আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
তো আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো CryptoTab Lite। এই ওয়েবসাইটটি কি, কিভাবে একাউন্ট খুলবেন, কিভাভে ইনকাম করবেন ও কিভাবে টাকা উইথড্র দিবেন তা সবকিছু বিস্তারিতভাবে আমি নিচে বলতে যাচ্ছি।
CryptoTab Lite কি?
CryptoTab Lite হলো একটি অনলাইন আর্নিং আ্যপ। এটি হচ্ছে CryptoTab Pro এর লাইট ভার্সন। এটি বর্তমানে মোবাইলে বিটকয়েন মাইনিং করার একমাত্র আ্যপ। CryptoTab Pro টাকা দিয়ে কিনতে হয় তাই আমার মতে এর লাইট ভার্সন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ হবে যদিও ইনকাম একটু কম হবে।এই আ্যপটি ২০২১ সালের ১৬ই জুন প্লে স্টোরে রিলিজ করা হয়। আ্যপটিতে মাত্র ৭ মাসের সময়ের মধ্যে গুগল প্লে স্টোরে ১ মিলিয়ন (১০ লক্ষ) এরও বেশি ডাউনলোড রয়েছে।
কিভাবে একাউন্ট করবেন?
একাউন্ট করার জন্য প্রথমে আপনাকে আ্যপটি ডাউনলোড করতে হবে। আ্যপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে সার্চ দিন “CryptoTab Browser Lite” বা আমি নিচে লিংক দিয়ে দিব সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।
ডাউনলোড ও ইন্সটল করার পর আ্যপটিতে প্রবেশ করুন। তারপর আ্যপে প্রবেশের পরই ” Allow and Continue” অপশন দেখবেন সেখানে ক্লিক করুন। তারপর আপনাকে একটি ট্যাবে পাঠানো হবে। সেখানে নিচে বাম পাশে একটি CryptoTab আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন। তারপর “CryptoTab Dashboard” লেখা অপশনে ক্লিক করুন ও তারপর আপনি দুইভাবে সাইন আপ করতে পারবেন একটি হচ্ছে ইমেইল আইডি ও পাসওয়ার্ড ও অপরটি হচ্ছে সরাসরি গুগলের মাধ্যমে। আমি গুগলের মাধ্যমেই সাজেস্ট করব কারণ এটা সোজা।
কিভাবে ইনকাম করবেন?
যেহেতু এটি একটি মাইনিং আ্যপ সেহেতু এখান থেকে ইনকাম করার একটিই উপায় রয়েছে আর সেটি হচ্ছে মাইনিং। মাইনিং শুরু করার জন্য প্রথমে ড্যাশবোর্ডে যান এবং ” Start Mining ” এ ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি ক্যাপচা আসবে সেটি পূরণ করুন। তাহলে আপনার মাইনিং শুরু হয়ে যাবে। প্রতি ২ ঘণ্টা পরপর আপনাকে মাইনিং পুনরায় শুরু করতে হবে। এখানে মাইনিং করার আগে আপনাকে তাদের বিভিন্ন মাইনিং প্ল্যান সম্পর্কে অবগত হতে হবে। তাদের বর্তমানে বেশ কিছু মাইনিং প্ল্যান আছে। যেমন আপনি একাউন্ট খোলার সাথে সাথে ৩০০ হ্যাশ / সেকেন্ড পাবেন যা খুবই কম এবং তা দিয়ে আর্নিং করাও প্রায় অসম্ভব। ৩০০ হ্যাশে প্রতি সেশনে (২ ঘণ্টায়) ১-৩ সাতোশির মতো পেতে পারেন। আর অন্যান্য যে প্ল্যানগুলো রয়েছে তা সবই পেইড অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়।
তাছাড়া আরেকটি প্ল্যান আছে সেটি হচ্ছে আপনাকে তাদের একটি আ্যপ “CT Vpn” ডাউনলোড করতে হবে। তারপর আ্যপটিতে প্রবেশ করে আপনার গুগল আ্যকাউন্টের (যেটি CryptoTab Lite এ একাউন্ট করার সময় ব্যবহার করেছিলেন) মাধ্যমে লগিন করুন। তারপর ভিপিএনটি ওই আ্যপটির সাথে কানেক্ট করুন। তাহলে আপনি ১০০০ হ্যাশ / সেকেন্ড পেয়ে যাবেন। ১০০০ হ্যাশে প্রত সেশনে প্রায় ৫-৮ সাতোশির মতো ইনকাম করতে পারবেন।
উইথড্র
এই আ্যপে উইথড্র দেওয়ার মেথড একটিই আর সেটি হচ্ছে বিটকয়েন। আপনি যেকোনো ওয়ালেট আ্যড্রসে এখান থেকে বিটকয়েন উইথড্র দিতে পারবেন তাও কোনো ফি ছাড়া। এখানে মিনিমাম উইথড্র আ্যমাউন্ট হচ্ছে ১০০০ সাতোশি বা ০.০০০০১ বিটকয়েন। উইথড্র দেওয়ার ২৪ – ৪৮ ঘণ্টার মধ্যে বিটকয়েন আপনার একাউন্টে চলে যাবে।
এটি একটি অত্যন্ত ট্রাস্টেড আ্যপ। আমি এর আগে এটি ব্যবহার করিনি কিন্তু CryptoTab Pro ব্যবহার করেছি সেখান থেকে ২ বার পেমেন্ট পেয়েছি। আর এখান থেকে এখনও পেমেন্ট পাইনি। পেমেন্ট পেলে প্রুফ আপনাদের সাথে শেয়ার করব।
তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।
সম্পর্কিত পোস্টঃ