আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজ আমি যে ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো Coinpot। নিচে আমি বিস্তারিতভাবে বলব Coinpot কি, কিভাবে ইনকাম করবেন, কিভাবে কাজ করবেন ও উইথড্র দিবেন।
Coinpot কি?
Coinpot হলো একটি অনলাইন আর্নিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ২০২০-২০২১ এর দিকে খোলা হয়েছিল। বর্তমানে এদের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫০০০০+। এবং তারা তাদের ব্যবহারকারীদের প্রায় ১৪০০০ ডলার পেমেন্ট দিয়েছে যা অনেক বেশি। এই ওয়েবসাইটটি থেকে ইনকাম করা খুবই সহজ। আপনি চাইলেই এখান থেকে ইনক করতে পারবেন।
কিভাবে একাউন্ট খুলবেন?
একাউন্ট খোলার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে যান। তাদের ওয়েবসাইটের লিংক হলো coinpot.in বা আমি নিচে লিংক দিব সেখান থেকেও যেতে পারেন।
উপরের দেওয়া লিংকে ক্লিক করার পর আপনি তাদের ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে Register ও অপরটি হচ্ছে Login। আপনার Regsiter অপশনে ক্লিক করবেন। তারপর আপনি সাইন আপ পেইজে চলে যাবেন। সেখানে আপনি আপনার ইউজারনেইম ও ইমেইম আ্যড্রেস দিবেন। তারপর পাসওয়ার্ড দিন ও পাসওয়ার্ড কনফার্ম করুন। তারপর ক্যাপচাটি পূরণ করে Sign Up অপশনে ক্লিক করুন। তারপর আপনার দেওয়া ইমেইল আ্যড্রেসে একটি আ্যক্টিভেশন লিংক যাবে। সেটিতে ক্লিক করুন। ব্যাস। তাহলে আপনার একাউন্ট খোলা হয়ে গিয়েছে।
কিভাবে ইনকাম করবেন? এখান থেকে ইনকাম করার অনেকগুলো উপায় আছে নিচে সবকয়টি উপায় ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি।
১. Faucet : এই ওয়েবসাইট থেকে ইনকাম করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে Faucet ক্লেইম। আপনি পপ্রতি ৫ মিনিট অন্তর একবার Faucet ক্লেইম করতে পারবেন। প্রতিটি Faucet ক্লেইমের জন্য ৫০ কয়েন করে পাবেন। আপনি দিনে মোট ৩০০টি ক্লেইম করতে পারবেন। যদিও বলতে গেলে আপনি আনলিমিটেড ক্লেইম করতে পারবেন।
Faucet ক্লেইম করার জন্য আপনাকে অবশ্যই লগিন করা থাকতে হবে। লগিন করার পর প্রথমে Claim Faucet অপশনে ক্লিক করুন। তারপর Collect Your Reward এ ক্লিক করুন। তারপর একটি ক্যাপচা পূরণ করুন ও আ্যন্টিবট লিংকটি ভেরিফাই করুন। তারপর Claim এ ক্লিক করুন।
২. PTC Surf : এই ওয়েবসাইটে আপনি আ্যড দেখেও ইনকাম করতে পারবেন। আপনি একটি ৩ সেকেন্ডের আ্যডের জন্য ১০ কয়েন করে পাবেন, একটি ৭ সেকেন্ডের আ্যডের জন্য ২৫ কয়েন পাবেন, ১০ সেকেন্ডের আ্যডের জন্য ৪০ কয়েন, ১৫ সেকেন্ডের আ্যডের জন্য ৬০ কয়েন ও ৩০ সেকেন্ডের আ্যডের জন্য ৯০ কয়েন করে পাবেন। আ্যড সংখ্যা নির্দিষ্ট নয়, আ্যডভার্টাইজাররা যে কয়টি আ্যড দিবে সে কয়টি।
৩. Shortlink : আপনি এখান থেকে শর্টলিংক কমপ্লিট করেও ইনকাম করতে পারবেন। আপনি একটি শর্টলিংকের জন্য ৩০ থেকে ১১০ কয়েনের মধ্যে পাবেন। আপনি দিনে সর্বোচ্চ ৩৫টি শর্টলিংক কমপ্লিট করতে পারবেন। আপনি বর্তমানে দিনে সর্বোচ্চ ২০৮০ কয়েন ইনকাম করতে পারবেন। ( শর্টলিংকের সংখ্যা ও প্রতিটি শর্টলিংকের রিওয়ার্ড বিভিন্ন সময় পরিবর্তন হয়)
৫. Mining : আপনি এই সাইট থেকে মাইনিং করেও ইনকাম করতে পারবেন। আপনি প্রায় ১০০০০০০ হ্যাশের জন্য ৩ সাতোশি বা ১০৯ কয়েন পেতে পারেন।
মাইনিং করার জন্য আপনাকে CPU বা GPU পাওয়ার থাকতে হবে। তাই আপনার যদি CPU বা GPU থাকে তাহলেই শুধু মাইন করতে পারবেন। এটি খুবই ব্য্যবহুল ও ঝুঁকিপূর্ণ তাই আমি এই সাইটে মাইন করতে সাজেস্ট করব না।
উইথড্র:
এখান থেকে আপনি কয়েন উইথড্র দিতে পারবেন। আর উইথড্র দিতে হলে আপনাকে আপনার ইমেইল আ্যড্রেস ভেরিফাই করতেই হবে। এখান থেকে উইথড্র দেওয়ার ৪টি মেথড আছে। নিচে এগুলো বলতেছি।
- ১. FaucetPay : আপনি এখান থেকে FaucetPay এ উইথড্র দিতে পারবেন। FaucetPay এ থাকা সকল কারেন্সিতে আপনার কয়েন উইথড্র দিতে পারবেন। মিনিমাম উইথড্র আ্যমাউন্ট ১০০০ কয়েন।
- ২. ExpressCrypto : আপনি এখান থেকে ExpressCrypto এ উইথড্র দিতে পারবেন। ExpressCrypto এ থাকা প্রায় সকল কারেন্সিতে আপনার কয়েন উইথড্র দিতে পারবেন। মিনিমাম উইথড্র আ্যমাউন্ট ১০০০০ কয়েন।
- ৩. Direct : আপনি সরাসরি আপনার যেকোনো ওয়ালেটেও কয়েন ট্রান্সফার করতে পারবেন। BTT, Tron, LTC, BCH, DOGE ইত্যাদি বিখ্যাত কারেন্সিগুলো উইথড্র পাঠাতে পারবেন। আপনার সরাসরি উইথড্র দিতে ১০০০০০০ কয়েন লাগবে।
- ৪. Coinex : আপনি আপনার Coinex ওয়ালেটেও কয়েন উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে মিনিমাম উইথড্র আ্যমাউন্ট ১০০০০০ কয়েন। আপনি Coinex এর প্রায় সব কারেন্সিতেই উইথড্র দিতে পারবেন।
এই ওয়েবসাইটটি অনেক ভালো। আপনি ব্যবহার করে দেখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।