আশা করি সবাই ভালো আছেন।ফ্রিল্যান্সিং করে প্রচুর মানুষ সফল হয়েছেন জীবনে।তার মধ্যে আজকে আপনাদেরকে একজন ফ্রিল্যান্সার এর সফলতার গল্প বলবো।যে মাএ ২৫ বছর বয়সে ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে নিজের পরিবার চালাচ্ছেন,বাড়ি করেছেন,নিজের খরচ চালাচ্ছেন।এখন তিনি একজন সফল উদোক্তা।তার নাম হয়তো আপনেরা সবাই জানেন।তিনি হলেন;ফ্রিল্যান্সার নাসিম।তার ফ্রিল্যান্সার হওয়ার গল্প নিয়ে আজকে আপনাদেরকে বলবোঃ
ফ্রিল্যান্সার নাসিম ভাই যখন নবম শ্রেণিতে পড়ে তখন তার বাসায় একটা মোবাইল আসে।সে ঐ-মোবাইলটা নিয়ে অনেক সময় নষ্ট করতেন।তারপর তিনি বাবার কাছে বায়না ধরে তাকে একটা মোবাইল কিনে দিতে।তার বাবা তাকে বাধ্য হয়ে ফোন কিনে দিয়েছেন।এবং তিনি প্রচুর পরিমাণ ভিডিও গেমস খেলতেন,এবংং বলা যায় তিনি এটার উপর আসক্ত হয়েযান।কিন্তু হঠাৎ তিনি একদিন দেখলেন ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়।তারপর তিনি মোবাইল দিয়ে অনেক চেষ্টা করেন কিন্তু তার ফ্রিল্যান্সিং এর জন্য ল্যপটপ দরকার।এখন তিনি আবার বাবার কাছে বায়না ধরে একটা ল্যপটপ কিনে দিতে।তার বাবা একজন আর্মি ছিলেন।তার বাবা এবার আর তাকে ল্যাপটপ কিনে দেন নি।এবংং বলেন তার এসএসসি পরিক্ষার পর তাকে ল্যাপটপ কিনে দেন।এবং সেই সময়টা তিনি কম্পিউটার এর একতা কোর্স করেন এবং ল্যাপটপ এর জন্য অপেক্ষা করেন।তারপর তার এসএসসি পরিক্ষা শেষ হওয়ার পর তার বাবা আবার কিনে দিতে চান নি।এখন সে রাগ করে বাসার থেকে বের হয় তার বোনের বাড়িতে চলে যায়।তারপর বোনের জামাই মানে তার দোলাভাই তার বাবাকে বলেন তাকে একটা ল্যাপটপ কিনে দিতে যদি কোনো কিছু সে ইনকাম না করতে পারে তাহলে তার দোলাভাই টাকা দিয়ে দিবে।তাই তার বাবা একটা জমি বন্ধক রেখে ল্যপটপ কিনে দেন।এবং যখন তাকে ল্যাপটপ কিনে দেওয়া হয় তিনি সবকিছু ভুলে গিয়ে ফ্রিল্যান্সিং এর ভিডিও দেখতেন এবং ইংরেজিতে প্রেকটিস করতেন কারন ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি দরকার।তারপর তিনি প্রথম একটা ৩ ডলারের কাজ পান এবং পরের টা ৫০০ ডলারের কাজ পান।তারপর তিনি আরও একটা কাজ করে টাকা উঠিয়ে একটা বাইক কিনে ফেলেন।এবং গ্রামের মানুষরা তার বাবাকে বলতো আপনার ছেলে মনে হয় কোনো খারাপ কাজ করে।তারপর তার বাবা সেটা মেনে নিয়ে বাসায় এসে তাকে অনেক কিছু বলতে লাগলেন।এবং তিনি পরের দিনের পেমেন্টটা তার বাবাকে সাথে নিয়ে গিয়ে ব্যাংক থেকে তুলেন।তো তার বাবা তখন সবাকে আমার ছেলে ভালো কাজ করছে।আপনিও আপনার ছেলেকে ল্যাপটপ কিনে দেন সেও ইনকাম করতে পারবে।তার বাবা ২০১৯ সালে মারা যায় তাই তিনি সংসারের হাল টা ধরেন,এবং নিজের এখন একটা ইউটিউব চ্যানেল আছে ফ্রিল্যান্সার নাসিম নামে।প্রায় ৭ লক্ষ সাবস্কাইবারস রয়েছে।
এখন নিজের টাকায় ২৫ লক্ষ টাকায় বাড়ি করেছেন।আমাদের রিয়েল ইন্সপেরেশন হলেন তিনি।তার লাইফস্টাইল নিয়ে আলোচনা করা হলো।