Cheap price backlink from grathor: info@grathor.com

গভীর রাত নিয়ে স্ট্যাটাস

🎉 Get ৳10000 Bonus!

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি। গভীর রাত নিয়ে স্ট্যাটাস –

প্রকৃতি তার নির্দিষ্ট এক আপন নিয়মে চলে। রাতের পর সকাল নামে, তেমনি আঁধারের পর আলো  আসে। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত এই নিয়মের কোনো ধরণের হেরফের নেই।সারাদিনের তীব্র দাবদাহে মানুষ যখন হাপিয়ে উঠে তখন সূর্য অস্ত যাবার মধ্যে আগমন ঘটে রাতের। রাতের আগমনের ফলে চারদিকে ঘুটঘুটে আধার নিয়ে আসে। সূর্যের অস্ত যাবার পর রাতের আগমনের ফলে আকাশে চাঁদ দেখা যায়। রাতের আকাশে দেখা মেলে সুন্দর ফুটফুটে চাঁদ এবং সেই সাথে আগমন ঘটে হাজার হাজার লক্ষাধিক নক্ষত্র। সারারাত জুড়ে এই নক্ষত্র জ্বলতে থাকে সেই দূর আকাশে।

রাতে অন্যরকম এক পরিবেশ তৈরী করে আমাদের চারপাশে। সেই ঘুটঘুটে অন্ধকারে মন চায় সমস্ত দুঃখ কষ্ট ঝেড়ে ফেলতে। এক এক জনের কাছে রাত এর আগমনের এক বিশেষ কিছু। কারো কারো কাছে রাতের আগমন ক্লান্তিময় দিনের অবসান ,কারো কারো কাছে রাতের আগমন এক প্রশান্তিময় ঘুমের  জন্য ,আবার  কারো কাছে রাত বিশেষত্ব তার সমস্ত দুঃখ কষ্ট জাগিয়ে তুলার জন্য। কারো কারো কাছে রাত বিশেষত্ত তার সমস্ত দুঃখ কষ্ঠের অবসান হবার জন্য আবার কারো কারো কাছে রাত বিশেষত্ত তার দুঃখ কষ্টগুলো সকলের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য।

রাত যখন গভীর হতে থাকে কেউ কেউ অনেক ঘুমে আচ্ছন্ন থাকে। কেউ কেউ আবার তার সকল দুঃখ কষ্ঠের হিসাব নিয়ে বসে। রাত কখনো হাসায় আবার কখনো কাঁদায়। তাই র
রাত এক এক জনের কাছে এক এক রকম.গভীর রাতের ঘুটঘুটে অন্ধকার নামে ,চারদিকে নিস্তব্দ পরিবেশ এবং মিটি মিটি জোনাকির সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত কবি ,সাহিত্যিক যে রাত নিয়ে সাহিত্য রচনা করেছেন তার ইয়ত্তা নেই।রাতে তাই আলো আধারের খেলা চলে। রাত কখনো হাসায় আবার কখনো কাঁদায়। কিন্তু তাই বলে রাতের গুরুত্ব কি কোন অংশে কম?মোটেও না। প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না।রাত আসে বলে সকালটা এত্ত সুন্দর।

গভীর রাতে শুনশান নিরবতা আমাদের শিখায় যে মাঝে মাঝে নিশ্চুপ থাকলে পৃথিবীটা কত্ত সুন্দর হয়। গভীর রাতে মাঝে মাঝে মানুষ তাই তার স্বপ্নে  হারিয়ে যায় অচেনা কোন এক গন্তব্যের দিকে।

সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

16 Comments

Leave a Reply