আসসালামুয়ালাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই বেশ ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে। কল্পনা নিয়ে স্ট্যাটাস এবং ক্যাপশন – আমরা সবাই কল্পনা করে থাকি। কখনোনা কখনো একটু সময়ের জন্য হলেও আমরা কল্পনা করে থাকি। আমরা কল্পনা করি দুইভাবে, ঘুমের মধ্যে এবং বাস্তবে। তবে ঘুমের ঘোরে আমরা যে কল্পনা করি সেটাকে স্বপ্ন হিসেবে ধরা হয়।
তবে কল্পনা আমরা বাস্তবে করে থাকি। বাস্তবে কল্পনা বলতে কোনো কিছু ভাবা বা কলোল্পনিক ভাবে চিন্তা করাকে বুঝানো হয়। অনেক বিশেষজ্ঞরা এটা বলেছেন যে, কল্পনা থেকেই নাকি গবেষণা জিনিসটার উৎপত্তি হয়েছে। অর্থাৎ গবেষণার মানেটা যেখানে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করা সেখানে কল্পনা মানে হলো কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করা, যেটা বাস্তবিক নয়।
বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা কল্পনা করি সেটার সাথে বাস্তবের মিল থাকে না। যেমন ধরুন আপনি এখন কল্পনা করলেন যে আপনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হবেন, কিন্তু আপনি ধনী ব্যক্তি নন। এটা কেবল কল্পনা, যার সাথে বাস্তবের মিল নেই। আজকে আমরা এই কল্পনা নিয়ে কিছু স্ট্যাটাস শুনবো।
কল্পনা নিয়ে কয়েকটি স্ট্যাটাস/ক্যাপশন
১. কল্পনা করে নতুনত্বের সৃষ্টি করা যায়, কেননা যেটা ছিলনা সেটা কল্পনা করার মাধ্যমেই বাস্তবায়ন করা যায়।
২. বিশ্বের সৃষ্টি হওয়া সকল জিনিষ আবিষ্কার হওয়ার পূর্বে সেটা নিয়ে কল্পনা করা হয়েছে, কল্পনা করার পর সেটি আবিষ্কার বা তৈরি করা হয়।
৩. বাস্তবে যেখানে সে আপনার নয়, তখন তাকে আপনার কল্পনার মধ্যেই বাঁচিয়ে রাখুন। অন্তত সে আপনার কল্পনার মধ্যে তো থাকবে।
৪. যদি আপনি কোনো কিছুকে পুনরায় ফিরে পেতে চান তাহলে, কল্পনা করুন। কল্পনা করে সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা করুন।
৫. কল্পনা আমরা সবাই করতে পারি, কিন্তু কল্পনাকে বাস্তবে রূপান্তর করার মতো ক্ষমতা বা সাহস সবার মধ্যে থাকে না। যার মধ্যে কল্পনাকে বাস্তবে রূপান্তর করার মতো সাহস বা ক্ষমতা থাকে, সে জীবনে সফল।
৬. কি অদ্ভুত তাইনা? অনেক দূরে নিজের পছন্দের জায়গাতে যেতে লেগে যায় কয়েক ঘন্টা কিন্তু কল্পনার মাধ্যমে সে জায়গায় যেতে লাগে কেবল কয়েক সেকেন্ড।
৭. কখনো কখনো আমার কল্পনা হয়ে এসো তুমি, কারণ তোমার নামটিও তো ছিল কল্পনা, তুমি যে জায়গাতে বাস করছো সেটার নামও কল্পনা।
৮. কল্পনা এমন একটি শক্তি, যেটাকে আমরা অনুভব করতে পারে, মনের শক্তি দিয়ে দেখতে পারি। যদিও এর সাথে বাস্তব এর মিল নেই, তবে আমরা চাইলে এটা বাস্তবায়ন করতে পারি।
৯. আমরা কেউ বাস্তবের আশা নিয়ে বাঁচি আবার কেউ কল্পনার সঙ্গ নিয়ে বাঁচি।
১০. বাস্তবায়ন করতে হলে প্রথমে আপনাকে কল্পনা করতে হবে।
বন্ধুরা আজকে আমরা কল্পনা নিয়ে কয়েকটি স্ট্যাটাস বা ক্যাপশন শুনলাম। আপনারা চাইলে এই স্ট্যাটাস গুলো আপনাদের পোস্ট বা স্ট্যাটাস হিসেবে শেয়ার করতে পারবেন। আর্টিকেলটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, শেষ করছি এইটুকুতে, আল্লাহ হাফেজ। Grathor ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/grathor.official/