আশা করি সবাই ভালো আছেন।বর্তমানে আমরা যখন খারাপ পরিস্থিতিতে থাকি তখন আমাদের মানসিক চাপে ভুগি।এই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মোটিভেশনাল ভিডিও দেখি।আমরা অনেক সময় কাজে ব্যর্থ হয়ে হাল ছেরে দেই,ভাগ্যর দোষ বলে পিছিয়ে যাই।এবংং দ্বিতীয়বার আর কাজ টি করি না।কিন্তু সফল মানুষ হওয়ার জন্য মানুষ একবার না দুইবার না হাজার হাজার বার চেষ্টা করে।ফলে তারা সফল হতে পারে।কিন্তু এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আজই নিজেকে করুন এই প্রশ্নগুলো কাজ করার শক্তি দিবে লড়ার শক্তি দিবে।তো চলুন জানা যাক সেই পশ্নগুলো।
১.স্রষ্টিকর্তা আপনাকে মানুষ কেন বানিয়েছেন?এই পৃথিবীতেতো অনেক জীব আছে কিন্তু ভগবান আপনাকে সেইগুলা না করে সেরা জীব মানুষ হিসেবে তৈরি করেছে কেন?তার মানে আপনার মধ্যেও এমন কিছু গুন আছে।
২.আপনি কেনো একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন?বা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন?তিনি তো আপনাকে কোনো বড়লোকের ঘরে জন্মগ্রহণ করাতে পারতেন।এর মানে আপনার মাঝে এমন কোনো গুন আছে যেটার কারনে আপনি এখান থেকেই অনেক বড় কিছু করতে পারেন।
৩.স্রষ্টিকর্তাকে ভাগ্য পাল্টে দেওয়ার জন্য বলেন কেন?আপনার কি কোনো দম নেই?স্রষ্টিকর্তা সবার ভাগ্য লিখে দিয়েছেন এটা সত্য কিন্তু তিনি বলেন নি আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ভাগ্য পাল্টাতে পারবেন না।
৪.স্রষ্টিকর্তা কেন আপনাকে এত ব্যর্থ করে?এই কথার মানে হলো আপনি ব্যর্থতাকে ভয় পান না।একসময় সব ব্যর্থতাকে বিদায় দিয়ে সফলতা ঠিক আনবেন।
৫.আপনি কোনো কিছুর জন্য অন্যর কাছে নির্ভর করেন কেন?এই প্রশ্নটা করুন আপনার কি এমন কোনো গুন নেই যেটার কারনে আপনি তার উপর নির্ভর না করেই ভালোভাবে চলতে পারেন।
৬.আপনি এত বেশি কষ্টের মধ্যে আছেন কে? একটা কথা মনে৷ রাখবেন রাত যত গভীর হোক সকাল ঠিকই হয়।মানে আপনি যদি এই কষ্টের সময়টা পার করতে পারেন তাহলে আপনার জন্য সোখের সময় অপেক্ষা করছে।
এই ৬ টি প্রশ্ন নিজেকে করার মাধ্যমে আপনি নতুন করে কাজ করার জন্য শক্তি পাবেন।আপনার শত কষ্টের মধ্যে ও একটু লড়ে যাওয়ার ক্ষমতা দিতে পেরেছি।বর্তমানে করোনা ভাইরাসের কারনে ইনকাম একদম বন্ধ হয়ে গিয়েছে।কিন্তু তাতে কি ধৈর্যো ধরে বসে থাকুন এর থেকেও ভালো দিন অপেক্ষা করছে।সবাই প্রশ্নগুলো শেয়ার করুন আর অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।