হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালোই আছেন।আমিও ভালো আছি।
আজকে আমি কথা বলবো খুব সাধারন একটা বা ছোট একটা অ্যাপ নিয়ে।যেটা দিয়ে আপনি আপনার ছবি অতি সহজে এডিট করে নিতে পারবেন।এই ছোট অ্যাপ টা খুব সুন্দর এবং কার্যকর।এই অ্যাপ আপনার ছবি গুলো নিজেই এডিট করে সুন্দর করে তুলবে।আপনাকে কষ্ট করে আর এডিট করতে হবে না।এই অ্যাপ টা অসংখ্য মানুষ ব্যবহার করে থাকে,চাইলে আপনিও ব্যবহার করতে পারেন।এই ছোট অ্যাপ টা প্লেটোর এ পাবেন।
অ্যাপ ডাউনলোড করার লিংক
http://bit.ly/37NtFUB
সফটওয়্যার টা ডাউনলোড করার পর অ্যাপ টা ওপেন করুন। তারপর আপনার পছন্দ মতো এডিট পোস্টটিতে ক্লিক করুন।এরপর আপনার গেলারির ছবিটি সিলেক্ট করুন যেটা আপনি এডিট করতে চান।অবশ্যই আপনাকে ডাটা কানেকশন দিয়ে অ্যাপটায় কাজ করতে হবে,নতুবা কাজ করা যাবে না।আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন।
এই অ্যাপটায় ছবি এডিট করা হলে ছবিতে একটা watermark চলে আসে আর সেই watermark রিমুভ করার জন্য টাকা দিকে হয়।কিন্তু আপনাকে টাকা দিতে হবে না।
http://bit.ly/37NtFUB
এই অ্যাপটা দিয়ে আপনি watermark রিমুভ করতে পারেন।কোন টাকা দিতে হবে না।উপরের সফটওয়্যার থেকে এডিট করা ছবিটি ডাউনলোড করে নিচের সফটওয়্যারে আপনাকে ইমপোর্ট করে নিতে হবে এবং রিমুভ করে নিতে হবে আপনার কাঙ্খিত watermark.
কথা হবে পরবর্তী কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।
ধন্যবাদ সবাইকে