আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো “Tritonbux”। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি কি, এখানে কিভাবে একাউন্ট খুলবেন, কিভাবে ইনকাম করবেন ও উইথড্র দিবেন তা সব নিচে বিস্তারিতভাবে বলছি।
Tritonbux কি?
এটি একটি ক্রিপ্টো বেসড অনলাইন ইনকাম ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে ইনকাম করা খুবই সহজ। এটি ২০১৯-২০২০ সাল থেকে এদের ব্যবহারকারীদের টাকা দিয়ে আসছে। এদের মোট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬৯০০০ জন। এরা এখন পর্যন্ত মোট প্রায় ৮০০০ ডলারের মতো পে করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০০০০০-৬০০০০০।
কিভাবে একাউন্ট খুলবেন?
একাউন্ট খোলার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে যান। তাদের ওয়েবসাইটটি হলো Tritonbux.io। আপনি চাইলে তাদের ওয়েবসাইটে যেতে পারেন। আর আমি নিচে লিংক দিয়ে দিব সেখানে ক্লিক করলে আপনি সরাসরি রেজিস্ট্রেশন পেইজে চলে আসবেন।
সেই পেইজে আসার পর প্রথমে আপনার ইমেইল আ্যড্রেস দিন, তারপর ইউজারনেইম ও পাসওয়ার্ড দিন। তারপর ক্যাপচাটি পূরণ করুন ও রেজিস্টার বাটনে ক্লিক করুন। তারপর আপনার ইমেইল আ্যড্রেসে ভেরিফিকেশন লিংক যাবে সেটিতে ক্লিক করুন। ব্যাস আপনার একাউন্ট খোলা হয়ে গিয়েছে।
কিভাবে ইনকাম করবেন? এই ওয়েবসাইট থেকে ইনকাম করার অনেকগুলো উপায় আছে। নিচে আমি উপায়গুলো বলছিঃ
১. Faucet : এই অপশন থেকে ইনকাম করা সবচেয়ে সহজ। আপনি প্রতি ৩০ মিনিট অন্তর একবার করে Faucet ক্লেইম করতে পারবেন। প্রতিটি ক্লেইমের জন্য আপনি ০.০০২$ করে পাবেন। অর্থাৎ প্রায় ১৫-২০ পয়সার মতো আপনি প্রতিটি ক্লেইমের জন্য পাবেন। আপনি দিনে সর্বোচ্চ ২০টি Faucet ক্লেইম করতে পারবেন।
২. PTC : PTC এর অর্থ হলো Paid to click অর্থাৎ এই ওয়েবসাইটের আ্যডভার্টাইজাররা বিভিন্ন আ্যড দেয়। সেই আ্যডগুলোতে ক্লিক করলে আপনাকে টাকা দেয়া হবে। আপনি একটি ৫ সেকেণ্ডের আ্যডের জন্য ০.০০০১৫$ পাবেন, ১০ সেকেন্ডের আ্যডের জন্য ০.০০০৩$, ১৫ সেকেন্ডের আ্যডের জন্য ০.০০০৪$ পাবেন।
৩. Shortlink : আপনি এখান থেকে শর্টলিংক কমপ্লিট করেও ইনকান করতে পারবেন। আপনি এখান থেকে শর্টলিংকের মানের উপর ভিত্তি করে প্রতি শর্টলিংকের জন্য ০.০০১১$ পর্যন্ত পেতে পারেন। আপনি একদিনে সর্বোচ্চ ৩০-৩৫ টির মতো শর্টলিংক কমপ্লিট করতে পারবেন।
৪. Fast Faucet : আপনি প্রতি ৩৫ সেকেণ্ড অন্তর একবার Fast Faucet ক্লেইম করতে পারবেন। আপনি প্রত্যেকটি ক্লেইমের জন্য ০.০০০২৫$ করে পাবেন। আপনি দিনে সর্বোচ্চ ৬০টি ক্লেইম করতে পারবেন।
৫. Refer : আপনি এই ওয়েবসাইট থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন। আপনি কাউকে রেফার করলে আপনি তার ইনকামের ১৫% পাবেন। আপনার রেফারাল লিংকটি পাওয়ার জন্য আপনি আপনার থ্রি ডট মেন্যুবারে যান এবং সেখানে Referral অপশনে ক্লিক করুন। যেমন আমার রেফারাল লিংকটি হলোঃ https://tritonbux.io/?r=24553
উইথড্রঃ
এখানে থেকে আপনি অনেক মাধ্যমে টাকাটা উইথড্র দিতে পারেন। এখানে পেমেন্ট মেথড গুলো বেশিরভাগই ক্রিপ্টোকারেন্সি। আপনি চাইলে অনলাইন মানি ট্রান্সফার গুলোতেও উইথড্র দিতে পারবেন। এখানে মোট পেমেন্ট মেথড মোট ২০টি এগুলো হলোঃ
১. Bitcoin (FaucetPay)
২. Litecoin (Faucetpay)
৩. Dogecoin (FaucetPay)
৪. Tron (FacetPay)
৫. Bitcoin (ExpressCrypto)
৬. Feyorra (FaucetPay)
৭. Binance (FaucetPay)
৮. Zcash (FaucetPay)
৯. Payeer
১০. BitTorrent (ExpressCrypto)
১১. Digibyte (FaucetPay)
১২. Bitcoin Cash (FaucetPay)
১৩. Dash (FaucetPay)
১৪. Tether (FaucetPay)
১৫. Cardano (ExpressCrypto)
১৬. RavenCoin (ExpressCrypto)
১৭. Shiba Inu (Coinbase)
১৮. Shiba Inu (ExpressCrypto)
১৯. Solana (FaucetPay)
২০. Horizen (ExpressCrypto)
*উপরে উল্লিখিত মেথডগুলোর মধ্যে যেগুলোতে “FaucetPay” লেখা রয়েছে সেগুলোতে শুধু FaucetPay নামক একটি মাইক্রোওয়ালেটের মাধ্যমে উইথড্র দিতে পারবেন আর
উল্লিখিত মেথডগুলোর মধ্যে যেগুলোতে “ExpressCrypto” লেখা রয়েছে সেগুলোতে শুধু ExpressCrypto এর মাধ্যমে উইথড্র দিতে পারবেন। এবং প্রতিটি পেমেন্ট মেথডের জন্য মিনিমাম উইথড্র আ্যমাউন্ট ০.১ ডলার বা ৮ টাকার মতো। আপনি উইথড্র দিলে তা ১ ঘণ্টা থেকে ২ দিনের মধ্যে আপনার একাউন্টে চলে আসবে।
এই ওয়েবসাইটটি অত্যন্ত ট্রাস্টেড। আপনি কাজ করে দেখতে পারেন। এখানে কাজ করা একদম সহজ। আর পেমেন্ট নিয়ে কোন চিন্তা কোন করবেন না। এখান থেকে নিশ্চয়ই পেমেন্ট পাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি। এতে প্রায় ৬৯০০০ মানুষ কাজ করে তারা পেমেন্ট না পাইলে তো আর কাজ করত না।
তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।