তাজা ফুল
মমিন সাগর
ভোরের তাজা ফুলের পবিত্র সুবাসে,
অনুভব এর প্রতিটি নিঃশ্বাসে,
জেগেছে কিছু অতৃপ্ত স্মৃতি
আবেগে ভেসে বেড়ায় বাস্তবতার,
” চৌকাট পেরোনো”
কিছুটা কাব্য আর কিছুটা গীতি
সুখের চেয়েও দুঃখ বড়, বেদনায় উজ্জল
নষ্ট হয়েছে কিছুটা সময় ঝরেছে কিছু লোনাজল
মধুর চেয়েও মিষ্টি ভরা,
অবুঝ হৃদয়ের আনাড়ি খেলা
মাতিয়ে রেখেছে শৈশব,
বেরিয়েছি কৈশোর, যৌবনে ভাসিয়েছি,
লক্ষ্যহীন জীবন ভেলা।
নিঃশ্বাসের মাঝেও বেঁচে থাকি বিশ্বাসে,
জানিনা কখন অন্তিম সময় ঘনিয়ে আসে
বাঁচিয়ে রেখো স্মৃতিটুকু_
থাকবো অতীতের আশেপাশে।
অনুভূতিতে ভেসে উঠবে উপহারের আর্তনাদ
চোখ মেলে তাকালে ফুটে ওঠে বিবেকের আঘাত।
নিঃশ্বাস আর বিশ্বাসের মিলনে,
“নব প্রাণের সঞ্চার”
পবিত্র আকাঙ্ক্ষা যেন, আমি সৈনিক,
নাহি মানে সে হার।
ফুলের সৌরভে এখনো ছুটে বেড়ায়,
“কিছু পবিত্র স্মৃতি”
আবেগে ভেসে বেড়ায়, সোনালী অতীতের
কিছুটা ছেলেমানুষি, বাকিটা শুধু অনুভূতি।
ভোরের তাজা ফুলের সুবাসে, চেনা-চেনা
গন্ধটা এখনো ভেসে আসে!
বিষাক্ত নিঃশ্বাস এর মাঝেও, বেঁচে থাকি শুধু বিশ্বাসে।
জানিনা কখন অন্তিম সময় ঘনিয়ে আসে।
বাঁচিয়ে রেখো স্মৃতিটুকু-থাকবো অতীতের আশেপাশে।
সস্তা আবেগ
মমিন সাগর
তোমার হাসির আড়ালে লুকিয়ে ছিল বিষাক্ত সেই ছুরি!
বাস্তবতা কেহেলা কোরিয়া, এখন শুধু পুরি।
ছলনার বিষাক্ত নিঃশ্বাস এ পেলাম শান্তির পরশ।
যতখানি ভেবেছিলাম ততখানি ছিলনা বয়স
আমার প্রতিটা নিঃশ্বাসে ঢুকেছে 20 শুধু বিশ্বাসে।
নষ্ট করে আমারে, জানিনা কি অমৃত সুখ পেলে?
ক্ষতবিক্ষত জীবন আমার হয়েছে তাসের খেলা।
রঙিন পৃথিবীতে ফুরিয়েছে আমার সুখের ভেলা।
খোলা মনটা আজ বন্ধ কারাগারে
ভুলে গেছো মোরে, জানিনা কতখানি কি পেলে?
সূর্যের সাথে আড়ি পেতে দেখি পড়ন্ত বিকেল।
স্বাধীনতার মাঝে থেকেও পড়েছি পরাধীনতার শিকল।
তবুও অভিযোগহীন সস্তায় কিনে রেখেছি,
কিছু মিষ্টি আবেগ।
ইচ্ছে হলেও পারবে না তারা দাম দিতে।
তোমার কোমল হাসি
মমিন সাগর
পৃথিবীতে সবচেয়ে সুখের যদি কিছু থাকে,
তাতো শুধু তোমার কোমল হাসি,
ভালোলাগার যদি কিছু থাকে,
তাতো শুধু মিষ্টি মধুর দুষ্টুমি।
এত ভালো লাগে কেন? জানিনা
মনে হয় হাজার বছর বেঁচে থাকি
খুব ভয় ভয় লাগে,
কখন যেন যাবার ডাক আসে?
নিরবতার মাঝে জেগে থাকতে ইচ্ছে হয়
মানুষ কি কখনো এমন সুখী হয়?
কী আশ্চর্য যদি এমন হতো!
সারাক্ষণ আনন্দের অনুভূতি, এত সুখ কেন গো ভালোবাসায়?
অবহেলার জিনিসগুলো কেমন লোক হাসায়।
না জানি-বলা যায় না কোন ভাষায়
শুধু নিজেকে স্বার্থপর করে তুলতে মন চায়।
আহা এমন যদি হতো কখনো!
আবেগের সাথে মিষ্টি সম্পর্ক
জাদুর মতো মনে হয়
অনুভব এর প্রতিটি শাখা তখন পূর্ণ
ভাষা ভাষা নেই প্রকাশের শুধু খোলা মনে লুটে নেওয়ার আনন্দ।
পৃথিবীর কোথায় আছে?
জানা থাকলে বল
অপেক্ষারা আজ বাঁধাহীন!
অপেক্ষা
মমিন সাগর
কতবার ফুলের সৌরভে হাত বাড়িয়েছি
বারবার পিছলে পড়ে গেছি!
ছুঁয়ে দেখবার সৌভাগ্য সেতো অভিমানী
দূর থেকে অনুভব এর জালে বন্দি করা,
এতোটুকুই ক্ষমতার অধিকারী পেয়েছি।
চরিত্র হারিয়েছি মৌমাছির চাকে ঢিল ছোড়ে
ছেঁড়া পকেটএ মৌনতাকে প্রতিষ্ঠা করা বড় দায়।
ভদ্র মানুষের আড়ালে লুকিয়ে ছি চাহিদা।
অন্তরালের কুঠুরিতে এখনো বীর সৈনিক। হতাশায় ডুবে ও জয়ের স্বপ্নে বিভোর।
দিবাস্বপ্ন বন্ধুর মতো আশেপাশে
শ্রাবণী লুকিয়ে ধরিয়েছে কান্না
এখনো সুগন্ধি ফুলের পুজোয় , অপেক্ষায়!
কবে হব কৃষ্ণপক্ষ পাব অঞ্জলি।