(১) (অস্পষ্টত)
নীলা আর বর্ণিল আকাশেও মেঘ আসে।
আসে স্বপ্নের মাঝেও ছেদ।
সে সময়টা ছিল অস্পষ্ট কষ্টের,
আর বিশ্বাসগুলো শুধু বাঙমা আর বাঙমী।
কিছু বোঝ বয়ে যেতে হয় আজীবন,
এই যেমন নষ্ট প্রেমের ধূসর কষ্ট,,
কষ্ট গুলো শুধু গোপনই রইল।
(২) (তুমি-আমি)
অথৈ জলেরও কিছু নৈমিত্তিক ব্যাপার থাকে,
শুধু তোমার আমার মাঝে নিয়ম বলে কিছু নেই।।
নীলআলোর বিক্ষেপণে নীলাম্বরী নীলনীল নীলাময়,
খুব গভীরের চুম্বনের গভীরতা নীলাম্বরীর চেয়েও নীলা,
শুধু তোমার আমার নীলাআকাশে সেটা।
(৩) (স্পর্শহীন)
আমি বুঝেছি পরম মমতা সে কিছু না,
যদি না ফেরা হয় তবে সে পথ পানে চেয়ে থাকার চেয়ে
মমতা আর কোথাও না।
যখন জেনেছি এক পশলা বৃষ্টি ভেজাতে পারেনা
যখন আঁখি জুড়ে রয় সকলি শুধু শূন্যতার
ঝাপসা ঝাপসা আবরণ।
অভিমান যে জন সে শুধু বুকেতেই রয়
স্পর্শিত হয় না কোন চন্দ্রিমার আলোকে।
জেনেছি ঈশ্বর সে শুধু চাওয়াতেই রয়
পাওয়াতে তখন কেবলই দূরত্ব।।
(৪) (প্রেম)
এই যে এতটা উতালতা
সে কি কেবলই দূর্বলতা!
হেঁটে হেঁটে বহুদূর পর
আনমনে পথ হারানো,
অদৃশ্য কোন ভাবনায় সে শুধু,
শুধুই কি ভুলোমনা!
গভীরতর সে স্পর্শের কাঁপুনী
কি বলবো, বলবো কি কেবলই কামনা!
পাশাপাশি রব বলে
কত শত কণ্টকী পথ
একমনে বয়ে চলা,
বলতে পারো সবটাকে
শুধু তোমার একচ্ছত্র প্রয়োজন,
আমার জন্য আমি বলি
এ আমার ভালোবাসা, আমার একার বয়ে চলা প্রেম।।
(৫) (কবিতা:মৌনতা )
ভুলতে বসেছি অনেক কিছুই
ভুলা হয়নি তবু কিছু।
কেমন ছিল দুষ্টুমীর ঐ নিরব হাসি!
মিষ্টিমধুর ডাকের মাঝে
কতটা প্রেম ছিল মিশে!
রোজ বিকেলের অপেক্ষাতে
কতটা অনুভব ছিল তাতে!
এক নজরের এক চাহনি
কতটা বুক কাঁপিয়ে দিতো!
সত্যি বলছি ভুলেই গেছি।
ভুলেই গেছি হাতের লিখা
আঁকা বাঁকা অক্ষরের প্রেম মেশানো নেশা নেশা।
কত কথার কত চিঠি!
কেমন ছিল সে অনুভুতি!
অনুভবের রাত বিরাতে
সময় গুলো কাটতো তখন কোন নেশাতে!
মনে আছে বলো তো দেখি?
সত্যি বলছি ভুলেই গেছি।
ভুলতে বসেছি অনেক কিছুই
ভুলা হয়নি তবু কিছু
অবিশ্বাসের প্রথম প্রহর
দিনটি ছিল রবিবার।
অনুভবে আসেনি তোমার
কোন নেশা কোন টান।
অবাক চোখের
নিরব কান্নার,
ঝড়টি কেবল বুকে।
ভুলেই গেছি অনেক কিছুই
ভুলা হয়নি তবু কিছু
চলে যাওয়ার শেষ প্রহর
বার ছিল শুক্রবার।
কেমন নিরবে হেসে ছিলে
প্রতারণার ফাঁদে ফেলে।
কিছু সময় ভুলতে নেয়
অনেক কিছু ভুলার ছলে।
আজও যখন ঘুমের ঘোরে
ফিরে যাই সে স্মৃতির ঘরে
তেমন যেমন হাসি তোমার
বুকের কাঁপুনি তেমনই ধরায়।
মাঝরাতে ঘুম ভেঙ্গে
সেই সে মুখটি আজও জ্বালায়।
সত্যি বলছি ভুলেই গেছি
ভুলা হয়নি তবু কিছু !!
লেখা :
(রাখী দোজা)