Cheap price backlink from grathor: info@grathor.com

Soudia Cash অ্যাপ থেকে ইনকাম করুন। সহজে ইনকাম মোবাইল দিয়ে।

🎉 Get ৳10000 Bonus!

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

আজকে আমি আপনাদের সাথে Soudia Cash নামে একটা আর্নিং অ্যাপ নিয়ে আলোচনা করব। এই অ্যাপ থেকে আপনি মোবাইল দিয়ে আয় করতে পারবেন। তো সম্পূর্ণ পোস্ট পরার অনুরোধ রইল।

অ্যাপ ডাউনলোড লিংকঃ- https://play.google.com/store/apps/details?id=com.soudia.sacash

লিংক এ ক্লিক করলে প্লে স্টোর এ নিয়ে যাবে সেখানে থেকে অ্যাপ ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করা হয়ে গেলে হোম পেজে এসে অ্যাপ অপেন করবেন।এর পরে কি কাজ এটা সবাই জানে।

একটা অ্যাপ ডাউনলোড করার পর সবার প্রথম কাজ এখানে একাউন্ট করা। খুব সহজ পদ্ধতিতে আপনি এখানে একাউন্ট করতে পারবেন। আপনার নাম মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করে নিবেন।

এই অ্যাপ এ ও আপনাকে এড ভিউ এবং এড ক্লিক এর কাজ করতে হবে। আশা করি সবাই এই কাজ খুব সহজে করতে পারবেন। এখানে আপনাকে ২০ টা এড দেখে একটা এড এ ক্লিক করতে হবে। এই কাজগুলো করার জন্য আপনার মাএ কয়েকমিনিট সময় প্রয়োজন হবে।

প্রথম এ যে ২০ টা এড দেখবেন এগুলো তে ক্লিক করা যাবে না। আপনি যদি এই এড এ ক্লিক করেন তাহলে আপনার ইনভেলিড ক্লিক হবে। ৩/৪ টা ইনভেলিড ক্লিক করলে আপনার আইডি ব্লক করা হবে। তবে সাপোর্ট গ্রুপ থেকে আপনি এটা আনব্লক করে নিতে পারবেন।আপনাকে ২১ নাম্বার এড ক্লিক করে আশা ওয়েবসাইটে অপেক্ষার করতে হবে। কিছুক্ষন পর আপনাকে অটোমেটিক ব্যাক নিয়ে আসবে।

অ্যাপ এ ব্যাক আশার পর আপনার একাউন্ট এ পয়েন্ট যোগ হয়ে যাবে।এখানে আপনি রেফার করে ইনকাম বৃদ্ধি করতে পারবেন। আপনি যে নাম্বার ব্যাবহার করে একাউন্ট করবেন ওটা আপনার রেফার কোড। এটা ব্যাবহার করে কেউ একাউন্টস করলে আপনি তার উপর একটা কমিশন পাবেন। যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম বৃদ্ধি পাবে।

সর্বশেষ আশি পেমেন্ট নিয়ে। এরকম অ্যাপ গুলোতে ইনকাম যেরকম কম ঠিক পেমেন্ট ও কম টাকায় দেয়। এবং পেমেন্ট সিস্টেম ও অনেক সহজ।

❇️মিনিমাম রিচার্জ 10 টাকা।
❇️মিনিমাম বিকাশ 20 টাকা।

অন্যান্য অ্যাপ এ ৫০ টাকা হলে বিকাশ এ পেমেন্ট দেয়। কিন্তু এখানে মাএ ২০ টাকা হলে বিকাশ এ পেমেন্ট দেওয়া হয়। তাই সহজে আপনি বিকাশ এ নিতে পারবেন। পেমেন্ট রিকুয়েষ্ট দেওয়ার কিছুক্ষণ এর মধ্যে পেমেন্ট দেওয়া হয়।

অ্যাপ সম্পর্কে আশা করি সবার সকল কনসেপ্ট ক্লিয়ার। আপনি যদি আরো বিশদভাবে জানতে চান তাদের সাপোর্ট গ্রুপ এ যোগাযোগ করবেন।পোস্ট এ কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের ভালো লাগে এই অ্যাপ এ কাজ করতে পারেন। তবে এখানে কাজ করে আহামরি ইনকাম করা সম্ভব নয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Related Posts

8 Comments

Leave a Reply