প্রিয় ভিউয়ার্স আজ আমি আবার আরেক টি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের টপিকের বিষয়টি পড়ে আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আসেন তাদের জন্য টপিকের বিষয়বস্তু যথেষ্ট কাজে লাগবে। আমরা যারা ইউটিউবার আছি তারা নিজের চ্যানেলের জন্য সাবস্ক্রাইব এর জন্য খুব বেশি চিন্তিত থাকি। কারণ সাবস্ক্রাইবার না হলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিউস হবে না আর ভিউস না হলে আমাদের ওয়াচটাইম কমে যাবে। তখন চ্যানেলের মনিটাইজেশন অন হবে না এরকম নানা হাবিজাবি এসে ভর করে আমাদের মনে। এইটা চিন্তা করে এই টপিক টি লেখার আগ্রহ তৈরি হল। এতে করে যারা এ ব্যাপারে ওয়াকিব হাল নয় তাদের জন্য ও উপকার হবে। সো তাহলে শুরা করা যাক। আজকের আলোচনায় আমি দেখাব কিভাবে নিজের ইউটিউব চ্যানেলের জন্য খুব সহজে সাবস্ক্রাইব লিংক তৈরি করবেন সেটা। যেই লিংকে ক্লিক করে সহজে যে কেউ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হতে পারবে।
এর জন্য সর্ব প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রীনে গিয়ে ক্রোম ব্রাউজার টি সিলেক্ট করে নিতে হবে। এর পর ট্রিডট মেনুতে ক্লিক করে এটাকে ইনকগনিতো মুড করে নিতে হবে। তারপর যা ইন্টারফেস চলে আসবে সেখানে সার্চ বারে লিখতে হবে “Live go Subscriber” এ ক্লিক করে গো তে ক্লিক করে আবারো “Live Subscriber Count” লেখাতে ক্লিক করে আপনার চ্যানেলের নাম বা আপ নার চ্যানেলের লিংক বা URL লিখে ok তে ক্লিক করতে হবে। এবার যে ইন্টারফেস আসবে সেখাবে Subsbcribe লেখাতে ক্লিক করে বক্সের মধ্যে টিক চিহ্ন দিতে হবে তারপর যে ইন্টারফেস আসবে সেখানে ট্রিডট মেনুতে ক্লিক করে আবারো ডেক্সটপ মুড করে নিতে হবে। এর কিছুক্ষণ পর যে উইন্ডো আসবে সেখানে ওপরের বারে ক্লিক করলেই সাবস্ক্রাইব লিংক তৈরি হবে। এরপর এই লিংকটি বিভিন্ন সোসিয়াল মিডিয়ায় শেয়ার করে দিতে হবে। শেয়ার করা লিংকে যে কেউ ক্লিক করলেই সে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তাই হলও ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব লিংক তৈরি করা। আশা করি টপিকটি ভালো লেগেছে।
এবার একটা পপআপ লিংক তৈরির প্রক্রিয়া দেখাবো যাতে সেটি দেখে নিজের জন্য লিংক তৈরি করে নিতে পারেনঃ-
Pop up Subscribe link:- https://www.youtube.com/channel/(CHANNEL CODE)?sub_confirmation=1
ধন্যবাদ।
এয়ারটেল সিমে 15 জিবি ইন্টারনেট মাত্র 190 টাকায় 28 দিন মেয়াদ
আচ্ছালামুয়ালাইকুম ভিওয়ারস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাসে এমন একটি ট্রিকস নিয়ে এসেছি যার...