গ্রাথোর এ কাউকে রেফার করলেই ১০০ টাকা। শর্তাবলী পড়ুন

গ্রাথোর ডটকমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

বাংলায় লেখালেখি করার মাধ্যম হচ্ছে গ্রাথোর ডটকম, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অভিজ্ঞ-অনভিজ্ঞ সহ সব লেখকদেরকে সুযোগ দিয়ে আসতেছে গ্রাথোর, ভবিৎষতেও দিয়ে যাবে ইনশাল্লাহ। গ্রাথোর ডটকম একটি উন্মুক্ত বাংলাদেশী ব্লগ, তাই যেকেউ চাইলেই একজন লেখক হিসেবে যুক্ত হতে পারেন। ব্লগটির সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন। এখন আসা যাক – গ্রাথোর ডটকমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন? গ্রাথোর ডটকমে রেজিস্ট্রেশন করার উপায় একদম সহজ। স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হল-

গ্রাথোর ডটকমে যেভাবে রেজিস্ট্রেশন করবেন:



নাম্বার ১– খালিঘরে ইউজারনেম লিখতে হবে। ইউজারনেম অবশ্যই <স্পেস> ছাড়া হতে হবে।
নাম্বার ২– খালিঘরে দিবেন আপনার ইমেইল।
নাম্বার ৩– চেকবক্সে ক্লিক করে ক্যাপচা কমপ্লিট করুন।
নাম্বার ৪– খালিঘরে দিতে হবে আপনার নামের প্রথম অংশ।
নাম্বার ৫– খালিঘরে দিতে হবে আপনার নামের শেষ অংশ।

নাম্বার ৬– এখানে আপনাকে কিছুই করতে হবে না। আপনি নাম্বার ২ স্টেপ এ যে ইমেইলটি দিয়েছেন সেটির ইনবক্স চেক করুন।

নাম্বার ৭- ইমেইল থেকে লিংকটি ক্লিক করুন উপরের ছবির মত।

নাম্বার ৮– আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে বসাতে হবে। পরবর্তীতে আপনি এই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন তাই এটি সংরক্ষণ করে রাখুন।
নাম্বার – পাসওয়ার্ড বসানো হয়ে গেলে ৯ নাম্বার বাটন বা Save Possword এ ক্লিক করুন। ব্যাস আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
এখন আপনি যেকোনো সময় এই লিংকে https://grathor.com/wp-login.php গিয়ে লগইন করে লেখালেখি শুরু করতে পারেন।

আর যারা লেখালেখি করে ইনকাম করতে চান – এখানে ক্লিক করে বিস্তারিত জেনে আসতে পারেন এবং কোন প্রশ্ন থাকলে এই পেইজে ইনবক্স করুন। ধন্যবাদ।