আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির যোগ। দিন দিন প্রযুক্তি খুব উন্নত হচ্ছে। তার সাথে বৃদ্ধি পাচ্ছে প্রতারণা। সবক্ষেত্রে বেড়ে চলেছে দুর্নীতি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার মোবাইল আসল না নকল।এবং এটাও জানতে পারবেন আপনার মোবাইল এর আসল কার্যকরীতা।
তো এর জন্য সবার প্রথম আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ টি আপনি প্লে স্টোর এ পেয়ে যাবেন। অ্যাপ এর নাম হচ্ছে hardwareinfo। একই নাম এর অনেক গুলো অ্যাপ প্লে স্টোর এ আছে। তাই আপনার উচিৎ হবে নিচের লিংক থেকে অ্যাপ টা ডাউনলোড করা। তাহলে আপনি আসল অ্যাপ টা ডাউনলোড করতে পারবেন।
অ্যাপ ডাউনলোড লিংকঃ- https://link.grathor.com/gT
লিংক এ ক্লিক করলে আপনাকে প্লে স্টোর এ নিয়ে যাবে। সিম্পলি আপনি প্লে স্টোর থেকে অ্যাপ টা ডাউনলোড করতে পারবেন।
আমাদের সাথে যেই প্রতারনাটা করা হয় তা হচ্ছে আমাদের মোবাইল এর সবকিছু আসল মেবাইলের মতো থাকে। এমনকি আপনি যখন সেটিংস এ ক্লিক করবেন সবকিছু অরিজিনাল দেখতে পাবেন। আপনি যখন আইএমআই নাম্বার দিয়ে চ্যাক করবেন সব ঠিক। এর কারণ হচ্ছে তারা অরিজিনাল মোবাইল এর আইএমআই নাম্বার ব্যাবহার করে।
এতকিছুর পর ও আপনি এই সিক্রেট পদ্ধতি ব্যাবহার করে আপনার মোবাইল এর আসল কার্যকরীতা বের করতে পারবেন। আপনি যখন অ্যাপ টা আপনার মোবাইল এ অপেন করবেন তখন আপনার সামনে আপনার মোবাইল এর a to z দেখতে পাবেন। তখন আর আপনি নকল কিছু দেখতে পাবেন না। আপনি দেখতে পাবেন আপনার মোবাইল এর অরিজিনাল রেম,রুম,ক্যামেরা সবকিছু।
তারপর আপনি যেই কম্পানির মোবাইল কিনছেন ওই কম্পানির ওয়েবসাই এর ইনফরমেশন এর সাথে মিলিয়ে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা।যদি ঠিক থাকে তো আপনার মোবাইল টা অরিজিনাল। তো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী পোস্ট এ। আল্লাহ হাফেজ