বর্তমান সময় জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সারা বাংলাদেশের মধ্যে একটি উল্ল্যেখযোগ্য অবস্থান দখল করে নিয়েছে। আমাদের সারা বাংলাদেশের অধিকাংশ ছাত্র-ছাত্রী এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন অধিকাংশ মেধাবি ছাত্র-ছাত্রীরা অধ্যায়ন করে থাকে। সাধারণত এটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি এফিলিয়েট বিশ্ববিদ্যালয়।
এটি বর্তমান গাজীপুর জেলায় প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সারা বাংলাদেশে প্রায় ২৮ লাখের বেশি ছাত্র-ছাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তভূক্ত হয়ে থাকে। আমাদের সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি বেসরকারি কলেজের সংখ্যা প্রায় ২ হাজার ২৪৯ টির মতন হয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন মশিউর রহমান।
করোনাকালীন সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে তারা অনলাইন ভিডিও ক্লাসের ব্যবস্থা চালু করে থাকে। তারা এই ব্যবস্থার মাধ্যমে তাদের শিক্ষা ব্যবস্থাকে সচল অবস্থায় ধরে রাখতে পেরেছে। আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যনরত আমরা সকলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ গুলোর উপর নজর রেখে থাকি। আমরা অনেকেই আছি যারা এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি, ফলাফল, ও প্রকাশিত নোটিশ গুলো এখনো যানি না।
আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসেম্বর মাসে হয়ে যাওয়া সকল নোটিশ, ভর্তি,ফলাফল সম্পর্কে। তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক। নিচে এ বিষয়ে আলোচনা করা হলো:
২০১৯ সালের ডিগ্রি পাশ দ্বীতিয় বর্ষের ফলাফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের ডিগ্রি পাশ দ্বিতিয় বর্ষের ফলাফল প্রকাশ করেছে রোজ বৃহস্পতিবার ৩০ শে ডিসেম্বর। এই প্রকাশিত ফলাফলে দেখা গেছে যে, সারা বাংলাদেশে মোট ৭০২টি কেন্দ্রে ১,৮৭৭টি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১,৯০,৪৯১ জন। এরা সকলেই নিয়মিত, মান উন্নয়ন, ও অনিমিয়ত পরীক্ষার্থী ছিলেন।
তবে যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে প্রায় এক লক্ষ আট শত জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় উর্তীর্ণের হার ৭৯.৫৬ শতাংশ হয়ে থাকে। যারা এখনো ফলাফল পান নি তারা মোবাইলের মেসেজ মাধ্যমে জানতে পারবেন এবং রাত ৮টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত করোনাকালীন সমস্ত বর্ষের পরীক্ষা সাময়িকভাবে বন্ধ ছিলো। তবে কলেজ শুরু হওয়ার পর থেকে বাকী থাকা সমস্ত পরীক্ষা শুরু হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ গুলোতে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা শুরু হয়েছে বুধবার(২৯ ডিসেম্বর)। তবে এই পরীক্ষা চলবে আগামী ৬ ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে তারা পরীক্ষার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষা নিচ্ছে।
লাইব্রেরি সায়েন্স প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত ২০২১-২০২২ শিক্ষার্ষে এক বছর মেয়াদি অন ক্যাম্পাস পোস্ট গ্রাজুয়েট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই ভর্তির কার্যক্রম বিশেষ করে অনলাইন আবেদন করতে হবে। এবং তা ২৬ ডিসেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদনের মাধ্যমে ফরম পূরণ করতে হবে। এবং ফরম পূরণ করার পর অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদনর ফি বাবদ ৫২৫ টাকা ২৩ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ২৪ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের মাস্টার্স এমএ/এমএসএস/এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত। এছাড়া ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথমবর্ষ পরীক্ষা আগাামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ হলো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) প্রকাশ করা হয় এই ফল। এ পরীক্ষায় মোট ১৭০টি কলেজের এক লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা পরীক্ষা দেন ২৯টি বিষয়ে। প্রকাশিত ফলে ৮৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd সন্ধ্যা ৭টা থেকে এই ফল পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়-তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত। এছাড়া তৃতীয় বর্ষের পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৭ মার্চ পর্যন্ত।