আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,
আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের আলোচ্য বিষয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনঃ
প্রত্যেক বাবা মাই তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। সন্তান বড় হওয়ার সাথে তাদে দুশ্চিন্তা আরও বাড়তে থাকে।
আমরা জানি, একজন সন্তানকে বড় করতে ও তার ভবিষ্যৎ গঠন করতে মায়েরাই বেশি ভূমিকা পালন করে থাকেন। আর তাই মায়েরাই সন্তানকে বেশি চাপ প্রয়োগ করে থাকেন যা একেবারেই অনুচিত বলে আমি মনে করি। তার ভবিষ্যৎ সুন্দর করতে কিছু যথাযথ পদক্ষেপ নেয়াটা অত্যন্ত জরুরি। আসুন জেনে নেয়া যাক সে পদক্ষেপগুলো কি কি হতে পারে।
১। চাপ প্রয়োগ নয়, তাকে উৎসাহ দিন।
২। অন্য কারো সাথে তুলনা নয়, এতে সে হিংসুক হয়ে উঠতে পারে।
৩। এটা কর, ওটা কর বলে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবেন না। করলে সে মানসিক চাপে থাকতে পারে।
৪। তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ান। অপছন্দের উপর চাপ প্য়োগ করবেন না।
৫। মাঝে মাঝে তার পছন্দের জায়গুলোতে ঘুরতে নিয়ে যান এতে তার মন সতেজ থাকবে। পড়াশোনায় মম বসবে। অন্যথায় তার একঘেয়েমি চলে আসতে পারে।
৬। তাকে বেশি বেশি সময় দিন ও বন্ধুসুলভ আচরণ করুন। এতে সে আপনাকে সে যথাযথ মূল্যায়ন করতে শিখবে।
৭। স্কুল, কোচিং ও টিউটরের উপর কখনোই সম্পূর্ণ নির্ভরশীল হবেন না। আপনি নিজেও তাকে পড়াশোনায় সময় দিন।
৮। অতিরিক্ত বই কখনো তার ঘাড়ে চাপিয়ে দেবেন না এতে বই দেখে সে আতংকিত হতে পারে।
৯। পুঁথিগত মুখস্থ বিদ্যা থেকে তাকে বের করে আনুন এবং নিরোৎসাহিত করুন। করলে সে মেধাবী হবেনা।
১০। তার সৃজনশীল কাজে মনোযোগী হউন পারলে সহযোগিতা করুন।
১১। নিয়মিত পড়াশোনা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করে দিন। এতে সে প্রানবন্ত হয়ে উঠবে।
১২। তার বিনয়, মেধা এমনকি সকল প্রকার প্রতিবন্ধকতার উপর যথেষ্ট গুরুত্বারুপ করুন। তার সাথে খোলামেলা আলাপ করুন।
আল্লাহ আপনার সন্তানকে আপনার স্বপ্ন পূরনের তৌফিক দান করুন। আমিন….