#লেবু আর মধু ব্যবহার
১.একটি পাতিলেবু নিন।
২.লেবুটি কেটে সমস্ত রস বের করে নিয়ে দু চামচ লেবুর রস এর সাখে একটু মধু মিশান।
৩।এবার এই মিশ্রণটি ত্বকের যে স্থানে দাগ আছে সেখানে লাগান।
৪.এটি ত্বক থেকে যাবতীয় নোংরা এবং রোদের পোড়া দাগ তুলতে সাহায্য করবে।
৫.মিশ্রণটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে। ৬.তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
৭. তবে হ্যাঁ ব্যবহারের আগে অবশ্যই হাতে ব্যবহার করবেন এলার্জী হলে ব্যবহার করবেন না।
#লেবুর মধ্যে আছে ভিটামিন সি যা ত্বকের দাগ দূর করতে সাহায্যে করে। লেবু ত্বকের শুস্কতা কাটিয়ে ত্বককে উজ্জল করতে সাহায্য করে। এছাড়াও রোদে পোড়া দাগও সহজে হালকা করে দেয়।
#টমেটো আর লেবু
১. ১টি টমেটো ছোট ছোট করে কেটে নিন।
২.তারপর মিক্সির সাহায্যে রস বের করে নিন।
৩.লেবুর রস আর টমেটোর রস মিশিয়ে একটা পেস্ট তৈরী করে নিন।
৪.পেস্টি মুখে যে যে জায়গায় সে স্থানে ব্যবহার করুন।
৫.১০ মিনিট রাখার পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
#টমেটোর মধ্যে থাকা উপাদান গুলি ত্বকের দাগ কমিয়ে ত্বককে ভেতর থেকে ফর্সা এবং উজ্জ্বল করে তোলে। ত্বকের মধ্যে থাকা লাইকোপিন নামক উপাদান ত্বকে আর্দ্রতা প্রদান করে। আার ত্বকের ওপরে থাকা মৃত কোষগুলিকে সরিয়ে ত্বকের ট্যান দূর করতে সহায়তা করে।
##পাকা পেঁপে
১.পাকা পেঁপেটি ভালো করে কেটে বেটে নিন
২. এ মিশ্রণে মধু মিশিয়ে একটি প্যাক তৈরী করে নিন।
৩.এরপর প্যাকটি মুখে ১৫ মিনিট পযন্ত রাখুন।
৪.১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. এই প্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন।একদিন পর পর।
# ব্রণ আর ব্রণের দাগ দূর করতে এটি একটা কার্যকরি উপায়। মধু ছাড়াও শুধু পাকা পেঁপে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। এটি ত্বককে উজ্জল করতে সাহায্য করবে।পেঁপেটে আছে ভিটামিন যা ত্বকের জন্য অনেক ভালো।
#আপেলের প্যাক
১. আপেলটি কেটে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরী করে নিন।
২.মিশ্রণটিটে সামান্য মধু অৎবা পানি মেশান।
৩.মিশ্রণটি মুখে আর হাতের কনুই এ লাগান।
৪.২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. এই প্যাকটি সপ্তাহে দুই ব্যবহার করতে পারবেন।দুই একদিন পরপর।
#বিভিন্ন ফলের সংমিশ্রণে তৈরি করা প্যাক ত্বককে গভীর থেকে করে ফর্সা এবং সুন্দর করে তোলে।ফলের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান গুলি ত্বককে প্রয়োজনীয় পুষ্টি দিয়ে সুন্দর করে তোলে।যার ফলে মৃত্যু কোষগুলো সুস্থ হতে শুরু করে।