❤আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহর❤
আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আপনাদের সবাই কে স্বাগতম জানাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষনীয় পোস্টে।সবাই সম্পূর্ণ পোস্ট টা পড়বেন।আশা করি পোস্ট টি সবার ভালো লাগবে।এবং পোস্ট টি পরে উপকৃত হবেন, কিছু জানতে বা শিখতে পারবেন। এখন মূল কথায় আসি।
চলে এসেছে ফেব্রুয়া।👇👇
আজ আমি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কথা বলবো। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র দেশ যারা ভাষার জন্য শহীদ হয়েছে অনেক মানুষ। এবং বাংলা একমাত্র ভাষা যে ভাষার জন্য মানুষ তার নিজের বুকের রক্ত দিয়েছে। সালাম, রফিক, জব্বার সহ আরো অনেক মানুষের রক্তে রাজপথ লাল হয়েছে। এই লাখো শহীদের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের সেই চির মধুর বাংলা ভাষা। যে বাসায় আমরা আজও রূপকথার গল্প শুনি। তাদের স্মৃতি কখনো ভুলবার নয়। বাংলার ইতিহাসের নেপথ্যে আছে তারা। তাই আজো লাখো বাঙালি একুশে ফেব্রুয়ারি এলেই ছুটে যায় শহীদ মিনারে। ফুল দিয়ে শ্রদ্ধা স্মরণ করে তাদের। প্রভাতফেরী নিয়ে মানুষকে জানিয়ে দেয়ঃ-
১.একুশের চেতনা ভুলিনি ভুলবো না।
২. সালাম, রফিক, জব্বার ভাই আমরা তোমায় ভুলি নাই।
৩.আমার ভাই এর রক্ত বৃথা যেতে দিবনা।
৪.শহিদ এর রক্ত ফুলের চেয়ে পবিএ।
বাংলার ইতিহাস জুড়ে চিরকাল বেঁচে থাকবে এই দিনগুলো। লাখো প্রাণ একুশে ফেব্রুয়ারিতে ছুটে যাবে শহীদ মিনারে স্মরণ করবে ভাষা শহীদদের। এই ফেব্রুয়ারিতে খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেসব ভাষা শহীদদের।যাদের কারনে আজ আমরা বাংলায় কথা বলতে পারছি,লিখতে পারছি, গল্প শুনতে পারছি।যতদিন এ বাংলা বেঁচে থাকবে ততদিন তোমাদের কৃত্রি বেঁচে থাকবে। প্রতিটি ভাষা শহিদ এর রুহুর আত্মার মাগফিরাত কামনা করছি এই দিনে।
আশা করি পোস্ট টি সবার ভালো লেগেছে। পোস্ট টি তে যদি কোন ভুল থেকে থাকে। অথবা লিখায় কোন ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আপনাদের যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় বা কোন কিছু জানার থাকে কমেন্ট করবেন। অবস্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবার জন্য। এবং আরো ভালো ও গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের সাথে থাকবেন।কথা হবে পরবর্তী কোন এক পোস্টে।আল্লাহ হাফেজ।
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
অথবা ভিজিট করুনঃ-https://www.youtube.com/channel/UC61bnbIVK3TWrGmVGLy4Dpg