ফ্রীতে কোনো প্রকার কাজ না করে সময় ব্যয় না করে ইনকাম করতে চান?
তাহলে লিখাটি সবটা পড়েন আর নির্দেশনা অনুযায়ী কাজ করেন তারপর ধৈর্য ধরে বসে থাকবেন এটাই শুধু কাজ।আর তারপর যখন মিনিমাম উইথড্র দেয়ার এমাউন্ট হয়ে যাবে তখন উইথড্র দিয়ে দিবেন। তো কথাগুলো শুনে অবাক হতে পারেন অথবা শুরুতেই কাজ না করে ইনকাম এই কথা শুনে চলে যেতে পারেন ফাও ভেবে।
কিন্তু বিশ্বাস করেন ভাই ফাও কথা না একদম।
‘মাইনিং‘ শব্দটার সাথে সম্ভবত প্রায় সবাই পরিচিত যারা এই মূহুর্তে লিখাটি পড়ছেন।
তারপরও ধরে নিলাম কেউ কেউ জানেনা। মাইনিং সম্পর্কে বলার আগে বলতে হবে ক্রিপটোকারেন্সি সম্পর্কে। যদিও ক্রিপটোকারেন্সি সম্পর্কে জানে না এমন মানুষ পাওয়া যাবেনা তাও সংক্ষেপে বলি।
ক্রিপটোকারেন্সি কি?
ক্রিপটোকারেন্সি হলো সহজ কথায় আধুনিক কয়েন বা টাকা।যা ধরে দেখা যায় না অথচ টাকার মতো লেনদেন করা যায় আর ভবিষ্যৎতে এটাই হবে সারাবিশ্বের টাকা এটাই সবাই বলছে আমারও তাই মনে হয়।ক্রিপটোকারেন্সি সম্পর্কে যারা জানেন বা জানেন না তারাও ‘বিটকয়েন‘ শব্দটি অবশ্যই শুনেছেন।আর এই বিটকয়েন,ডোজকয়েন,লাইকয়েন ইত্যাদি এই কয়েন বা কারেন্সি গুলোকেই একসাথে ক্রিপটোকারেন্সি বলে।আশা করি বুঝেছেন। এবার আসি মাইনিংয়ে-
মাইনিং কী?
মাইনিং শব্দের বাংলা অর্থ খনন করা।সহজ ভাষায় কোনো খনিজ সম্পদ বা গুপ্তধনের সম্ভাবনায় খনন করাকে মাইনিং বলে।আর আমি যে ক্ষেত্রে মাইনিং বলতেসি সেটা খনিজ সম্পদের পরিবর্তে ডিজিটাল কয়েনগুলোর উদ্দেশ্যে।ওইযে বিটকয়েন,ডোজকয়েন ইত্যাদি ক্রিপটোকারেন্সি পাওয়ার জন্যে আধুনিকভাবে যে খনন তাকেই কারেন্সি মাইনিং বলে।
এখন এই খনন যদি হয় বিটকয়েনের তাহলে একে বলবো বিটকয়েন মাইনিং আর এ খনন যদি হয় ডোজকয়েন বা ডগিকয়েন এর তাহলে এ খননকে বলবো ডোজকয়েন/ডগিকয়েন মাইনিং।
আজ আমি ডোজ কয়েন মাইনিংয়ের সবথেকে ভালো দুটি সাইট শেয়ার করবো যে দুটোর একটা থেকে আমি পেমেন্ট নিয়েছে বেশকয়েকবার যা প্রায় ৯০ডোজ কয়েনের মতো যার ডলার মূল্য ১৫ ডলার। এই পরিমাণ অনেকের কাছে কম মনে হলেও ভাই বিনাকাজে কেউ কাউকে ১ টাকাও দেয় না আর এটা ত ১৫ ডলার যা প্রায় ১৩০০টাকা আর সবথেকে অবাক করা বিষয় হলো এটা পুরোপুরি কোনো কাজ ছাড়াই নিয়েছি।রেফারও করতে পারিনি (এইবার যদি আপনারা করেন তাহলে কয়েকটা রেফার হতে পারে)আর আপনারা তো রেফার করবেন তাই সাধারণভাবে ইনকামও বেশি হবে।
শুধু এতটুকু কাজ, প্রতিদিন একবার হলেও লগিন করা একাউন্টে। প্রতিদিন লগিন না করলেও মাইনিং হতেই থাকবে মানে অটো কয়েন উৎপন্ন হতে থাকবে।
আমি জানি যারা এ বিষয়ে একদমই জানেন না তাদের কাছে কথাগুলো খুবই অবাক করা এমনকি হাসিরও হতে পারে।কিন্তু ভাই এটাই সত্যি।
দুটো সাইট হলোঃ
১.ডোজপেইড মাইনিংঃ
এই সাইটটিই ডোজকয়েন মাইনিংয়ের সবথেকে ভালো এবং বিশ্বস্ত সাইট।এখানে শুধু একাউন্ট করে রেখে দিবেন আর পারলে ডেইলি একবার করে লগিন করবেন শুধু।তাহলেই হবে।লগিন না করলেও মাইনিং হতেই থাকবে তাও বলবো ডেইলি ৩০সেকেন্ড সময় নিয়ে একবার লগিন করবেন।
এখন আসি এটাতে কীভাবে একাউনৃট করবেন।
একাউন্ট করার জন্যে সিম্পলী নিচের লিংকে ক্লীক করুন
https://dogeminingpaid.com/?ref=Fahim1234
তারপর নিচের ইন্টারফেস দেখবেন।
সেখান থেকে উপরে ডানপাশের কোনায় ‘সাইনআপ’এ ক্লীক করেন তারপর নিচের এমন একটি ফর্ম দেখতে পাবেন।
ফর্মটি পূরণ করা খুবই সহজ, আশা করি সবাই পারবেন।তাও সংক্ষেপে বলছি ইংলিশে আপনার পুরো নাম দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন এবং একই পাসওয়ার্ড আরেকবার দিয়ে কনফার্ম করবেন তারপর ইমেইল দিবেন এবং পরিশেষে একটি সিকোরেটি প্রশ্ন এবং তার উত্তর দিতে বলবে ভবিষ্যতে যা উইথড্র এর সময় লাগবে।ওকানে সিম্পলি যেকোনো একটা প্রশ্ন করবেন আর পাশেই আবার উত্তর দিবেন আর এটা স্ক্রিনশর্ট নিয়ে রাখবেন পরবর্তীতে লাগলে যাতে দিতে পারেন।
তারপর ক্যাপচা পূরণ করে এবং নিচের বক্সটি পূরণ করে রেজিষ্ট্রেশন বা সাইনআপে ক্লীক করুন।আপনার একাউন্টটি হয়ে গেছে এবং দেখুন নিচে ডোজ কয়েন লিখার নিচে ১২৭৩৮৯২ এরকম করে সংখ্যা ভাসতে থাকবে এটাই মাইনিং হচ্চে।
তারপর আপনার আর কোনো কাজ নেই।আপনার ইনকাম হতে থাকবে এভাবেই আর যখন ১০ডোজ কয়েন হবে তখন উইথড্র দিতে পারবেন।সেজন্যে পেমেন্ট প্রোফাইলে গিয়ে আপনার যে কয়েনে উইথড্র নিতে চান সেটির এড্রেস ‘কয়েনবেস’ ওয়ালেট থেকে কপি করে এনে এখানে বসিয়ে সেইভ করে দিবেন তাহলেই কাজ শেষ।আর যাদের কয়েনবেস নেই তারা একটা কয়েনবেস একাউন্ট খুলে নিবেন ইউটিউবে ভিডিও দেখে।খুবই সহজ কয়েনবেজ খোলা।আর এই কয়েনবেজ আপনার শুধু এখানে না অনেক কাজেই লাগবে।
যাদের এসব এখন প্যারা লাগবে তারা শুধু সাইটে একাউন্ট টা করে রেখে দেন তারপর উইথড্রর সময় হলে আমিই আর একটা পোস্ট করবো এখানে।
নিচে এখান থেকে পাওয়া আমার পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি।
(দেখেন উইথড্র ফান্ড লিখা যেখানে।)
২.স্পেসডোজমাইনিংঃ
এটাও ডোজ কয়েন মাইনিংয়ের একটি সেরা সাইট।
আগের সাইট আর এই সাইটের সব কার্যক্রম একদম সেইম।হয়তো সাইটের ভেতরের ইন্টারফেইস টা একটু ব্যাতিক্রম কিন্তু সেটিংস সব একরকম সব অপসন একরকম।আপনারা দেখলেই বুঝবেন সো সব কিছুই যখন এক তো এটা আর বিস্তারিত বল্লাম না।
https://spacedogemining.com/?ref=fahim5864 👈শুধু সাইট লিংকটা দিয়ে দিলাম।
এই লিংক থেকে সাইটে প্রবেশ করবেন এবং একাউন্ট খুলবেন।
এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।