অনলাইনে ইনকাম বিষয়ে রিসার্চ করে থাকলে আপনি নিশ্চই টি-শার্ট ডিজাইন করে আয় করার বিষয়ে শুনে থাকবেন। অনেক ধরনের ডিজাইনিং দ্বারা আয় করা গেলেও সেগুলোর মধ্যে টি-শার্ট ডিজাইন করে অর্থ উপার্জন করার প্রক্রিয়াটি বেশ জনপ্রিয়।
তবে আমাদের মধ্যে অনেকেই টি-শার্ট ডিজাইন করে ইনকাম করার বিষয়ে তেমন ভালোমতো কিছু জানিনা । এছাড়াও এটি সম্পর্কে অনেক ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা মূলত T-shirt Design করে কিভাবে আয় করা যায় এর সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা।
শুরুতে জেনে নেই, T-shirt Design বিষয়টা কি?
আমরা সবাই বিভিন্ন ডিজাইনের টি-শার্ট পড়ে থাকি। আমরা যে T-shirt পড়ি সেখানে দেওয়া ডিজাইনগুলো বিভিন্ন ডিজাইনার দ্বারা করানো হয়। আর এই প্রক্রিয়াকে বলা হয় টি-শার্ট ডিজাইনিং। যারা এই T-shirt Design এর কাজ করে থাকেন তাদের বলা হয় টি-শার্ট ডিজাইনার। আমি আপনাদের সহজ উদাহরণ দ্বারা বুঝানোর চেষ্টা করেছি। তবে এখন নিশ্চয়ই প্রশ্ন আসবে যে কিভাবে আমরা টি-শার্ট ডিজাইনিং এর দ্বারা অর্থ উপার্জন করতে পারি।
টি-শার্ট ডিজাইন করে কিভাবে টাকা আয়?
আমরা একটু আগেই জানলাম T-shirt Design বলতে মূলত কি বুঝায়। এখন ধরুন আপনি কিছু ডিজাইন তৈরি করলেন টি-শার্ট এর। তাহলে এই ডিজাইন দ্বারা আপনার হাতে অর্থ আসবে কিভাবে? আপনার ডিজাইন গুলোর দ্বারা আয় করতে হলে আপনার করা ডিজাইনগুলো আপনাকে পাবলিক করতে হবে। অর্থাৎ কোনো একটি প্লাটফর্ম আপনাকে বেছে নিতে হবে যেখানে আপনি আপনার ডিজাইন করা টি-শার্ট গুলো আপলোড করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো ইউনিক ভাবে T-shirt Design করে কোনো একটি প্লাটফর্ম তে সেটি আপলোড করা।
দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো, যেকোনো প্লাটফর্ম তে আপনার ডিজাইন আপলোড করলে আপনার ইনকাম আসবে না। আপনকে এমন একটি মার্কেটপ্লেস বেছে নিতে হবে যেখানে আপনার ডিজাইন মানুষ কিনবে। অনলাইনে রিসার্চ করলে আপনি অনেক জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে আপনার করা ডিজাইন আপনি আপলোড করতে পারবেন।
এখন ঐ ওয়েবসাইট আপনার ডিজাইনগুলো নিবে, এরপর সেগুলো তাদের মার্কেটপ্লেস তে কাস্টমারদের অফার করবে। বিভিন্ন দেশের কাস্টমার চাইলে আপনার সেই ডিজাইন অর্ডার করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি আপনার ডিজাইন এর দাম ২০ ডলার দেন, তাহলে আপনি তার অর্ধেক অর্থাৎ ১০ ডলার পেয়ে যেতে পারে। আর এখানে মজার বিষয় হলো একটি ডিজাইন একের অধিকবার বিক্রি হতে পারে। সেক্ষেত্রে ১০ ডলার করে একটি ডিজাইন ১০০ জন কিনলে আপনি পাচ্ছেন ১০*১০০, অর্থাৎ ১০০০ ডলার।
অর্থাৎ এখানে মূল বিষয়টি হলো আপনি আপনার ইচ্ছামত যেকোনো T-shirt Design করে একটি ওয়েবসাইটে আপলোড করলেন এবং সেটির দাম দিলেন ২২ ডলার। আপনি যে ওয়েবসাইটে ডিজাইন আপলোড করেছেন সেখানে নিয়ম হলো ডিজাইনের ৫০% টাকা আপনি পাবেন এবং ৫০% পাবে ঐ ওয়েবসাইট। আপনি তখনই ২২ ডলারের বাবদে ১১ ডলার পাবেন, যখন কোনো কাস্টমার আপনার ডিজাইন এর বাবদে টাকা পেইড করবে। আপনার কাজ শুধুমাত্র ডিজাইন তৈরি করে আপলোড দেওয়া। বাকি প্রিন্ট, ডেলিভারি ইত্যাদি কাজগুলো ওয়েবসাইট মালিকরা করবে।
আমি আশা করছি যে আপনি পুরো বিষয়টা খুব ভালোমতোই বুঝতে পেরেছেন। আমি আমার মতো করে আপনাদেরকে সহজে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। T-shirt Design করে ইনকাম করার প্রক্রিয়াটি আসলে এরকম। আর্টিকেলটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ