আসসালমুআলাইকুম, কেমন আছেন সকলে? আশা রাখছি সকলে বেশ ভালো আছেন। আমাদের সকলের বাড়িতে নিশ্চয় নানা নানী, দাদা দাদী বা অন্যান্য বয়স্ক লোকেরা রয়েছে। তাদের দেখলে নিশ্চয় মনে হয় যে কিভাব এতগুলো বছর তারা একসাথে কাটাচ্ছে, কিভাবে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে।
এটা চিন্তা করাটা স্বাভাবিক। Happiest Couple শুধু সুন্দর্যে বা দেখানোতে হয়ে যায়না। বছরের পর বছর আপনার প্রিয় মানুষের সাথে ভালোমতো কাটানো সময়গুলো মিলিয়ে আপনি বলতে পারেন আপনারা Happiest Couple। তবে ভালো কাপল হয়ে উঠতে গেলে কেবল একার দ্বারা সেটি সম্ভব নাও হতে পারে। দুজনের মনেই একই ইচ্ছে থাকতে হবে। যাহোক, মূল কথা হলো কিভাবে Happiest Couple বা সুখী কাপল হয়ে উঠা যায় তাইতো? এই প্রশ্নের টিপসগুলো কিন্তু খুব একটা কঠিন না। বাস্তব জীবনের ছোট ছোট কিছু বিষয় খেয়াল করলেই আপনার দাম্পত্য জীবন অনেক সুখের হবে।
কিভাবে Happiest Couple হবেন?
১| মিথ্যা পরিহার করুনঃ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে বা মেয়েরা সম্পর্কের শুরুতে তাদের সকল সত্য বা ভালো দিকগুলো তাদের পার্টনারকে বলে কিন্তু খারাপ দিকগুলো তারা তাদের পার্টনার কে বলতে চায়না। নিজের বিষয়ে খারাপ কেইবা বলতে চাইবে। কিন্তু এটা মস্ত বড় একটা ভুল, যা আপনার সম্পর্ককে ভেঙে পর্যন্ত দিতে সক্ষম। আপনি যতই মিথ্যে বলেন না কেন, একসময় সেটি সামনে আসবে, তাই নিজের ভালো খারাপ দুটো দিক পার্টনারের সাথে শেয়ার করবেন। আপনার সব খারাপ দিক জেনে যে আপনাকে ভালোবাসবে সেই সত্যিকারের ভালোবাসে আপনাকে।
২| ভালো খারাপ সব বিষয় মেনে নিনঃ সম্পর্কে ভালো বা খারাপ সব বিষয় জড়িত আছে। আপনি শুধু ভালো কিছু আশা করবেন এমনটা হবে না, আপনাকে ভালোর সাথে সাথে খারাপ গুলোকেও মেনে নিতে হবে। যেমন, আপনার পার্টনারের কোনো বদভ্যাস আছে, মেনে নিন সেটা। আপনিই পারেন তার সে বদভ্যাস ধীরে ধীরে ঠিক করতে।
৩| পার্টনারের কথা মনোযোগ দিয়ে শুনুনঃ Happiest Couple হয়ে উঠার আরো একটি সিক্রেট ট্রিকস হচ্ছে পার্টনারের কথা মনোযোগ দিয়ে শোনা। মানুষ সাধারণত শোনার থেকে বলতে বেশি পছন্দ করে। আপনি যখন আপনার পার্টনারের কথা মন দিয়ে শুনছেন তখন আপনাদের মধ্যেকার সম্পর্ক আরো মধ্যে হয়ে উঠবে।
৪| রেসপেক্ট এবং সাপোর্টঃ সম্পর্কে সবসময় একে অপরের প্রতি সম্মান থাকতে হবে, কাওকে কখনই ছোট করে দেখা যাবে না, সবসময় একে অপরকে সাপোর্ট করতে হবে। তাহলেই আপনার হয়ে উঠতে পারবেন Happiest Couple।
৫| ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিনঃ সবসময় আপনার পার্টনারের ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিন। তাকে মাঝে মাঝে গিফট দিতে পারেন, ঘুরতে নিয়ে যেতে পারেন, তাকে একটু সময় দিতে পারেন। এছাড়াও তার সব কাজকে উৎসাহ দিন, প্রশংসা করুন। এতে আপনাদের সম্পর্ক ক্রমশ মধুর হতে থাকবে।
তাহলে এসব বিষয় যদি মেনে চলেন আপনিও আপনার দাদাদাদী এবং নানানানীদের মত Happiest Couple হয়ে উঠতে পারবেন। আশা করছি আর্টিকেলটা ভালো লাগবে, শেষ করছি এইটুকু দিয়ে, আল্লাহ হাফেজ।