বিসমিল্লাহির রাহমানির রাহীম
বন্ধুগন, আশা করি ভালো আছেন। গ্রাথোরের সাথেই আছেন। গ্রাথোরে আমরা সবাই চেস্টা করি অর্থবহ ও উপকারী কিছু একটা লেখার। তারই ধারাবাহিকতায় অনেকদিন ধরেই গ্রাথোরে লিখে আসছি। আর চেস্টা করছি ভুল বল কিছু না লিখে সঠিক তথ্য তুলে ধরার।
প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার আগের পোস্ট থেকে Roex Rewards এর ইনকাম সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন। হাজার হাজার গ্রাহকের মাঝে অনেক জনেই প্রশ্ন করছেন কাজ করেও ঠিকমতো ব্যালেন্সে টাকা এড হচ্ছেনা। এর প্রতিকার সম্পর্কেও জানতে চেয়েছেন। তাই এ সম্পর্কিত আরেকটি পোস্ট লিখতে বসেছি।
আপনারা যারা এই অ্যাপে কাজ করছেন বা করবেন তারা নিন্মলিখিত নিয়মগুলো ভালোভাবে পড়ে নিন। তারপর নিয়মগুলো মেনে কাজগুলো সম্পন্ন করুন।
১। ডেইলি চেকইন অপশনে প্রতিদিন চেকইন করার সময় একটা ভিডিও এডটা আসবে। ভিডিও ৫/১/১৫/ এমনকি ৩০ সেকেন্ডের হতে পারে। যে সময়ই হোক সেটার টাইম কাউন্ট দেখাবে। কাউন্ট শেষ হলে সেটার উপর ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে হবে ।
২। স্পিন অপশনে কাজ করার সময় টানা ১০ টা স্পিন করার পর ১১ নম্বরে একটি এড আসবে। সেটাতে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে হবে।
৩। মেথ কুইজ অপশনে টানা কুইজ শেষ করার পর ১২ নম্বর মেথ কুইজে এসে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ।
৪। ওয়াচ ভিডিও অপশনে টানা ১১টি ভিডিও দেখার পর একটি বোনাস ক্লিক আসবে। বোনাস নেয়ার সময় একটি এড আসবে সেটাতে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে হবে ।
৫। এড দেখা অপশনে প্রতিটি এড সম্পূর্ণ লোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আপনি এড কাটতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন।
যারা নতুনভাবে কাজ করা শুরু করবেন তাদের জন্য বিশেষ নির্দেশনাঃ
অ্যাপটি প্লেস্টোরে পাওয়া যাচ্ছে। সেখান থেকে ডাউনলোড করে নাম, ফোন নম্বর, ইমেল, পাসওয়ার্ড, রেফার কোড দিয়ে একাউন্ট করে নিন। তারপর উপরের নিয়ম অনুযায়ী কাজ করে পেমেন্ট নিন।
আরও বিস্তারিত জানতে আমার পোস্টটি যদি দেখে না থাকেন তাহলে চট জলদি করে এখনি দেখে নিন।