আসসালামু আলাইকুম বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন।আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষটি সম্পর্কে সকলেই অবগত আছেন।
আমরা সকলে জানি ইউটিউব থেকে টাকা আয় করা যায়।কন্তু কিভাবে এই টাকাটা আয় হয় তা আমরা অনেকেই জানিনা।তো চলুন বন্ধুরা সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা যাক।
আসোলে কারো ইউটিউব চ্যানেলে কতো সাবক্রাইব আছে তার উপর বা যার যতো বেশী সাবক্রাইব আছে তার টাকা ইনকাম ততো বেশী এই কথা যারা এতোদিন যেনে এসেছেন তা ভুল। বা কেউ ভিডিও পাবলিক করার পর তার ভিডিও তে কতো ভিউয়ার আছে তার উপরেও কিন্তু টাকা ইনকাম হয় না।
কারো চ্যানেলের ভিডিও কতো শেয়ার হয়েছে।কতো লাইক হয়েছে,কতো কমেন্টস হয়েছে তার উপর ইউটিউব কম্পানি তাকে টাকা দেয় না।
যারা খেলাধুলা, সংবাদ, ছবি,কার্টুন ইত্যাদি দেখার জন্য ইউটিউব ব্যবহার করেন তারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন।যখন কোন ভিডিও চালু করবেন তখন সেই ভিডিও না চলে কোন কিছুর Add (বিজ্ঞাপন) চলে আসে। ৫ সে. বা ১০ সে. এর ভিডিও টি যার ভিডিওতে যতো বেশী লোক দেখবে তার ইনকাম এটার উপর এই নির্ভর করবে।
তাই যারা ইউটিউব চ্যানেল খুলবেন বা খুলেছেন তারা অযোথা কোন চিন্তা না করে কাজে লেগে পরুন। আপনি যে কোন কাজে একটাই চিন্তা নিয়ে এগুতে থাকুন যে আপ্নাকে আপনার কাহ্মিতো স্থানে পৌছাতে হবে।তাহলে ঠিক দেখবেন আপ্নি উন্নত হতে পারবেন।
আশাকরি কথাগুলো সবার ভালো লেগেছে।আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।