স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কাউকে টিকা দেওয়ার জন্য বাধ্য করা হবে না। যে চাইবে তাকেই ভ্যাকসিন দেওয়া হবে। ফ্রন্টলাইন কর্মীদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে।
রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ভারত থেকে কেনা ৫০ লাখ করোনভাইরাস ভ্যাকসিন সোমবার দেশে পৌঁছে যাবে। ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে এই টিকা কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন।
উদ্বোধনের পর টিকা যে কেউ নিতে পারবেন, এমনটাই বলা হয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে।
তাহলে আপনারাই সিদ্ধান্ত নিন কে ভ্যাকসিন নেবে আর কে নেবে না। আপনাদের সিদ্ধান্ত কমেন্টে জানান।