Cheap price backlink from grathor: info@grathor.com

Facebook থেকে ইনকাম এর ৬ টি উপায়। “ফ্রীলেন্সিং “

🎉 Get ৳10000 Bonus!

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? আজকের পোস্ট যারা ফ্রীলেন্সিং করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সাথে ফেসবুক এ কি কি উপায়ে ইনকাম করা যায় এ বিষয়ে বলব। তাহলে চলুন মূল পোস্ট এ যাওয়া যাক।

১) পেজ মনিটালাইজেশন করে

আপনি আপনার ফেসবুক পেজ এ ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। এজন্য আপনার পেজে যথেষ্ট ফলোয়ার, ওয়ার্চ টাইম, লাগবে। তারপর মনিটালাইজেশন অন করে ইনকাম করতে পারবেন ইউটিউব এর মতো।

২) ফেসবুক মার্কেটিং করে ইনকাম

এটা ফাইবার, আপওয়ার্ক, ফ্রীলেন্সার সহ অন্যান্য মার্কেট প্লেস এর কাজ। দিন দিন সকল ব্যাবসা প্রতিষ্ঠান ফেসবুক এর প্রতি আগ্রহী হয়ে উঠছে। তারা তাদের পন্য কে ফেসবুক এর মাধ্যমে প্রমোট করছে। আপনি তাদের হয়ে ফেসবুক মার্কেটিং করতে পারেন।

৩) ফেসবুক শপ থেকে ইনকাম

আপনি ফেসবুক এ শপ তৈরি করে ইনকাম করতে পারবেন। ফেসবুক শপ তৈরি করে। ফাইবার, আপওয়ার্ক, ফ্রীলেন্সার সহ অন্যান্য মার্কেট প্লেসে আয় করতে পারবেন। এছাড়া আপনি ফেসবুক শপ এ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। ফেসবুক শপ তৈরি করতে পারবেন আপনার ফেসবুক পেজ দিয়ে।

৫) ফেসবুক চ্যাটবোট তৈরি করে ইনকাম।

ফেসবুক এ অনেক বড় বড় প্রতিষ্ঠান এর পেজ রয়েছে। তাদের পেজে প্রতিদিন হাজার হাজার মানুষ মেসেজ করে।তাদের পক্ষে সবগুলো মেসেজ এর রিপ্লাই দেওয়া কষ্ট সাধ্য হয়।তাই তাদের হয়ে অটোমেটিক রিপ্লাই দেওয়ার জন্য চ্যাটবোট তৈরি করা হয়। এটাও ফাইবার, আপওয়ার্ক, ফ্রীলেন্সার সহ অন্যান্য মার্কেট প্লেস এর কাজ।

৬) ফেসবুক বিজনেস পেজ তৈরি করে ইনকাম।

ফেসবুক থেকে ইনকাম এর আরো একটি জনপ্রিয় মাধ্যমে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। ফাইবার, আপওয়ার্ক, ফ্রীলেন্সার সহ অন্যান্য মার্কেট প্লেস এর প্রচুর কাজ পাওয়া যায়। এখনে আপনি ভায়ার এর হয়ে তাদের প্রতিষ্ঠান এর জন্য সুন্দর একটা পেজ তৈরি করে দিবেন।

উপরোক্ত কাজগুলো করার জন্য প্রথমে আপনাকে এগুলো শিখতে হবে। প্রত্যেকটি কাজের সেম্পল তৈরি করবেন এবং নিয়মিত করবেন। ধন্যবাদ সবাই কে পোস্ট টি পরার জন্য। কেউ যদি বিরক্ত হয়ে থাকেন ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ

Related Posts

9 Comments

Leave a Reply