অপটিক্যাল ফাইবার কি? এবং এর গঠন!
অপটিক্যাল ফাইবার কি: অপটিক্যাল ফাইবার হলো আলো পরিবহন করতে সক্ষম এক প্রকার মাইক্রোওয়েভ গাইড। এটি মূলত এক ধরনের অত্যাধুনিক ট্রান্সমিশন মিডিয়া, যা কাঁচ বা প্লাষ্টিক দ্বারা তৈরি। অপটিক্যাল ফাইবারে মধ্য দিয়ে প্রবাহিত আলোর গতি 3×10^8 মিটার / সেকেন্ড ।
গঠন প্রণালি: অপটিক্যাল ফাইবার মূলত তিনটা অংশ নিয়ে গঠিত,
1)কোর
2)ক্লাডিং
3)কোটিং
কোর: কোর হলো অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশ, যা কাঁচ বা প্লাষ্টিকের তৈরি। এই অংশই হলো প্রকৃত ফাইবার যা আলোক বিম পরিবহনের কাজ করে। এটি দেখতে পাইপের ফাঁকা কেন্দ্রের ন্যায়। কোরের ব্যাস সাধারণত 50 থেকে 500um হয়ে থাকে। ক্লাডিং: অপটিক্যাল ফাইবারের কোরকে আবৃত করে রাখা এর চারিদিকের আবরণ কে ক্লাডিং বলে। ক্লাডিং এর আলোক প্রতিসরাংক কোরের আলোক প্রতিসরাংকের চেয়ে কম। এটি পাইপের ভিতরের আলোকে বাইরের লিকেজ থেকে রক্ষা করে। কোর ও ক্লাডিং এর মাধ্যমে অপটিক্যাল ওয়েভ রিসিভ ও ট্রান্সমিট করা হয়।
কোটিং: কোর ও ক্লাডিং এর বাইরে চতুপার্শ্বের আলোক অপরিবাহী স্তরকে কোটিং বলে। এটি ফাইবারকে, ঘর্ষণ, মরিচা, আঘাত এবং বিভিন্ন ক্ষতিকারক অবস্থা থেকে রক্ষা করে। এর ব্যাস সাধারণত 250 থেকে 1000um হয়ে থাকে।আলোক পরিবহনের সাথে কোটিং সম্পর্কিত নয়। উপরের বর্ণিত পদ্ধতিতে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয় ।
অপটিক্যাল ফাইবারের সমস্যা হলো এটি যদি কোথাও বেকে যায় অর্থাৎ একটা মূল স্টেশন থেকে দশটা গ্রাহকের কাছে যখন কানেকশন পৌছানো হয় আর তখন যদি ক্যাবল বেকে যায় তবে সিগনাল ধীর গতি প্রাপ্ত হয়। এছাড়াও দুটি কেবল এক সাথে জোড়া লাগানোর সময় যদি সংযোগ ত্রুটি হয় তবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অথবা কাংখিত সিগনাল পাওয়া যায় না।
Wifi এ সংযোগ এর জন্য অপটিক্যাল ফাইবার ছাড়াও ক্যাটছিক্স ক্যাবল ব্যাবহার করা হয়। তবে সবথেকে ভালো সংযোগের জন্য অপটিক্যাল ফাইবার উত্তম। অপটিক্যাল এর তুলনায় ক্যাটসিক্স ক্যাবলের দাম কম। কিন্তু ক্যাটসিক্স এর থেকে অপটিক্যাল দীর্ঘস্থাহি হয়।