আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আজকে আমি আপনাদের সাথে ফেসবুক এর সর্বশেষ আপডেট তথা ফেসবুক মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। এটা সকলের জন্য অনেক বড় সুযোগ। এখানে কোন ইনভেস্ট ছাড়া বা কোন বুস্ট ছাড়া আপনি আপনার ব্যাবসাকে বড় করতে পারবেন।
প্রথম এ যারা এখানে ফেসবুক এর ফিচার টি পান নাই। তারা আপনাদের ফেসবুক অ্যাপটা আপডেট করে নিবেন। তাহলে আপনি এই ফিচারটা পেয়ে যাবেন। যদি অলরেডি পেয়ে থাকেন তাহলে ভালো। আর একটা বিষয় হচ্ছে আপনি এটা ফেসবুক এবং ফেসবুক লাইট দুটি দিয়েই ব্যবহার করতে পারবেন।
অনেক এ উপরে সরাসরি মার্কেট প্লেস এর অপশন দেখতে পাবেন। অনেক এ মার্কেট প্লেস এর অপশন সরাসরি দেখতে পাবেন না। তারা ডান পাশে ৩ ডড আইকন এ ক্লিক করে এই অপশন টি খুজে পাবেন।
প্রথম এ জেনে নেওয়া যাক এই মার্কেট প্লেসে কি কি সুবিধা পাওয়া যাবে।
১) নতুন ও পুরাতন জিনিস বিক্রি করতে পারব।
২) নতুন ও পুরাতন জিনিস ক্রয় করতে পারব।
৩) কাজের জন্য পোস্ট করা যাবে।
৪) কোন টাকা ছাড়া ফ্রী ব্যবহার করা যাবে।
এখন কিভাবে এখানে পোষ্ট করবেন তা আপনাদের বলে দিচ্ছি। ফেসবুক ও ফেসবুক লাইটনএ একই রকম। সবার প্রথম মার্কেট প্লেস এ ক্লিক করবেন। তারপর আপনি আপনি একদম বাম পাশে উপরে একটা মানুষ এর আইকন এ ক্লিক করবেন। তারপর কি বিক্রি করতে চান এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে নতুন একটা পেজ অপেন হবে।
এখানে একটা পোস্ট করার জন্য কি কি প্রয়োজন পরবে। কি কি ইনফরমেশন আমাদের এড করতে হবে তা নিম্নরূপ।
১)সবার প্রথম এ আপনাকে পন্যের নাম বা টাইটেল দিতে হবে।
২)তারপর আপনার পন্যের দাম কত টাকা এটা দিতে হবে।
৩)এটা কোন ক্যাটাগরির পন্য এটা সিলেক্ট করবেন।
৪) পন্যের লোকেশন বা আপনি যে স্থান এ পন্য সেল করতে চাচ্ছেন এটা দিয়ে দিবেন।
৫) যে পন্য সেল করবেন বা যে পোস্ট করবেন তার বিস্তারিত বর্ননা লিখে দিবেন।
৬) মানুষ যাতে আপনার পোস্ট খুঁজে পায় তাই সম্পর্কিত ট্যাগ দিয়ে দিবেন।
৭) সুন্দর দেখে কিছু পিকচার দিয়ে দিবেন।
উপরের ইনফরমেশন গুলো সবগুলো সঠিক ভাবে পূরন করবেন। সবগুলো ইনফরমেশন সঠিক ভাবে পূরণ করার পর প্রকাশ করুন এ ক্লিক করবেন। প্রকাশ করুন এ ক্লিক করলে এই পোস্ট পেন্ডিং এ চলে যাবে। ফেসবুক এটা রিভিউ করবে এবং কিছুক্ষণ এর মধ্যে এপ্রুব করবে।
এখানে পোস্ট সাবমিট করার পর আপনাকে ওই এলাকার মধ্যে কিছু ফেসবুক গ্রুপ দেখাবে। আপনি একই পোস্ট ওই গ্রুপ গুলোতে শেয়ার করতে পারবেন।
এখানে সুবিধা আপনি কোন খরচ ছাড়া সকলের কাছে পন্য সেল করতে পারবেন। আপনার যেকোনো সাইট ও অ্যাপ এর জন্য রেফার কালেকশন করতে পারবেন। যখন কেউ পন্য বা পোস্ট করা বিষয় এর প্রতি আগ্রহী হয় সরাসরি আপনার কাছে মেসেজ করতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। এই বিষয় এর উপর কোন কিছু জানার থাকলে কমেন্ট এ বলবেন ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।