বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আজ আপনাদেরকে একটা পোস্ট শেয়ার করব সেটা হল
আল্লাহতালা সবাইকে বলেছেন যে হালাল পথে রোজগার করা সৎপথের রোজগার করে টাকা কামানো কিন্তু কিছু লোক আছে নিজেরা কিছু করে না শুধু মানুষের জিনিস চুরি করে নিজের বলে দাবী করে কপিরাইট করে তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা না নিলে তাদের কিছু করা যাবে না এর জন্য কপিরাইট আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ
যাতে অন্য কারো মানুষের জিনিস চুরি না করে নিজের বলে দাবী করতে পারে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের সবাইকে করতে হবে
আচ্ছা আপনি যদি একটা কিছু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক শ্রম দিয়ে রাত দিন না খেয়ে দেয়ে ওই কাজটা করলেন সে জিনিসটা যদি আপনার কাছ থেকে অন্য কেউ যদি চুরি করে নেয় নিজের বলে দাবী করে তাহলে আপনার কেমন লাগবে
তখন খুব খারাপ লাগবে এমন মনে হবে যে আর কাজ করতে যাবেন না এই কাজগুলো হয় কপিরাইট
সারা পৃথিবীতে কিছু মানুষ আছে যে তারা নিজে কিছু করতে পারে না শুধু মানুষের টা দেখে কপি করে নিজের বলে দাবী করে সমাজের চালায় সারা পৃথিবী কে দেখায় এটা হল কপিরাইট
করে মানুষের কাছ থেকে চুরি করে জিনিস নিয়ে নিজের নামে বলে তারা দাবী করে
এটা হল কপিরাইট কিন্তু মানুষ বর্তমানে বাংলাদেশের অথবা সারা পৃথিবীতে কপিরাইট আইন ব্যবস্থা হয়েছে কপিরাইট আইন ব্যবস্থা যদি না হতো সারা পৃথিবীর মানুষ একে অন্য কে কপি করত নিজে কিছু করত না এর জন্য কপিরাইট আইন থাকা জরুরি
এই কপিরাইট এর জন্য মানুষের লাখ লাখ অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্ষতি হচ্ছে অনেক কিছুতে মানুষের জীবন টা কে বরবাদ করে দিচ্ছে কপিরাইট তাই প্রত্যেকটা দেশে কপিরাইট আইন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ
কপিরাইট করতে সব মানুষই চায়
যে একটু আরাম আয়েশ করে টাকা ইনকাম করব অন্য কারো একটা জিনিস তথ্য নিজের বলে চালিয়ে দিয়ে টাকা ইনকাম করতে চায় কিন্তু আসলে কি এটা কি হালাল এটাতো ইসলাম ধর্মের দিক থেকে এটা হালাল টাকা নয়
যারা এ কপিরাইট করে তারা মানুষের পেটে লাথি মারে
মানুষের হক নষ্ট করে ফেলে
যারা কপিরাইট করে তাদের অবশ্যই শাস্তি দেওয়া দরকার
তো ভাই ও বোনেরা আপনারা সবাই সৎপথে চলা ফেরা করবেন এবং সৎ পথে রোজগার করবেন
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ