গ্রাথোর ডটকমের জন্য কিভাবে একটি ছবি এডিট করবেন? কিছু নমুনা ছবি সহ দেওয়া হয়েছে

গ্রাথোর সাইটের নিয়ম অনুযায়ী একটি ছবি যেভাবে তৈরি করবেন:

আপনি যদি নিজে থেকে কোন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে না জানেন তাহলে নিচের কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া হল যেগুলো থেকে আপনি একদম কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে পারবেন। এই সাইট গুলো থেকে আপনি আপনার আর্টিকেল রিলেটেড ছবি একটি ডাউনলোড করে নিবেন। আর্টিকেল রিলেটেড বলতে, যেমন- আপনি একটি ক্রিকেট নিয়ে আর্টিকেল লিখলেন এখন ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে সার্চ করবেন ‘ক্রিকেট’। এরপর ক্রিকেট রিলেটেড যেকোনো একটি ছবি ডাউনলোড করে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। থামুন নিচে পুরো আর্টিকেলটার পড়ার চেষ্টা করুন। 

কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার কিছু ওয়েবসাইট লিংক:

উপরের ওয়েবসাইটগুলো থেকে আপনার আর্টিকেল রিলেটেড ছবি ডাউনলোড করার পর যেকোনো একটি সফটওয়্যার দিয়ে সাইজ (৪০০*৩০০) করে নিন। আপনি যদি পিসি থেকে করেন তাহলে ফটোশপ অথবা মোবাইল থেকে করলে যেকোনো একটি ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করলে হবে।

ছবির সাইজ সেট করার পর ছবির উপরে আর্টিকেল এর শিরোনাম অনুযায়ী কিছু TEXT/লেখা অ্যাড করে দিন। ব্যাস এবার ছবিটি সেভ করে ফেলুন। ছবি সেভ করার পর যদি দেখেন 300 kb এর উপরে হয়েছে, তাহলে এই ওয়েবসাইটে (jpg হলে https://tinypng.com আর png হলে https://tinyjpg.com ) গিয়ে আপনার ছবির সাইজ ছোট করে নিন (কারণ আমাদের সাইটে 300 kb এর উপরের সাইজের ছবি আপলোড করতে পারবেন না)। 

নিচে কিছু নমুনা ছবি এড করে দেওয়া হল: