ভালোবাসার মানে বলতে, শুধু একটি নর আর একটি নারীর গল্প নয়। ভালোবাসা মানে বিশালতার মাঝে হারিয়ে যাওয়া, ভালোবাসার পরিধি ও ব্যাসার্ধ এত বেশি গভীর যাকে মাপা, সাধ্যের বাইরে। ভালোবাসা শুধু ভালোবাসা। আমাদের প্রতিটা দিন শুরু হয় ভালোবাসা নিয়ে।ভালোবাসা ছাড়া ভালো থাকা প্রায় অসম্ভব। প্রত্যাহিক জীবনে ভালোবাসার গুনে সম্বলিত হয় আমাদের সুন্দর একটি লাইফস্টাইল তৈরি হয়। সম্ভব হলে প্রতিদিন ভালোবাসার প্র্যাকটিস করুন। ভালোবাসা করতে হলে শুধু যে একজন বিপরীত লিঙ্গের ব্যক্তিত্বের প্রয়োজন তা কিন্তু নয়। আধুনিক যুগে এর ব্যাখ্যা খুব সহজেই বোঝা যায়। তাই আজ অন্যরকম ভালোবাসার কিছু দৈনন্দিন লাইফস্টাইল তুলে ধরলাম। অন্যরকম ভালোবাসা বলতে আমরা কি বুঝি?
অন্যরকম ভালোবাসা: ভালবাসতে হলে, আসলে কোন জিনিসের প্রয়োজন নেই/আপনি যেকোন সময় যেকোন ভাবে যে কারো সাথে আপনার ভালবাসার লেনদেন শুরু করে ফেলতে পারেন/হতে পারে আপনার বাসায় যে পোষা প্রাণী রয়েছে সেটিও আপনার ভালবাসার প্রাকৃতিক নিদর্শন/আর এরকম অদ্ভুত ও প্রাকৃতিক ভালোবাসাই হলো না অন্যরকম ভালোবাসা।
নিজের কাজকে ভালোবাসুন:
আমরা অনেকেই ভালোবাসা নিয়ে খুব মাতামাতি করি। করি নানান রকম পাগলামি। কিন্তু ভালোবাসা কি সেটাই আমরা বুঝি না। ভালোবাসা হলো এক আবেগ মনের গভীর ও উৎকৃষ্ট মনোযোগ ও মনঃসংযোগ। আপনি আপনার কাজ কেউ ভালবাসতে পারেন। আপনার নিজের কাজকে ভালোবেসে দেখুন, সেই ভালোবাসার বিনিময় আপনাকে কোথায় পৌঁছে দেয়। তাই ভালোবাসার কাউকে না পেলে নিজের কাজের প্রতি মন দিয়ে প্রতিদিন ভালবাসতে থাকুন। কিছুদিন পরে আপনার লাইভ ভরপুর হয়ে যাবে।
প্রকৃতিকে ভালবাসো:
আমরা অনেকেই প্রকৃতির সত্যি সত্যি, প্রতিটি উপাদান প্রতিদিন ব্যবহার করে থাকি। বিনিময় আমরা কি কখনো প্রকৃতিকে ভালোবেসেছি। প্রকৃতির প্রতি বিনম্র বিনম্র শ্রদ্ধা, আপনাকে জগৎ-সংসারে অর্থ নির্ণয় করে দেবে। আপনি প্রকৃতির প্রতিটি উপাদান কে ভালোবাসো। প্রকৃতিকে ভালবাসলে সৃষ্টিকর্তার প্রতি ভালবাসাটা আপনাকে হয়ে যায়। ভেবে দেখুন যে প্রকৃতি আপনাকে দিয়েছে, মুক্ত আকাশ, জল সমুদ্র নদী ধারা, বৃক্ষরাজি ফল ফুল, ও বিশুদ্ধ বাতাস, যে অক্সিজেন নিয়ে আপনি বেঁচে আছেন, তাও এই প্রকৃতিগত। সুতরাং আপনাকে ভালবাসতে হলে অবশ্যই প্রকৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা থাকতে হবে। এরাই আমাদের প্রকৃত বন্ধু। ভেবে দেখুন বিনে পয়সায়, বিনা স্বার্থে, এরা আমাদেরকে যা দিয়ে যাচ্ছে, আমরা কতটুকুই বা তাদেরকে ভালোবাসি। ভালবাসার যোগ্য দাবিদার তারা। যদি কাউকে ভালবাসতে হয় তবে সে ক্ষেত্রে প্রকৃতিকে অগ্রাধিকার দিতে কোন শক্তির প্রয়োজন হয় না। আজ থেকে প্রকৃতিকে ভালবাসো। দেখুন আপনার ভিতরে তৈরি হবে মনুষত্ব। আপনার জীবনের যোগ হবে নতুন এক সুস্থ ও সুন্দর লাইভ লাভ স্টাইল। যা আপনাকে অন্যান্য ব্যক্তি থেকে, ব্যতিক্রমী করে তুলবে।
মাতা -পিতার প্রতি ভালোবাসা:
আপনার সম্পর্কের চেয়ে, বড় কোন সম্পত্তি জীবিত নেই। তাই সম্পর্কের মর্যাদা দিতে শিখুন।ভেবে দেখুন আপনি অনেক টাকা বের করল একটি ভাল সম্পর্ক তৈরী করা খুবই কঠিন। আর মা-বাবার প্রতি ভালোবাসাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। আপনি আপনার পিতা-মাতাকে কেন ভালোবাসবেন সেটি ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা এখন আর নেই। আপনি যত সম্পদ কামিয়েছেন তারচেয়ে বড় সম্পদ হলো মাতা পিতা। যার মাতা এবং পিতা চলে গিয়েছেন,তারা শত কোটি টাকা ব্যয়ে করলেও আর তাদের ফিরে পাবেন না। সুতরাং সম্ভব হলে পিতা-মাতাকে স্মরণ করুন তাদের জন্য দোয়া করুন আর যদি বেঁচে থাকে তবে তাদেরকে প্রচন্ড পরিমাণ ভালোবাসো। ভালোবাসায় হয়তো আপনাকে পাপ মুক্তি দিয়ে স্বর্গবাসী করে নিতে পারে। তাছাড়া অন্য কোনভাবে আপনি ভালোবাসা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না।
জীবের প্রতি ভালোবাসা:
ছোটবেলায়, শুনেছি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। প্রবাদটি অনেক বড় একজন দার্শনিক লিখে গেছেন। কথা সত্য। আপনি যদি সৃষ্ট জীবের প্রতি ভালোবাসা রাখতে পারেন তবে বিপরীত লিঙ্গের মানুষকে ভালোবাসা তো কোন কঠিন কিছুই নয়। এখানে তো কিছু প্রাকৃতিক ও সৃষ্টি রহস্যমণ্ডিত ব্যাপার থাকে।সুতরাং ভালোবাসার আগে আপনাকে অন্যরকম ভালোবাসার অভিজ্ঞতা নিতে হবে। তবেই আপনি ভালোবাসা সঠিক মর্ম ও এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
অন্যরকম ভালোবাসা নিয়ে লিখতে গেলে, লিখে শেষ করা কঠিন, তারপরও আপনি আপনার প্রত্যাহিক জীবনে অন্যরকম ভালোবাসা নিয়ে একটু রিচার্জ করবেন। দেখবেন ভালোবাসার জন্য অনেক কিছু পেয়ে গেছেন। ভালোবাসার জন্য শুধু একটি ছেলে কিংবা মেয়ে প্রয়োজন নেই।ভালোবাসার পরিধি ও ব্যাসার্ধ এতটাই বিশাল যে সেখানে ব্যক্তি কিংবা ব্যক্তিত্বের কোন মূল্য নেই।
এখানে শুধু আবেগ হৃদয়ের খেলা। হোক সে প্রাণী কিংবা জীবন কিংবা বৈচিত্র মন্ডিত অদৃশ্য কোন কিছু। ভালোবাসার জন্য কোন দেহ লাগেনা। ছোট ব্যাগে এক পবিত্র আত্মা, যে আত্মা পরিশোধিত ওপরি মন্ডিত যে আত্মা, কখনো কুলসিত পানিতে ভিজে যায় নি। অন্যরকম ভালোবাসা, শুধু যে অন্যরকম তা কিন্তু নয়। এর একটি কমন বৈশিষ্ট্য হচ্ছে, অন্যরকম হোক আর বৈচিত্র্যময় হোক, “””””ভালোবাসা শুধুই ভালবাসা”””’ (মমিন সাগর) আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোনঃ https://facebook.com/groups/grathor.official/