বাংলায় লিখে আয় করার সাইট ২০২৪

বাংলায় লিখে আয় করার সাইট ২০২৪: বাংলায় লিখে আয় করার সাইট হচ্ছে গ্রাথোর, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অভিজ্ঞ-অনভিজ্ঞ সহ সব লেখকদেরকে সুযোগ দিয়ে আসতেছে গ্রাথোর, ভবিৎষতেও দিয়ে যাবে ইনশাল্লাহ। গ্রাথোর ডটকম একটি উন্মুক্ত বাংলাদেশী ব্লগ, তাই যেকেউ চাইলেই একজন লেখক হিসেবে যুক্ত হতে পারেন। ব্লগটির সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন। এখন আসা যাক – কিভাবে গ্রাথোর থেকে ইনকাম করবেন? গ্রাথোর থেকে আপনি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন, বিস্তারিত নিচে দেওয়া হল-

পোস্ট লিখে এবং শেয়ার করে আয়:

  • পোষ্টের মান অনুযায়ী ফ্রি মেম্বারদের ১০ থেকে ৫০ টাকা এবং প্রিমিয়াম মেম্বারদের ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত দেয়া হবে। [Updated]
  • পোস্ট যেকোনো category বা বিভাগে লেখা যাবে, তবে অবশ্যই আমাদের নীতিমালার ভিতরে থাকতে হবে।
  • পোস্ট সর্বনিম্ন ৩৫০ শব্দের হতে হবে।
  • অবশ্যই বাংলায় লিখতে হবে।
  • আপনার লেখা পোস্ট ১,০০০ বার দেখা হলে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বোনাস পাবেন। (কোন Proxy Views বা Auto surf Visitor হলে আপনার একাউন্ট ব্যান হতে পারে – এটা Illegal)। তবে সোসিয়াল মেডিয়া সাইটের (যেমন: ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি) ভিজিটর অথবা Organic ‍Search ভিজিটর Allow হবে।
  • প্রতি মাসের সেরা লেখক একজন বোনাস পাবেন।
  • যে লেখক ৫০০ এর বেশি সংখ্যাক পোস্ট লিখবে তাকে গোল্ডেন বোনাস দেয়া হবে।
  • পোষ্ট শেয়ার করলে বোনাস নিতে পারবেন।
  • পোস্ট পড়লে টাকা পাবেন।
  • Task কমপ্লিট করে আয় করতে পারবেন।
  • দৈনিক কমেন্ট বোনাস পাবেন।

এফিলিয়েট / রেফারেল করে আয়:

  • কাউকে আপনার রেফারেল লিংক দিয়ে জয়েন করালে ১০০ টাকা বোনাস পাবেন। রেফারাল বোনাসের শর্তাবলী
  • আপনার এফিলিয়েট/রেফারেল লিংক যতবার দেখা হবে প্রতিবার আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমান এমাউন্ট জমা হতে থাকবে, তার জন্য আপনার রেফারেল লিংকটিকে প্রচুর শেয়ার করতে হবে – অবশ্যই ইউনিক ভিজিটর হতে হবে। (কোন Proxy Views বা Auto surf Visitor হলে আপনার একাউন্ট ব্যান হতে পারে – এটা Illegal)। শুধুমাত্র সোসিয়াল মেডিয়া সাইটের (যেমন: ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি) ভিজিটর Allow হবে।

 

পেমেন্ট পদ্ধতি:

  • আমাদের পেমেন্ট পদ্ধতি: ১. বিকাশ।
  • ফ্রি মেম্বাররা ৳১০০০ টাকা এবং প্রিমিয়াম মেম্বাররা ৳৬০০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

আপনি যদি একজন সফল লেখক হতে চান তাহলে এখান থেকে নিবন্ধন করে আমাদের সাথে যোগ দিতে পারেন।

Related Posts

327 Comments

  1. আপনাদের এখানে কি সব ধরনের গল্প (বিনোদন মূলক, সামাজিক, রোমান্টিক) গ্রহণ যোগ্য? আর কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হলে আপনাদের মেসেজ দেওয়ার কোনো মাধ্যম আছে কি?

  2. যথেষ্ট ভালো উদ্যোগ ! আমার পছন্দ হয়েছে। মান সম্পন্ন ভালো লেখা পড়তে উদ্গ্রীব আমি। উদ্যোক্তাদেরকে অসংখ্য , অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আর শুভ কামনা জানাই !

  3. https://blog.jit.com.bd/fiftzone-4043
    ইন্টারন্যাশনাল ওয়েবসাইট Website একেবারে নতুন এবং তারা খুব বড় বড় কোম্পানির সাথে Advertising পার্টনার করেছে (LACOSTE, BOSS, FILA, Rakuten, LUSH, Reebok, amazon, Alibaba.com and CALVIN KLEIN)ইত্যাদি।খুব ভালো ইনকাম লিংক এ ঘুরে আসার আমন্ত্রন রইলো ভালো লাগলে রেজিস্টার করবেন।🥰🥰🥰🥰

  4. ভালো একটা মোবাইল দিয়ে আয় করার সাইট,

    ভালো করে জানতে হলে লিংকে প্রবেশ করে আগে পড়ে নিন
    ⬇️ এখানে ক্লিক করুন 👇
    https://blog.jit.com.bd/earnbitmoon-5292

    কোনো সমস্যা হলে বলবেন।

    অবশ্য বিস্তারিত লেখার মধ্যে থাকা রেফারাল লিংক গুলো ব্যবহার করে একাউন্ট রেজিস্ট্রার করবেন।

  5. আমার কাছে সম্পূর্ণ নতুন একটি মাধ্যম হচ্ছে গ্রাথোর।যেহেতু এইটি বাংলা লিখে আয় করার বড় একটি প্রেক্ষাপট তাই এইটা নিয়ে জানার খুবই আগ্রহ আমার।আমিও একজন সফল লেখক হতে চাই এই মাধ্যম থেকে।আশা করছি আমি সবরকম সহোযোগীতা পাবো গ্রাথোর এর মাধ্যমে।

  6. আমি পোস্ট করতে পারছি না৷ গল্প পোস্ট করতে কোন ক্যাটাগরি সিলেককট করতে হবে? গল্প নামে কোন ক্যাগরি ত আমি পাই না। আর পোসৃটের সাথে পিক আপলোডের অপশনও আমার আসে না।

  7. আমি চারটা পোষ্ট দিয়েছি এবং চারটা পোষ্ট ডিলিট হয়েছে। এই চারটা পোষ্ট কোথাও থেকে কপি করা হয় নাই। নিজের মতো করে লিখেছি। তাহলে কেন ডিলিট করা হলো । আমি আপনাদের নীতিমালার মধ্যে থেকে কাজ করেছি। তাহলে কি আপনারা না দেখেই ডিলিট করছেন পোষ্ট গুলো।

মন্তব্য করুন