বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এই ক্রীড়া প্রতিষ্ঠানে চাকরি করতে চাইলে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ- ২৪শে জানুয়ারি ২০২১। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮-৩০বছর পর্যন্ত। পদ খালি আছে মোট ১৯টি। ফুলটাইমের চাকরিতে বেতন স্কেল সর্বনিম্ন ২২০০০ টাকা থেকে ৫৩৬০০টাকা দেয়া আছে। চাইলে আবেদন ফর্মটি ডাউনলোড করে পূরণ করা যাবে। এবার আসি কি কি পদে লোক নেয়া হবে এবং কিরকম যোগ্যতা আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেই প্রসঙ্গে। ১. সিনিয়র গবেষণা কর্মকর্তা- স্পোর্টস মেডিসিন- বয়স অনুর্ধ ৪৫ এবং পদ একটিই খালি আছে। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএসসহ স্পোর্টস মেডিসিনে ডিপ্লোমা ২য় শ্রেণী এবং পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বেতন স্কেল- ৩৫৫০০ থেকে ৬৭০১০টাকা। ২. তিন বিষয়ে প্রভাষক চাওয়া হয়েছে এবং ১টি করে পদ খালি আছে। বিষয়গুলো হলো- ইংরেজি, আইসিটি এবং ইসলামি শিক্ষা। বয়স অনুর্ধ ৩০ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। বেতন স্কেল ধরা হয়েছে ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা। এছাড়া কোচেরা আবেদন করতে পারবেন।বিকেএসপিতে টেনিস কোচ এবং আন্ঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্যে যথাক্রমে ক্রিকেট, ফুটবল, কাবাডি এবং ভলিবলের কোচ নিয়োগ দেয়া হবে। একটি করেই পদ খালি আছে এবং বয়সসীমা সর্বোচ্চ ৪০। উল্লেখ্য, বেতন স্কেল – ২২০০০ থেকে ৫৩০৬০টাকা। এছাড়া স্টোর কিপারের একটি পদ খালি আছে। বয়সসীমা- অনুর্ধ ৩০ বছর। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রীপ্রাপ্ত এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বেতন স্কেল দেয়া আছে- ১০২০০- ২৪৬৮০টাকা। আরও ক্যাটাগরিতে নিয়োগ দেয়া হবে। রেকর্ড কিপার এবং হিসাব করণিকের একটি করে পদ খালি আছে বিকেএসপিতে। আর লাগবে একজন গাড়িচালক, বাবুর্চি, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, হোস্টেল বেয়ারা আর একজন গ্রাউন্ডম্যান। সবার বয়স সীমাই অনুর্ধ ৩০ চাওয়া হয়েছে। এবার আসি প্রকাশিত মোট ১৯টা ক্যাটাগরিতে আবেদন করতে হলে কি কি করতে হবে- ১. আবেদন ফরমের জন্য ফি দিতে হবে ১০০ থেকে ২০০ টাকা। ২. ৩ কপি সম্প্রতি তোলা (৫×৫) পাসপোর্ট সাইজ ছবি লাগবে। ৩. খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। ডাকযোগে আবেদন ডকুমেন্ট পাঠাতে হবে। ৪. এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সেইসময় যথাযথ কাগজপত্রসহ হাজির হতে হবে। ৫. কোটা থাকলে যথাযথ অনুমোদনপ্রাপ্ত সনদ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। বিদ্র: এখানে সংক্ষেপে চাকরির ক্যাটাগরি এবং আবেদনের যোগ্যতা উল্লেখ করা হয়েছে। আরও বিস্তারিত তথ্য এবং আবেদন ফরম ডাউনলোড করার জন্যে ভিজিট করুন- www.bksp.gov.bd ধন্যবাদ সবাইকে।
Related Posts
Want to have a fulfilling job in the financial industry? Bank Jobs in London UK: There are several exciting and…
Luxembourg is a small but massive nation in the middle of Europe, and it has vast jobs opportunities for financial,…
Are you looking for a career that’s highly paid, has flexible hours and is a step in your career ladder?…
Remote work hasn’t just become an fad, in today’s changing workplace environment, it is the norm. Work from home offers…
When you’re in the market for a fulfilling banking career, there’s so much that the United States has to offer.…
12 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Well !
Thanks
good
Thank you
হিমমম
Good
Nice
Okay
Good
gd
valo post
ok