আপওয়ার্ক কী: বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সারদের জন্য যতগুলো মার্কেটপ্লেস তাদের মধ্যে অন্যতম হচ্ছে আপওয়ার্ক। শুরুতে এই মার্কেটপ্লেসটির নাম আপওয়ার্ক ছিল না! শুরুতে এটি ওডেস্ক নামে পরিচিত ছিল যা পরে নাম পরিবর্তন করে অন্য একটি মার্কেটপ্লেস ইল্যান্সের সাথে একীভূত হয়ে আপওয়ার্ক নাম ধারণ করে। ২০০৩ সালে ওডেস্ক (রেড উড সিটি, সি এ) প্রতিষ্ঠা করেছিলেন গ্রিসের ব্যবসায়িক ঠিকাদার অডিসিয়াস সাতালস এবং স্ত্রাতিস কারামানলাকিস।
একজন ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্লায়েন্ট খুঁজে বের করা, যা আপওয়ার্কে মাধ্যমে খুব সহজেই করা যায়। ফ্রিল্যান্সারদের অন্যান্য মার্কেটপ্লেস এর মত আপওয়ার্কও একজন বায়ার ও ক্লায়েন্ট এর মধ্যে সম্পর্ক তৈরি করে।
আপওয়ার্কে কীভাবে কাজ করে?
আপওয়ার্কে ক্লায়েন্ট তাদের প্রয়োজনীয় কাজের ধরন অনুযায়ী কাজের পোস্ট করে থাকে । ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা অনুযায়ী কাজের জন্য সার্চ করে এবং তাদের দক্ষতার সাথে মিলে গেলে তারা কাজের জন্য ক্লায়েন্টের কাছে প্রপোজাল পাঠায়। এরপর ক্লায়েন্টের যদি ফ্রিল্যান্সারদের পছন্দ হয় তাহলে তারা নিজেদের মধ্যে চুক্তি করে কাজ করে থাকে।
তবে কোনো নির্দিষ্ট ক্লায়েন্টের কাছ থেকে একজন ফ্রিল্যান্সারের প্রথম ৫০০ ডলার আয়ের ২০% অর্থ ফি হিসেবে কেটে নেয় আপওয়ার্ক। একই কন্ট্রাক্টে ৫০১ থেকে ১০ হাজার ডলার আয়ের মধ্যে ১০% যায় আপওয়ার্ক এর ভাগে। আর সেই কন্ট্রাক্টে ফ্রিল্যান্সারের আয়ের পরিমাণ ১০ হাজার ডলারের বেশি হলে তার থেকে ৫% পায় আপওয়ার্ক।
আপওয়ার্ক এ কাজের প্রকারভেদ!!
আপওয়ার্কে প্রায় সকল ধরনের ফ্রিল্যান্সিং কাজই করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কাজের নাম নিচে উল্লেখ করা হলো:
- ফটোগ্রাফি এবং এডিটিং
- ভিডিও প্রোডাকশন
- ওয়েব ডিজাইন
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
- মার্কেটিং
- সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
- গ্রাফিক ডিজাইন
- প্রোগ্রামিং
- সফটওয়্যার ডেভলপমেন্ট
- লিটারেচার (লেখা ও এডিটিং)
- কপিরাইটিং
- এডভার্টাইজিং
- টিচিং
- অনুবাদ করা
- কন্ঠ প্রদান (ভয়েস ওভার)
- আর্ট ডিরেকশন
- সাপোর্ট, ভার্চুয়াল এসিস্ট্যান্ট
আপওয়ার্ক এ কীভাবে একাউন্ট খুলতে হয়?
- ১. আপওয়ার্ক এর সাইন আপ পেজ এ প্রবেশ করুন।
- ২. প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফরম পূরণ করুন।
- ৩. ইমেইল এবং ফোন নম্বর সঠিকভাবে ভেরিফাই করুন।
- ৪. এবার সাবমিট বাটন চাপুন।
এভাবেই আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তবে একাউন্ট এপ্রুভ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। একাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি নিয়মিত নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন এতে করে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে।
প্রোফাইল সেটিংস থেকে আপনার আইডি ভেরিফাই করুন। আপনার প্রোফাইলে পূর্বে করা কাজসমূহের অভিজ্ঞতা এবং বিবরণ উল্লেখ করুন। ভিউ প্রোফাইল অপশনে প্রবেশ করে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করুন। আপনার দক্ষতার উপর ভিত্তি করে আপনার প্রোফাইল ডিজাইন করুন। আপওয়ার্ক এর ফ্রিল্যান্সার Education center এ ঘুরে আসতে পারেন। যদি অ্যাকাউন্ট তৈরি করতে অথবা আপ ওয়ার্ক সম্পর্কে কোন সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানান।