আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! Btc Ad Space থেকে এড দেখে আয়। অনলাইন থেকে ইনকাম পিটিসি সাইট।
আজকে আমি আপনাদের সাথে একটা পিটিসি সাইট শেয়ার করবো । এই সাইট থেকে আপনি খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। অন্যান্য পিটিসি সাইটের মধ্যে এখানে আপনাকে এড দেখে ইনকাম করতে হবে। এছাড়াও আপনি চাইলে যদি আপনার কোন কোম্পানি কিংবা সাইট প্রমোট করার থাকে। তাহলে এখানেই এড দিতে পারবেন।
প্রথমে আপনাদের বলে রাখতে চাই। এখান থেকে আপনি খুব বেশি ইনকাম করতে পারবেন না। এটা নতুন একটা পিটিসি সাইট এবং বেশ কিছুদিন যাবৎ মার্কেটে এসেছে। এখানে বর্তমানে খুব বেশি অ্যাড পাবেন না। খুব বেশি না পাওয়ার ফলে তাদের আপনার ইনকাম টা একটু কম হবে। তবে আপনি এখান থেকে ফুসেট ক্লাইম করে বেশি ইনকাম করতে পারবেন।
সাইট:https://btcadspace.com/ref/myblogger57
লিংকে ক্লিক করার পর আপনাকে সাইটে নিয়ে যাবে। প্রথমে এখানে আপনাকে আপনার জিমেইল দিয়ে একাউন্ট তৈরি করতে হবে। আপনার জিমেইল ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি আপনার ইউজারনেম অথবা জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আমি আপনাদের যেহেতু বলেছিলাম যেখান থেকে ফুসেট ক্লাইম করে আপনারা বেশি ইনকাম করতে পারবে। সে তো প্রথমে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি এখান থেকে আপনি প্রতি 15 মিনিট পর পর একটা ফুসেট ক্লাইম করতে পারবেন। একটা ক্লাইম এর জন্য ১-৫ শাতোশি পাবেন। এখানে দেখা যায় বেশিরভাগ সময় আপনাকে 5 শাতোশি করে দেওয়া হবে। আর যেহেতু এটা 15 মিনিট পর পর করা যাচ্ছে। আপনি প্রতি ঘন্টায় 4 বার এবং দিনে আনলিমিটেড করতে পারবেন।
এখান থেকে ফুসেট ক্লাইম এর পাশাপাশি আপনি এড দেখে ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি যদি সার্ফ এড এ ক্লিক করেন। সেক্ষেত্রে আপনি এড গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রতিদিন কয়েকটা অ্যাড পাবেন। এবং সাইটটার ফুসেট ক্লাইম সংখ্যা বেশি থাকবে। এখান থেকে আপনি সেটাকে মেইন ইনকাম মেথড হিসেবে নেন। এবং এখান থেকে সার্ফ এড যে অপশনটা রয়েছে সেটাকে আপনি খুব বেশি ইনকাম মেথড হিসেবে না নিলেআপনার জন্য ভালো হবে।
এই সেটটা থেকে কিন্তু আপনি মাত্র ২০০ শাতোশি হলে পেমেন্ট নিতে পারবেন। এখান থেকে আপনার পেমেন্ট নিতে কতদিন সময় লাগবে। সেটা নির্ভর করবে আপনি প্রতিদিন কি পরিমাণ সময় দিচ্ছেন। আপনি যদি এখানে ফুসেট ক্লাইম একটু বেশি সময় দেন। তাহলে খুব সহজে আপনার পেমেন্ট নিতে পারবেন। এই সাইট থেকে সরাসরি পেমেন্ট ফুসেটপে পরবর্তীতে যেকোন ওয়ালেট পেমেন্ট নিতে পারবেন।।
সর্বশেষ আপনাদের একটা কথাই বলবো যে। এখান থেকে বর্তমানে ইনকাম কম হলেও। যদি তারা ভালোভাবে পরিকল্পনা নেয় ভবিষ্যতে কিন্তু আপনি এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন। আপনি চাইলে সাইটের সাথে লেগে থাকতে পারেন। একাউন্ট ক্রিয়েট করে প্রতিদিন চেক করে দেখতে পারেন যেখানে কি পরিমান কাজ রয়েছে। এই ছিল আজকের পোস্ট ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ।