Cheap price backlink from grathor: info@grathor.com

ধৈয্যের ফল সব সময়ই ভালো হয়।

–যে মানুষটার সাথে তোমার অনেক দিনের সম্পর্ক।হঠাৎ করেই দেখবে একদিন সেই মানুষটা তোমাকে বলে উঠলো,সে আর সম্পর্ক রাখতে চায় না,তোমার সাথে নাকি তার যায় না,সে নাকি তোমায় আর ভালোবাসে না।তোমার ফোন নাম্বার, ফেইসবুক আইডি সব কিছুই ব্লক করে দিলো।এক নিমিষেই সবকিছু ভেঙে চুরমার করে দিলো।তোমার এতো দিনের বিশ্বাস ভালোবাসা সবকিছু ভেঙে দিয়ে,তোমায় ছেড়ে চলে গেলো।চিনে ও তোমায় না চেনার ভান করে চলে গেলো।

তখন হয়তো তোমার মাথায় আকাশটাই ভেঙে পরবে।তুমি খুব সহজে নিজেকে সামলে নিতে পারবে না।কারন তুমি যে তাকে মন থেকেই ভালোবেসেছিলে।হয়তো সে খুব সহজেই তোমার সম্পর্ক টা ভেঙে দিয়ে চলে গেছে,সম্পর্কটা ভেঙে গেলে ও ভালোবাসাটা কিন্ত ভাঙ্গে না।কারন ভালোবাসাটা যে মন থেকেই হয়,আর সেই ভালোবাসা ভুলা এতোটা সহজ।আমরা হয়তো খুব সহজেই অন্যকে বলতে পারি,ভুলে যাও তাকে,কিন্তু তাকে ভুলে যাওয়া কি আদৌ এতটা সহজ?মোটে ও না।ভালোবাসা যতটা সহজ,সেই ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া তার চেয়ে ও বেশি কঠিন।তুমি হয়তো তোমার ভালোবাসাটা ফিরিতে আনতে বার বার তার কাছে যাবে।কিন্তু সে তোমায় নির্দয়ের মতো বার বার ফিরিয়ে দিবে।তুমি বার বার তাকে সরি বলবে,কিন্তু সে তোমায় ফিরিয়ে দিবে।তোমার অঝরে ঝড়া চোখের পানি,তার মনে একটু ও দাগ কাটবে না।দিনের পর দিন সে তোমায় অপমান করতে থাকবে।এতটাই অপমান করবে যে অপমান সহ্য করতে না পেরে তোমার মরে যেতে ইচ্ছে করবে।

প্রায় সময়ই তার কথা ভেবে মাঝরাতে তোমার ঘুম ভেঙে যাবে।নির্ঘুম রাত তোমায় চারদিক থেকে ঘিরে ধরবে।এই ভাবেই অসহ্য যন্ত্রণায় তোমার দিন গুলো কাটতে থাকবে।

এইভাবে চলতে চলতে একদিন খেয়াল করে দেখবে তোমার আর আগের মতো কষ্ট হচ্ছে না।তার জন্য এখন আর মাঝরাতে তোমার ঘুম ভাঙ্গে না।যেই মানুষটাকে পাওয়ার জন্য তুমি দিন রাত কান্না করতে।তোমার প্রতিটা মোনাজাতেই যে ছিলো।সেই মানুষটার কথা এখন আর তোমার একটু ও মনে হয় না।আজ তুমি নিজেকে সামলে নিয়েছো।কষ্টের সাথে লড়াই করে তুমি বেঁচে থাকতে শিখেছো।আস্তে আস্তে হয়তো তোমার জীবনে নতুন কেউ আসবে।যে তোমাকে পাগলের মতো ভালোবাসবে।পুরনো সব স্মৃতি গুলো ভুলিয়ে দিবে।

দেখবে কোনো একটা সময় তোমার জীবনে এমন একটা দিন আসবে,যেদিন তুমি নিজেকে সবচেয়ে বেশি সুখি মনে করবে।ঐ আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিয়ে বলবে,ভালো আছি,আজ আমি সত্যিই অনেক ভালো আছি।তোমাকে শুধু ঐ দিনটার জন্য অপেক্ষা করতে হবে।

Related Posts

10 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No