“”” আসসালামু আলাইকুম “””
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন
আজ আমি একটি রিভিও নিয়ে লিখবো।
বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের মোবাইল ফোন এবং কম্পিউটারের সবচেয়ে পুরাতন এবং সর্ব প্রথম ডাটা বা ফাইল ট্রান্সফারের মাধ্যম হলো Bluetooth (ব্লুটুথ) .
বর্তমান যুগে আধুনিকায়ন বাড়ার সাথে সাথে বেড়ে চলছে প্রযুক্তির অনেক নতুন নতুন আপডেট বের হচ্ছে। এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই পুরনো ও বহুল ব্যবহৃত প্রযুক্তি গুলো।
ব্লুটুথ এর পর ডাটা বা ফাইল ট্রান্সফারের জন্য আরো অনেক সফটওয়্যার বের হয়েছে। যেগুলো দিয়ে আগের তুলনায় অনেক দ্রুত ও কম সময়ে ডাটা ট্রান্সফার করা যায়।
এদের মধ্যে অন্যতম হলো Share it যার পূর্ব নাম হলো Any share … এটি অনেক জনপ্রিয় একটি এপ্স যার মাধ্যমে খুবই দ্রুত ডাটা আদান প্রদান করা যায়।
তবে কেমন হয় যদি এমন আরেকটি এপ্স এর কথা আমি আপনাদের বলি যার মাধ্যমে আপনারা Share it থেকেও আরও দ্রুত ডাটা আদান প্রদান করতে পারবেন। আমি এখন আপনাদের এমনি একটি এপ্সের কথা বলবো।
আপনারা সবাই জানেন যে Share it এ সর্বোচ্চ ডাটা ট্রান্সফারের স্পিড হলো ৬ এম্বি পার সেকেন্ড ..। মানে সেকেন্ডে সর্বোচ্চ ৬ এম্বি ফাইল ট্রান্সফার করা যায়। এভাবে ১ জিবি একটা ছবি অথবা ফাইল ট্রান্সফার করতে প্রায় ৩ মিনিট কিংবা এরও বেশি সময় লাগে।
কিন্তু আমি আপনাদের এমন একটি এপ্স এর কথা বলবো যার মাধ্যমে আপনারা সেকেন্ডে ২৫ এম্বি থেকে ৩০ এম্বি ফাইল ট্রান্সফার করা যাবে। মানে ১ জিবির একটি ফাইল ট্রান্সফার করতে আপনার সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড এর মতো।
মানে বুঝতেই পারছেন আপনারা ৩ মিনিটে ৪ টার মতো ১ জিবির ফাইল ট্রান্সফার করতে পারবেন। Share it থেকে চার গুন দ্রুত স্পিডে।
এপ্স টির নাম হলো — Super Beam
এপ্স টির সাইজ মাত্র ৩ এম্বির মতো। আপনারা গুগল প্লে স্টোরে Super Beam লিখে সার্চ দিলেই আপনারা অসাধারণ এপ্সটি পেয়ে যাবেন।
প্লে স্টোরে এর রেটিং এবং রিভিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এপ্সটি কতো ভালো এবং উন্নত মানের একটি এপ্স।
আপনারা আরো বেশি সুযোগ সুবিধা উপভোগ করার জন্য Super Beam এর প্রিমিয়াম ভার্ষন টা ডাউনলোড করে নিতে পারেন। এতে আপনারা আরো অনেক নতুন ও আপডেট ফিচার্স উপভোগ করতে পারবেন।
তাছাড়া এই এপ্সেও স্ক্যান করে ডাটা কানেক্ট করার সুবিধা রয়েছে। আপনারা চাইলে একটি ফাইল অথবা সম্পূর্ণ একটি ফোল্ডার আদান প্রদান করতে পারবেন একসাথে।
এই এপ্সটি হয়তো সকলের মধ্যে এতো জনপ্রিয় নয় কারণ এই এপ্সটি সম্পর্কে সকলে জানে না। যদি সবাই এই এপ্সটি সম্পর্কে জানতো তাহলে হয়তো Share it এতটা জনপ্রিয়তা পেত না।
আপনারা সবাই অন্তত একটি বার হলেও এই এপ্সটি ব্যাবহার করে দেখতে পারেন। তাহলেই বুঝতে পারবেন এটি কত দ্রুত ফাইল ট্রান্সফার করে।
আশা করি আপনাদের এই এপ্সটি অনেক ভালো লাগবে। আগামীতে আরো ভালো রিভিও উপহার দেওয়ার চেষ্টা করবো।
সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।