আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন।
বরাবরের মতো চলে আসলাম নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে। আজকের আর্টিকেল আমি আপনাদের বলবো বিশেষ করে যারা টিনেজ যাদের বয়স ১৪-২০ রয়েছে তারা অবশ্যই পুরোটা পড়বে।
কারণ টিনেজ জীবনে আমরা চাওয়া না চাওয়ার মধ্যে অনেক ভুল করে থাকি।
আমাদের জীবনের সবচেয়ে বেস্ট সময় এটি।কিন্তু এই সময়টা আমরা অনেক সময় কঠিন ভাবে পার করি।কারণ এই বিষয়ে আমরা আবেগের বসে অনেক ভুল করে থাকি।যেগুলো করা উচিত হয়নি এইটা আমরা পরে বুঝতে পারলেও কাজটা করার আগে কিন্তু আমরা বুঝি না।
যেমন আমরা টিনেজ এর সময়কালে প্রেম নামক নেশায় আবেগের বশে জড়িয়ে পড়ি।কিন্তু আপনি কি জানেন এগুলা শুধু মাত্র আবেগের বসে করা মাত্র।কারণ পুরো জীবনের জন্য একটা সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু অনেকটা কঠিন।তাই আমরা যাকে ভালো লাগবে তাকে আবেগের বশে ভালোবেসে ফেলি।
কিন্তু এইটা ভালোবাসা নয়, এইটা ভালো লাগা
ভালোবাসা বলা মাত্রই হয় না।তাই এই বয়স থেকে কিভাবে নিজেকে মানিয়ে নিয়ে ভালো মনের একজন কে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারবেন সেটা আজকে আপনাদের বলবো।
“সঠিক জীবনসঙ্গীকে বাছাই করে নেওয়া” এইটা কিন্তু অনেকের কাছে অনেক সহজ কোনো বিষয় হলেও বিষয়টা মোটেও সহজ হয়।দুটো জীবনের পুরোটা কিন্তু জুড়ে থাকে এই বিষয়টির সাথে।কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত যেটা আবেগের বসে নিয়েছিলেন সেটার কারণে আপনার জীবন থেকেই আনন্দের ছাপ হারিয়ে যাবে।
এখন কথা হলো টিনেজ আছেন প্রেম করছেন জীবনসঙ্গী কিভাবে নির্বাচন করবেন?
যদি আপনি এখনো নতুন স্কুল কিংবা কলেজ পড়ুয়া ছাত্র কিংবা ছাত্রী হন তাহলে আপনি আবেগের বশে প্রেম করতেই পারেন।কিন্তু প্রেম মানেই যে শুধু আপনি তার সাথে প্রেম করছেন শুধু ভবিষ্যৎ কিছু চিন্তা ভাবনা না করে বলছেন যে সে আপনার প্রেমিকা।
কিন্তু প্রেম করার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে যার সাথে আপনি প্রেম করছেন সে আপনার যোগ্য নাকি।
আমি এখানে যোগ্য বলতে এটা বুঝায় নাই যে প্রেম করতে টাকা থাকা লাগবে, জমিদারদের সাথে করতে হবে এমন কিছুই না।প্রেম করতে ভালো যোগ্যতা থাকা বলতে আমি বুঝাতে চেয়েছি যে,
আপনি যার সাথে প্রেম করছেন সে কি আপনাকে ভালোবাসে কিনা, তাকে তার প্রতিবেশীরা কি সম্মান দেয় নাকি বাটপার কিংবা চোর ,খারাপ কিছু বলে ।
আপনার এমন একজনকে বেছে নিতে হবে যার নিজের প্রতি আত্মসম্মান রয়েছে।যার টাকা পয়সা না থাকলেও তাকে সকলে সন্মান করে।এইটাই তার যোগ্যতা প্রমাণ করবে।
এখন কথা হলো ভালো মনের মানুষ মনে হলেই কি প্রেম করবেন?
এমনটা কিন্তু না, দেখুন আজকে হয়তো আপনার পছন্দের মানুষটি আপনাকে কোনো হোটেলে নিয়ে গিয়ে ভালো কিছু খাওয়ালো। কিন্তু তার মানে এইটা কিন্তু না যে সারাজীবন সে আপনাকে খাওয়াবে।
যার আপনার প্রতি এমনকি আপনার সংসারের প্রতি ভালোবাসা থাকবে, এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকবে মন থেকে তাকেই আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নিন।
তবে আমি টিনেজ যারা আছেন তাদের বলি কি , প্রেম জিনিষ টা আবেগের বসে না করে, নিজের ক্যারিয়ারের প্রতি একটু মনোযোগ দিন। দেখবেন আপনার কারো পিছনে ছুটতে হবে না।কত ভালো ভালো জীবনসঙ্গী আপনার পিছনে ঘুরবে।
এই ছিল আজকের আর্টিকেলে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে পরবেন।আসা করি আপনার অনেক উপকারে আসবে। ধন্যবাদ