সবুজ শস্য শ্যামলা কত না সুন্দর আমাদের বাংলাদেশ।
কত রঙ্গের ফুল ফলে ভরা আমাদের এই বাংলাদেশ।
রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙ্গে।
ওরা মধুর সুরে ডাকাডাকি করে।তাতে আমাদের মনটা ভরে ওঠে।
যেমন:কোকিল,বুলবুলি,দোয়েল,বাবুই,আরো নাম না জানা কত রকমের পাখি।
তাছাড়া ও রয়েছে কত রকমের ফুল।
ফুলের গন্ধে আমাদের মনটা ভরে যায়।
পৃথিবীর যে দেশে ই তুমি যাও না কেনো,নিজের দেশের মতো আপন কোনো দেশ খুঁজে পাবে না।
চারপাশের এত সুন্দর পরিবেশ অন্য কোথাও গেলে পাবে না।
আমরা বাংলাদেশে জন্ম গ্রহন করে গর্বিত।
প্রকৃতির এত মনোরম দৃশ্য আমাদের মনটাকে সব সময়
আনন্দিত করে তোলে।
তাছাড়া ও রয়েছে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা।
যেমন: ড্রিম হলে ডে পার্ক,বঙ্গ বন্ধু সাফারি পার্ক,হিম ছড়ি,
কক্সবাজার,সোঁনার গাও,
আর ও অনেক জায়গা।
যেখানে গেলে আমরা অনেক কিছু দেখতে পারবো।
নতুন নতুন অনেক কিছু জানতে পারবো।
নতুন নতুন মানুষদের সাথে মিশতে পারবো।
কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকত দেখলে সত্যিই মনটা ভরে যায়।
সোঁনার গাওয়ে রয়েছে আমাদের পুরনো দিনের জিনিস পএ।
যা বর্তমানে প্রায় বিলুপ্তি হয়ে যাচছে।
পুুরনো ঐতিহ্য সম্পর্কে জানতে হলে আমরা সোঁনার গাওয়ে গিয়ে জানতে পারি।
তাছাড়া চিড়িয়া খানায় গিয়ে।
আমরা নানা ধরনের পশু পাখি দেখতে পারি।
সাফারি পার্কে গিয়ে ও আমরা অনেক কিছু দেখতে পারি।
আমাদের দেশের প্রতিটা স্তরে স্তরে রয়েছে সৌন্দর্য।
যদি আমরা সেটা ঘুরে দেখতে পারি তাহলে উপভোগ করতে পারবো।
এদেশে রয়েছে কত নদী নালা পাহাড় পর্বত…
রয়েছে নানা রকমের মাছ।
বাংলাদেশ কে নদী মাতৃক দেশ বলা হয়।
আর এদেশের মানুষকে মাছে ভাতে বাঙ্গালি বলা হয়।
এদেশের খালে বিলে অনেক মাছ পাওয়া যায়।
ইলিশ,বোয়াল,রুই,কাতলা,মাগুর,শোল,পাবদা,আরো অনেক রকমের মাছ।
এদেশের মানুষ গুলো একে অপরের সাথে মিলে মিশে বাস করে।একজনের বিপদে অন্যজন এগিয়ে আসে।
বিপদে আপদে সাহায্য করে।
বিশ্বের মাঝে বাংলাদেশ ই একমাএ দেশ,যেখানে মহা যুদ্বের মাধ্যমে অর্জন করেছি আমাদের এই বাংলাদেশ।
এিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ।
অর্জন করেছি লাল বিজয়ের পতাকা।
আমরা যদি আমাদের দেশের মনিষীদের জীবনী পরি তাহলে অনেক কিছু জানতে পারব।
তারা দেশের জন্য দেশকে ভালোবেসে অনেক কিছু দিয়ে গেছেন।
তাদের অবদান আমরা কখনো ভুলতে পারবো না।
পৃথিবীর যে দেশে ই চাও না কেনো,নিজের দেশের মতো আপন আর কোথাও পাবে না।
নিজের দেশের মানুষ গুলো তোমাকে যতটা ভালোবাসবে।
অন্য কোনো দেশের মানুষ এতটা ভালোবাসবে না।
তাই নিজের দেশকে ভালোবাসো।
নিজের দেশের চারপাশ টাকে ঘুরে দেখো।
যদি তুমি তোমার সুন্দর চোখ দিয়ে দেখো।
তাহলে অনেক কিছু উপভোগ করতে পারবে।
সর্বদা দেশের কাজে নিয়োজিত থাকবে।
তাহলে দেশের মানুষ গুলো তোমাকে ভালোবাসবে।
ধন্য আমি ধন্য সত্যি ই এই দেশে জন্ম গ্রহন করতে পেরে আমি ধন্য
I was deceived myself: Mithila
Actor Tahsan Rahman Khan (DC), Rafiath Rashid Mithila, and Sabnam Faria could be arrested at any time if the allegations...