Bitcoin cash (BCH) আনলিমিটেড ফ্রী ইনকাম। বিটকয়েন ক্যাশ ইনকাম কোন ইনভেস্ট ছাড়া।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

বিটকয়েন লাইট কয়েন মাইনিং করার জন্য অলরেডি অনেকগুলো সাইট আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং এগুলো মাইনিং প্রচুর সাইট রয়েছে। BCH বা বিটকয়েন কয়েন ক্যাশ এই মানেটা মাইনিং করার জন্য অনলাইনে খুব বেশি সাইট আপনি পাবেন না। এর কারণ একটাই বিটকয়েন ক্যাশ এখনো মার্কেটে খুব বেশি জনপ্রিয় না। তবে এটা এখন মার্কেটে চলমান আছে এবং এর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। তাই আমি আপনাদের সাথে একটি বিটকয়েন ক্যাশ কিভাবে মাইনিং করবেন তার একটা সাইট শেয়ার করব।

সাইট লিংকঃ- ক্লিক করে একাউন্ট করুন

এখানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কোন ইনফরমেশন দিতে হবে না। শুধু আপনি যেই এড্রেসে পেমেন্ট রিসিভ করবেন সেটা দিয়ে সাবমিট করতে হবে। আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারেন। অথবা আপনার যদি কয়েনবাজ থাকে আপনি সেখান থেকে আপনার বিটকয়েন ক্যাশ এর এড্রেস টা কপি করে নিয়ে আপনি এখানে সাবমিট করতে পারেন।

যাদের এখন পর্যন্ত কোনো বিটকয়েন ক্যাশ এড্রেস তাদের প্রথমে একটা বিটকয়েন ক্যাশ ওয়ালেট তৈরি করতে হবে। আপনি কয়েনবাজ বা ট্রাস্ট ওয়ালেট ব্যাবহার করেন না কোন সমস্যা নেই। ওয়ালেট তৈরি করার পর আপনি সেই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে এই সাইটে একাউন্ট তৈরি করতে পারবেন।

মাইনিং সাইট কি সাধারণত আমরা সবাই জানি। এখানে শুধু আপনাকে মাইনিং টা চালু করে রাখতে হবে। তাহলেই আপনার ইনকাম টা অটোমেটিক চলতে থাকবে। তবে এই সাইটের আরো বেশি ইনকাম এর জন্য একটা উপায় আছে। এখানে থেকে আপনি এক মিনিট পর পর সাতোশি নিতে পারবেন। এজন্য আপনাকে ক্লাইম ফ্রী ক্লিক করলে আপনি দেখবেন যে প্রতি মিনিটে আপনাকে সাতোশি ফ্রী পাচ্ছেন।

আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করার পর হোম পেজে যান। তাহলে একটা অপশন দেখতে পারবেন ডিপোজিট। তো আমি আপনাদের একটা বিষয় সবসময় সাজেশন করে থাকি আপনার এই রকম সাইটগুলোতে ডিপোজিট করবেন না। তাহলে হয়তো আপনার ডিপোজিট এর টাকাটা আপনি ডিপোজিট করবেন সেটা হয়তো ফেরত নাও পেতে পারেন। কারন এখানে আপনার কোন কাজ করতে হবে না জাস্ট মাইনিং টা চালু করে রাখবেন। তাই যদি পেমেন্ট না আপনার সমস্যা নেই। কিন্তু যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার নিজের পকেট থেকে টাকাটা লস হওয়ার সম্ভাবনা থাকে।

এই সাইটের সবচেয়ে ভালো যে দিকটা হয়েছে সেটা হচ্ছে আপনি এখান থেকে মাত্র 10 থেকে 12 টাকার মতো হলেই পেমেন্ট নিতে পারবেন। এখানে মিনিমাম পেমেন্ট যেটা আছে সেটা অনেক কম। তাই এখানে আপনাকে পেমেন্ট নেওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। আপনি চাইলে এখানে কিছু রেফার করে আপনার মাইনিং বাড়িয়ে নিতে পারেন। এবং ইনকাম টাকা বৃদ্ধি করতে পারেন। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Related Posts