আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি।
শিক্ষামন্ত্রণালয়ের এর অধীনে দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য এসাইন্টমেন্ট পদ্ধতিটির কথা বলা হয়। উক্ত এসাইন্টমেন্ট পদ্ধতির ফলে শিক্ষার্থীরা আবার পড়াশোনা মুখি হবে এবং ভালো ফলাফল অর্জন করবে সেই আশা ব্যক্ত করা যায়। তারই ধারাবাহিকতায় আমি আজ নবম শ্রেণীর বাংলা এসাইন্টমেন্ট এর উত্তর নিয়ে হাজির হয়েছি।আশা করা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের খানিকটা হলেও উপকারে আসবে।
বাংলা এসাইন্টমেন্ট :
১.একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুন ১০ টি বাক্যে প্রকাশ কর।
উত্তরঃ
১.আইনের প্রতি শ্রদ্ধাশীল:
একজন নাগরিককে আপনি তখনি দেশ প্রেমিক বলতে পারেন যখন সেই ব্যক্তি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। দেশের আইন কানুন যথাযথ ভাবে পালন করতে পারবে। অন্যথায় যে ব্যক্তিকে কখনো সুনাগরিক হিসেবে বিবেচনা করা যাবে না।
২.দেশের সম্পদের প্রতি দায়িত্বশীল:
একজন আদর্শ দেশপ্রেমিক অবশ্যই নিজের অবস্থান থেকে দেশের সম্পদ রক্ষা করার জন্য বদ্ধ পরিকর থাকবে।
৩.দেশের প্রতি ভালোবাসা :
একজন প্রকৃত দেশপ্রেমিক এর অবশ্যই দেশের প্রতি থাকতে হবে অগাধ ভালোবাসা।
৪.দেশের জন্য জীবন উৎসর্গ করা:
একজন প্রকৃত দেশপ্রেমিক নাগরিক অবশ্যই দেশের কল্যানে নিজের জীবন উৎসর্গ করতে বন্ধুমাত্র কুন্ঠিত বোধ করবে না।
৫.দেশের সংকটে এগিয়ে আসাঃ
দেশের যেকোনো সংকটে একজন প্রকৃত দেশপ্রেমিক নিজের অবস্থান থেকে সবার আগে ঝাঁপিয়ে পরে।
৬.দেশের সম্পদের সঠিক ব্যবহার :
একজন প্রকৃত দেশপ্রেমিক অবশ্যই দেশের সম্পদ সমূহের সঠিক ব্যবহার করেন।
৭.দেশের জন্য পরিকল্পনাঃ
একজন প্রকৃত নাগরিকের অবশই নিজ দেশ নিয়ে একটি সঠিক এবং সময় উপযোগী পরিকল্পনা থাকে।
৮.দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া :
একজন প্রকৃত দেশপ্রেমিক অবশ্যই নিজের দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকেন।
৯.নিজের দেশকে নিয়ে সমালোচনার বিরুদ্ধে প্রতিবাদঃএকজন প্রকৃত দেশপ্রেমিক অবশ্যই নিজের দেশের বিরুদ্ধে যেকোনো ধরণের সমালোচনার তীব্র প্রতিবাদ করবে।
১০.প্রতিশ্রুতি পরায়ণ:একজন দেশপ্রেমিক হবে প্রতিশ্রুতি পরায়ণ।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন
Related Keyword: ক্লাস ৯ এসাইনমেন্ট বাংলা, শিক্ষা সফরের অভিজ্ঞতা সম্পর্কে অ্যাসাইনমেন্ট