাখুন)
Your ever/ Friend
আপনার নিজের নাম।
↑ ↑ ↑ উপরে যে ভাবে বোঝানো হয়েছে। সম্পূর্ণ যারা পড়েছেন তাদের E-mail লিখতে আর কোনো সমস্যা হবে না বলতে পারি। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত এভাবেই আপনারা ইংরেজি সাবজেক্টে ইমেল লিখতে পারবেন। এবং আমার টেকনিক অনুযায়ী লিখলে ১০০% সর্বোচ্চ নম্বর বা মার্কস পাবেন ইনশাআল্লাহ।
আর যদি পোষ্টি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। অনেকেই একটু হলেও এই পোষ্টে উপকার হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।