বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন
কম্পিউটারে এক্সেস প্রােগ্রাম খােলার কৌশল বর্ণনা
কম্পিউটারে এক্সেস প্রােগ্রাম খােলার কৌশল নিচে বর্ণনা । করা হলাে ;
i. পর্দার নিচের দিকে বাম কোণে স্টার্ট ( Start ) বােতামের উপর । মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে ।
ii . এ মেনুর অল প্রােগ্রামস ( All Programs ) কমান্ডের উপর মাউস । পয়েন্টার স্থাপন করলে আরও একটি মেনু পাওয়া যাবে ।
iii . এ মেনু তালিকা থেকে মাইক্রোসফট অফিস ( Microsoft Office ) মেনুতে ক্লিক করলে আরেকটি মেনুতে মাইক্রোসফট অফিস ( Microsoft Office ) – এর প্রােগ্রামগুলাের তালিকা পাওয়া যাবে ।
iv . এ তালিকা থেকে মাইক্রোসফট অফিস এক্সেস ( Microsoft Office Access ) কমান্ড সিলেক্ট করলে মাইক্রোসফট অফিস এক্সেস ( Microsoft Office Access ) খুলে যাবে ।
v. মাইক্রোসফট অফিস এক্সেস উইন্ডাের উপরের বাম দিকে অবস্থিত Blank Database আইকনে ক্লিক করার পর ব্লাঙ্ক ডেটাবেজ ফাইলের নাম দেওয়ার জন্য ডায়ালগ বক্সের File Name ঘরে ডেটাবেজের জন্য একটি নাম টাইপ করতে হবে ।
vi . File Name এডিট বার – এর ডান দিকে ফোল্ডার আইকনে ক্লিক করলে নতুন নামে তৈরি করা ফাইল সংরক্ষণের জন্য ডায়ালগ বক্সের File Name ঘরে টাইপ করা নামটি বিদ্যমান থাকবে । এ নামের ফাইলটি কোনাে ফোল্ডারে সংরক্ষণ করতে হলে ফোল্ডারটি তৈরি করে নিতে হবে ।
vii . ডায়ালগ বক্সের OK বােতামে ক্লিক করলে আগের ডায়ালগ বক্সটি ফিরে আসবে ।
viii . ডায়ালগ বক্সের Create বােতামে ক্লিক করলে টেবিল তৈরি করার আগের অবস্থায় একটি শূন্য ডেটাবেজ উইন্ডাে আসবে । এ উইন্ডাের টাইটেল বার – এ যে নামে ডেটাবেজটি Create করা হয়েছে সেটি লেখা থাকবে ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা কম্পিউটারে এক্সেস প্রােগ্রাম খােলার কৌশল
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা সবাই এই নিয়ম অনুযায়ী মেনে কাজ করবেন
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা সবাই শিখে নিন
আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন
আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?
কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ