উত্তরঃ
নির্বাচনি আচরণবিধিঃ নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ হলো নির্বাচন আচরনবিধি তৈরি করা। কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। এ লক্ষ্যে নাগরিকরা নির্বাচনের সময় কি ধরণের আচরণ করবে তার একটি তালিকা তৈরি করে দেয়।আর এটাই হলো নির্বাচনি আচরণবিধি।
আমার এলাকায় নির্বাচন এর সময় সেসব নির্বাচন আচরণবিধি মেনে চলা হয় তা নিম্নে তুলে ধরা হলঃ
১. মনোনয়মত্র জমা দেওয়ার সময় সভা কিংবা মিছিল করা যাবে না।
২.দেওয়ালে কোন কিছু লিখা কিংবা পোস্টার ছাপানো যাবে না।
৩.কোন রাস্তা কিংবা সড়কে জনসমাবেশ করা যাবে না।
৪. রশিতে পোস্টার কিংবা প্ল্যাকার্ড ঝোলানো যাবে না।
৫. প্রচারের জন্য কোন গেইট কিংনা আলোকসজ্জা করা যাবে না।
৬. মোটর সাইকেল কিংবা কোন যানবাহনে মিছিল করা যাবেনা।
৭. নির্বাচনের ক্যাম্পে ভোটারদের কোন উপহার, খাদ্য ও পানীয় পরিবেশন করা যাবে না।