ঘটনা-১
– হ্যালো ভাই…! আপনি কি জিমেইল বিক্রেতা?
– জ্বি বলুন।
-আমি ৫০ টা জিমেইল কিনতে চাই।হবে আপনার কাছে?
– হ্যাঁ, অবশ্যই। প্রতি পিচ জিমেইল ১০ টাকা করে।
– ভাই একটু কম নিলে হয় না??
– ওকে।কত করে দিবেন?
– ৮ টাকা দিবো প্রতি পিচ জিমেইল।
– ওকে।
– *******@জিমেইল.কম এই মেইলে জিমেইল ফাইলটি সেন্ড করে দিন।
– ওকে। একটু অপেক্ষা করুন।
-ওকে।
– হ্যালো ভাই,চেক করুন জিমেইল গুলো গেছে।পেলে জানান।
-হ্যাঁ ভাই পেয়েছি।
– ০১৭******* এটা বিকাশ নাম্বার। মোট ৪০০ টাকা পাঠায় দিন।
– ওকে।
১০ মিনিট পার হয়ে গেল।কিন্তু টাকা এলো না।তাই ফারুক সাহেব জিজ্ঞেস করার জন্য ফেসবুকে ঢুকে দেখলেন,যাকে মেইল গুলো দিয়েছেন সে তাকে ব্লক করে দিয়েছে।গেলো, ৫০ টা জিমেইল পানিতে।
ঘটনা-২
– হ্যালো ভাই।আমার ৫০ টা জিমেইল লাগবে।
-ওহ…! সমস্যা নেই।দিতে পারবো।
– কত করে রাখবেন প্রতি পিচ জিমেইল?
-১০ টাকা করে।একদম ফ্রেশ জিমেইল।
– ওহ ওকে।
-০১৯******* এই নাম্বারে মোট ৫০০ টাকা পাঠায় দিয়ে আপনার পারসোনাল জিমেইল টা দিন আমি জিমেইল পাঠায় দিবো এখন।
-ওকে একটু ওয়েট।
-ওকে।
– হ্যালো ভাই চেক করেন টাকা গেছে।
– হ্যাঁ পাইছি।আপনার পারসোনাল জিমেইল দিন।
– ******@জিমেইল.কম
– ওকে ওয়েট পাঠায় দিচ্ছি।
১০ মিনিট পার হয়ে গেল।কিন্তু জিমেইল গুলো এলো না।তাই ফারুক সাহেব জিজ্ঞেস করার জন্য ফেসবুকে ঢুকে দেখলেন,যাকে টাকা দিয়েছেন সে তাকে ব্লক করে দিয়েছে।গেলো,৫০০ টাকা পানিতে।
হ্যালো বন্ধুরা,,
আমি গত দুটি পোস্ট এ দেখিয়েছি।
#১ কোন পদ্ধতিতে জিমেইল দিয়ে আয় করা সম্ভব।লিংকঃ https://grathor.com/জিমেইল-দিয়ে-হাজার-হাজার-ট/
#২ কিভাবে আনলিমিটেড জিমেইল একাউন্ট খুলতে পারবেন।লিংকঃ https://grathor.com/কিভাবে-আনলিমিটেড-জিমেইল/
আজ দেখাতে চলেছি।কোথায় জিমেইল বিক্রি করবেন।আর কিভাবে প্রতারকদের হাত থেকে বাঁচবেন…!তো বেশি বকবক না করে চলুন শুরু করি।
খুব সহজে আপনার তৈরি করা জিমেইল আপনি ফেইসবুকে বিক্রি করতে পারবেন।ফেসবুকের কোথায় বিক্রি করবেন তা ১ম পোস্ট এ দেখিয়েছি।
ঐ সকল গ্রুপে গিয়ে আপনি জিমেইল বিক্রি করবেন এমন লিখে পোস্ট করবেন।যার জিমেইল দরকার সেই নিজে আপনাকে ম্যাসেজ করবে।তারপর তার কাছ থেকে টাকা নিবেন,বিনিময়ে জিমেইল দিবেন।
ব্যাস……! হয়ে গেলো জিমেইল বিক্রি করে টাকা আয় করা।
এতক্ষণ সব ই ঠিক ছিলো।কিন্তু উপরের বলা ২ টি ঘটনার মতো প্রতারণার শিকার আপনিও হতে পারেন।এ জন্য থাকতে হবে সতর্ক।
* প্রতারণার হাত থেকে বাচতে চাইলে ২ টি পথের একটি অবলম্বন করতে হবে।
#১ এডভ্যানস পেমেন্ট
#২ এডমিন ডিল
প্রশ্ন হচ্ছে,,
#১ এডভ্যানস পেমেন্ট এবং এডমিন ডিল এ দুইটা আবার কি?
* এডভ্যানস পেমেন্টঃ
এটি বলে বোঝায় কোনো কিছু দেয়ার আগে তার মূল্য নেয়া।মানে এক্ষেত্রে জিমেইল দেয়ার আগে টাকা নেয়া।
* এডমিন ডিলঃ
যে গ্রুপে পোস্ট করে জিমেইল একাউন্ট বিক্রয়ের জন্য ক্রেতা পাবেন।সেই গ্রুপের মালিক/এডমিন এর সাথে চুক্তি করে জিমেইল বিক্রি করা।
#২ এডভ্যানস পেমেন্ট করবো কিভাবে?
→আপনার জিমেইল ক্রেতাকে বলবেন যে,
আগে পেমেন্ট করবে,তার পরে আপনি জিমেইল দিবেন।এক্ষেত্রে, যদি এই চুক্তিতে রাজি হয় তবে সে আপনাকে আগে টাকা দিবে এবং তারপর আপনি জিমেইল দিবেন।প্রতারণার শিকার হওয়ার কোনো সম্ভাবনা নেই।
#৩ এডমিন ডিল করবেন কিভাবে?
→ প্রথমে আপনি,আপনার জিমেইল ক্রেতা এবং গ্রুপের এডমিন কে নিয়ে একটি ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন।সেখানে আপনার ক্রেতা এডমিনের বিকাশ/নগদে টাকা পাঠায় দিবে।আর আপনি এডমিন টাকা পেয়েছে কি না তা নিশ্চিত হয়ে এডমিনের অনুমতি ক্রমে ক্রেতাকে জিমেইল একাউন্ট গুলো পাঠায় দিবেন।ক্রেতা জিমেইল একাউন্ট গুলো পেয়ে গেলে এডমিন আপনার বিকাশ/নগদে ঐ টাকা টা পাঠিয়ে দিবে।একেই বলে এডমিন ডিল। এক্ষেত্রেও,প্রতারণার শিকার হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আমার বলা এই দুই উপায় অবলম্বন করলে কখনো আপনারা ঠকবেন না।আশা করি বুঝতে পেরেছেন।
তো,আজ এখানেই আমি মোঃ তাহমিদ আলম বিদায় নিচ্ছি।শীঘ্রই দেখা হবে আবারও। ততক্ষণ ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনাই করি। আর হ্যাঁ,, ধন্যবাদ………!!!
এতক্ষণ সাথে থাকার জন্য।
আল্লাহ হাফিজ…!