গ্রাথোর ডটকমের জন্য কিভাবে একটি ছবি এডিট করবেন? কিছু নমুনা ছবি সহ দেওয়া হয়েছে

গ্রাথোর সাইটের নিয়ম অনুযায়ী একটি ছবি যেভাবে তৈরি করবেন:

যদি নিজে নিজে কোন ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি করতে না পারেন তাহলে নিচের কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া হল যেগুলো থেকে আপনি একদম কপিরাইট ফ্রি ছবি ও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। এই সাইট গুলো থেকে আপনি আপনার আর্টিকেল রিলেটেড ছবি ও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিবেন। আর্টিকেল রিলেটেড বলতে, যেমন- ক্রিকেট নিয়ে আর্টিকেল লিখলে ক্রিকেট রিলেটেড সার্চ করে যেকোনো একটি ছবি বা ছবির ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। 

ছবির সাইজ এবং রেজুলেশন

Image resolution: 1280px X 720px (Hight X Width)
Size: 300kb max

কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার কিছু ওয়েবসাইট লিংক:

উপরের যেকোনো একটি ওয়েবসাইট থেকে আপনার আর্টিকেল রিলেটেড ছবি ডাউনলোড করার পর যেকোনো একটি ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে সাইজ 1280 X 720 করে নিন। যদি পিসি থেকে করেন তাহলে ফটোশপ অথবা মোবাইল থেকে করলে যেকোনো একটি ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করলে হবে। ছবিতে কোন Watermark ব্যবহার করবেনা (Watermark বলতে ছবিতে নিজের নাম, ওয়েবসাইট নাম, ব্রান্ড এর নাম ইত্যাদি দেয়া যাবেনা, তবে গ্রাথোর লোগো ব্যবহার  Watermark হিসেবে ব্যবহার করতে পারবেন।

ছবির সাইজ সেট করার পর ছবির উপরে আর্টিকেল এর শিরোনাম অনুযায়ী কিছু TEXT/লেখা অ্যাড করে দিন। ব্যাস এবার ছবিটি সেভ করে ফেলুন।

তারপর আমদের এই টুলস (png format হলে https://tools.grathor.com/png-to-webp আর jpg format হলে https://tools.grathor.com/jpg-to-webp  কনভার্ট করার সময় Quality অপশনে 5 দিবেন তারপর submit করে সেভ করবেন) থেকে ছবিটিকে webp Format এ কনভার্ট করে নিন।

নিচে নমুনা ছবি এড করে দেওয়া হল: