আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ!!! আল্লাহর রহমতে আসা করি সবাই ভালো আছেন! আমিও মহান আল্লাহ তায়ালার দয়াই ভালোই আছি। আজকে Narration এর শেষ টপিকস।মানে আজকের পোস্টটি পড়লেই Narration আপনাদের কাছে একে বারেই সহজ হয়ে যাবে। আর নিশ্চিতে পরীক্ষায় লিখতে পারবেন ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে চলুন মূল পোস্টটে।
১ reporting verb কে উত্তরের প্রথমে বসাতে হবে। তবে Reporting verb এর said বাক্যের উপর নির্ভর করে বদলাতে হবে। নিচের টেকনিক সংরক্ষণ করে রাখুন। ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓
√Assertive sentence এর ক্ষেত্রে told.
√Interrogative sentence এর ক্ষেত্রে asked.
√Imperative sentence এর ক্ষেত্রে ordered/requested/advised/forbade/told.
√optative sentence এর ক্ষেত্রে prayed/wised.
√exclamatory sentence এর ক্ষেত্রে exclaimed with joy/sorrow. এগুলো নোট করে রাখুন।
২ reporting verb ও reporting speech কে যুক্ত করণ।তবে সেক্ষেত্রেও বাক্যের উপর নির্ভর করে।
√ assertive sentence এর ক্ষেত্রে that.
√ interrogative sentence এর ক্ষেত্রে if/wh word.
√optative sentence এর ক্ষেত্রে that.
√imperative sentence এর ক্ষেত্রে to/ not to
√exclamatory sentence এর ক্ষেত্রে that
এগুলো নোট করে রাখুন।
৩ Reporting speech এর person পরিবর্তন করতে হবে। অর্থাৎ, reported speech এ ১st person থাকলে reporting verb এর subject অনুযায়ী। আর reported speech এ 2nd person থাকলে reporting verb এর object অনুযায়ী। এবং reported speech এ 3rd person থাকলে কোনো পরিবর্তন হবে না। নিচের উদাহরণটি দেখুন ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓
He said to me, “l am doing the work.”
Ans:He told me that he was doing the work.
৪ tense পরিবর্তন করতে হবে। ↓ ↓ ↓ নিচে বোঝানো হয়েছে লক্ষ্য করুন। am,is,are was,were had been
Have,has had
Shall, will would
Can could
May might
Don’t didn’t
V1—V2—had+V3
নোট করে রাখুন।
উপরে ৪ টি সূত্রের মাধ্যমে যে কোনো প্রকার narration এর উত্তর দেওয়া সম্ভব। সাধারণ এগুলো ভালো করে মনে রাখবেন । এর জন্য নোট করে রাখাই সবচেয়ে ভালো।
অতিরিক্ত কিছু নিয়ম জেনে রাখা সবচেয়ে ভালো। নিচে বাক্যে বিশেষ কয়েকটি শব্দের পরিবর্তন করতে হয় তা দেওয়া হলো ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓
Direct indirect
Yesterday the previous day
Today that day
Tomorrow the next day
Now then
Come go
Ago before
This that
These those
This pen that pen
Last week the previous week
এগুলো ভালো করে মুখস্ত করে যে কেউই Narration পরীক্ষার খাতাই লিখতে পারবেন ইনশাআল্লাহ। অনেক শর্টকাট পদ্ধতি তৈরি করেই এই পোষ্ট করেছি।
এই পদ্ধতিতে পরীক্ষায় লেখলে সর্বোচ্চ নম্বর বা মার্কস নিশ্চিত।ক্লাস ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত এই পদ্ধতি উপযুক্ত।
আমার আগের পোস্টটি পড়লে সম্পূর্ণ ভাবেই narration লেখা সম্ভব। আগের পোস্টটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন। ↓ ↓ ↓
লিংকঃ এখানে ক্লিক করুন
আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং গ্রাথোর ডটকমের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।