টিভি দেখতেছি এমন সময় একটা কল আসলো, মোবাইল হাতে নিয়ে দেখলাম অচেনা নাম্বার।
পরিচয় পর্ব 👇
(গল্পের নায়িকার নাম সুবা।আর গল্পের নায়ক এর নাম রাব্বি।)
👇👇👇
কলটা ধরলাম।
সুবা ঃ হ্যালো! আসসালামু আলাইকুম। কে আপনি?
রাব্বি ঃ ওয়ালাইকুমুস সালাম। আমি রাব্বি। আপনি নিশ্চয়ই সুবা?
সুবা ঃ হ্যাঁ। কিন্তু আমার নাম তো আমি বলি নাই।কিভাবে জানেন আমার নাম।
রাব্বি ঃ আমি জানি আর কি এক রকম ভাবে।কেমন আছেন?
সুবা ঃ ভালো।কিন্তু পরিচয় দিবেন প্লিজ।
রাব্বি ঃ আমাকে চিনবেন না।
সুবা ঃ তাহলে আল্লাহ হাফেজ।
টুট টুট___
কেটে দিল কলটা।
কিছু দিন গেল রাব্বি কল দেয় নি আর।
হটাৎ একদিন রাতে দিল প্রায় ১১ টার দিকে।তখন সুবা ডিনার করতে গেল।পাশে তো আব্বু ও আছে।তো কলটা ধরলো।
সুবা ঃ কে আপনি হুমম? এতো রাতে কল দেন কেন?
রাব্বি ঃ আমি রাব্বি।
সুবা ঃ কোন রাব্বি।
রাব্বি ঃ আরে ওই দিন কল দিলাম রাব্বি ওটা আরকি।
সুবা ঃ ও।তো আজকে কেন দিলেন কল।জত্তসব,রাখেন তো।😡
টুট টুট ____ কেটে দিল কলটা।
আব্বু ঃ কে রে?
সুবা ঃ জানিনা। ওই দিন ও কল দিছিলো।
(আবারো কল আসলো। এবার সুবা সুবার আব্বুকে কল ধরতে বলে।)
আব্বু ঃ হ্যালো।
রাব্বি ঃ হ্যালো। এটা সুবার নাম্বার না?
আব্বু ঃ হুম সুবার নাম্বার এই।আমি সুবার আব্বু।কি হয়েছে এতো কল দেন কেন?কে আপনি?
রাব্বি ঃ ____
টুট টুট___কলটা এবার রাব্বি কেটে দিল।
গেল এভাবে আরো কিছু দিন।শুধু কল দেয় আর সুবা কেটে দেয়।
আবারো দিল কল।তবে এবার সুবা না সুবার বোন নোভা কলটা ধরে।
রাব্বি ঃ হ্যালো।
নোভা ঃ হ্যালো। কে আপনি আমার আপুকে শুধু কল দেন কেন? পরিচয় দেন।
রাব্বি ঃ আপনি কি সুবার বোন নাকি?
নোভা ঃ হুম।পরিচয় দিবেন নাকি পুলিশ এর কাছে গিয়ে আপনার নামে রিপোর্ট করব?😡
রাব্বি ঃ ওকে দিচ্ছি দিচ্ছি।আপনি তো দেখি আপনার আপুর চেয়েও বেশি রাগী।
নোভা ঃ হুম।পরিচয় দেন।
রাব্বি ঃ আমার নাম রাব্বি।বাসা হালিশহর।
নোভা ঃ তো আমার আপু কে কিভাবে চিনেন?
রাব্বি ঃ সত্যি টাই বলবো?
নোভা ঃ হুম।
রাব্বি ঃ আপনার আপুকে আমি রিক্সা ওয়ালাকে যখন কোথায় যাবে তার ঠিকানা বলে তখন দেখলাম আর আমার তখনেই ভালো লাগে।গরীবের ভালোবাসা আর কি। একবার দেখে ভালো লাগলো।
নোভা ঃ ওকে।তো নাম্বার কয় পাইছেন?
রাব্বি ঃ আমার পাশে তখন আমার এক ফ্রেন্ড ছিল সে নাকি আপনাদের রিলেটিভ এর মধ্যে কাউকে চিনে তো ও আমাকে আপনার আপুর নাম্বারটা দিল।
নোভা ঃ ওই ছেলের নাম কি?
রাব্বি ঃ হবে আর কি কিছু একটা। কিন্তু এখন আমার পুরো পুরি মনে নাই।
নোভা ঃ এটা কেমন কথা আবার।মনে না থাকার কি আছে?
রাব্বি ঃ জানিনা।
নোভা ঃ আপনি তো আমার আপুকে পছন্দ করেন তাই না?
রাব্বি ঃ হুম।
নোভা ঃ আমার আপুর বিয়ে ঠিক হয়েছে জানেন?
রাব্বি ঃ হুম।
নোভা ঃ তো সব জেনে ও কেন দেন কল?
বাকিটা পরের পার্ট এ দেওয়া হবে।
বন্ধুর সাথে অভিমানের কিছু কথা | রাগ ও অভিমান হলে যা করবেন !
বন্ধুর সাথে অভিমান করে অনেকে কবিতা লিখে কিন্তু আজ আমি আপনাদের কিছু কথা বলবো: বন্ধুত্বের মূল হল: বিশ্বাস ও ভরসা...