বই মেলা- বই পড়ুয়াদের জন্য প্রিয় একটি সময় । প্রত্যেকে বছর বই পড়ুয়ারা অপেক্ষায় থাকে ফেব্রুয়ারী মাসটির জন্য। এই সময়ই আয়োজন করা হয় ‘অমর একুশে বই মেলা’ । শুরু হয় নতুন কি কি বই আসলো সে সম্পর্কে জানার, কার লেখা এবার বেশি ভালো হতে যাচ্ছে, কার বই পড়ে নতুন কিছু শিখতে পারা যাবে, আরো কত কি?
আবার অনেকেই আছে যাদেরকে বই পড়ুয়া বলা চলেনা। তবুও এই অমর একুশে বই মেলায় তাদের কে দেখা যাবে নানা রকম বই কিনতে বা বই মেলাকে ঘুরে দেখতে। কেননা বছরে মাত্র একটি সময় , যে মাসের দিন ও অন্য মাসগুলোর তুলনায় কম- তখনই আয়োজন করা হয় এই বই মেলার। তাই চারদিক থেকে মানুষের সমারোহ।
অনেক বই পড়ুয়ারা আছে যারা খুজে বেড়ায় কোন বই গুলো নতুন , আবার কোন বই গুলো সেরা।
সেরকমই কিছু বই এর নাম আশা করি আপনাদের জানাতে পারবো যেগুলো এই বছর এসেছে।
১। বঙ্গবন্ধু- আমার দেখা নয়াচীন।
২। আনা ইসলাম- নভেরা, বিভুঁইয়ে স্বভূ।
৩। সেলিনা হোসেন- আওয়ার বিলাভড শেখ মুজিব।
৪। আয়মান সাদিক ও সাকিব বিন রাশীদ- লোকে কি বলে?
৫। ড. সালিম সাবরীন- ভাষা সাম্রাজ্যবাদ ও মানবাধিকার।
৬। ড. মোহাম্মদ আমীন- এক নজরে বঙ্গবন্ধু।
৭। মোশতাক আহমেদ- জোছনার ছায়া।
৮। মহাদেব সাহা- আত্মস্মৃতি ১৯৭৫, সেই অন্ধকার সেই বিভীষিকা।
৯। ধ্রুব এষের- পরেশের বউ।
১০। আনিসুল হক- প্রিয়তমা, তোমাকে।
১১। ইমদাদুল হক মিলন- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নয় মাস’।
১২। শামীম হোসেন- ডুমুরের আয়ু।
১৩। ফরিদুর রেজা সাগর- চেনা মানুষের মুখ, প্রিয় বাবার মুখ।
১৪। সৈয়দ শামসুল হক- সীমানা ছাড়িয়ে।
১৫। হুমায়ন আহমেদের মা আয়শা ফয়েজ- শেষ চিঠি।
এছাড়াও আরো অনেক ধরণের বই আছে যা আপনারা বই মেলায় গিয়ে পাবেন। অনেকে আবার ছোট গল্প, কমিক টাইপের বই আরো অন্যান্য রকমেরও পছন্দ করে।
বই মেলা আর বই যা অসংখ্য। একটি প্রকাশনী না , অনেক প্রকাশনী অনেক রকমের বই প্রকাশ করে থাকে। যা আমদের চাহিদা বা পছন্দ থেকেও বেশি।